Suryakumar Yadav: সামির কামব্যাক, ১০ ম্যাচ পর ঘরে হার; কী বললেন ক্যাপ্টেন স্কাই?

Jan 28, 2025 | 11:41 PM

India vs England 3rd T20I: ফিট হয়ে অবশেষে ভারতের স্কোয়াডে ফিরলেও প্রথম দু-ম্যাচে খেলানো হয়নি। অবশেষে রাজকোটে আন্তর্জাতিক প্রত্যাবর্তন হল সামির। তাঁর কামব্যাক ও দলের ফল নিয়ে ম্যাচে শেষে ক্যাপ্টেন স্কাই যা বললেন...।

Suryakumar Yadav: সামির কামব্যাক, ১০ ম্যাচ পর ঘরে হার; কী বললেন ক্যাপ্টেন স্কাই?
Image Credit source: BCCI

Follow Us

টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। বিশ্বকাপের পর এই নিয়ে ১৮টি ম্যাচ খেলল ভারতীয় দল। তার মধ্যে মাত্র তৃতীয় হার। ঘরের মাঠে টি-টোয়েন্টিতে ১০ ম্যাচ পরের হারের স্বাদ। অস্বস্তির মাঝেও ভারতের প্রাপ্তি মহম্মদ সামির প্রত্যাবর্তন। ঘরের মাঠে ২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপের পরই ছিটকে গিয়েছিলেন। ফিট হয়ে অবশেষে ভারতের স্কোয়াডে ফিরলেও প্রথম দু-ম্যাচে খেলানো হয়নি। অবশেষে রাজকোটে আন্তর্জাতিক প্রত্যাবর্তন হল সামির। তাঁর কামব্যাক ও দলের ফল নিয়ে ম্যাচে শেষে ক্যাপ্টেন স্কাই যা বললেন…।

ইডেন গার্ডেন্স ও চেন্নাইতে ভারতের স্পিন দাপট দেখা গিয়েছিল। ইডেনে টার্গেটও কম ছিল। সহজেই জিতেছিল টিম ইন্ডিয়ান। চেন্নাইতে কঠিন পরিস্থিতি থেকে দলকে জিতিয়েছিলেন তিলক ভার্মা। রাজকোটে ১৭২ রানের টার্গেট ছিল। যদিও এখানকার পিচের পরিস্থিতি এবং পরিসংখ্যান দেখে এই টার্গেট বিশাল মনে হয়নি। ভারতের ব্যাটিং গভীরতাও প্রশংসনীয়। টপ অর্ডারের ব্যর্থতা, ফিনিশিংয়ের অভাবে ২৬ রানে হার।

ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে শুরুতেই টার্গেট নিয়ে প্রশ্ন করা হয়। স্কাইয়ের কথায়, ‘আমার মনে হয়েছিল পরের দিকে শিশিরের প্রভাব থাকবে। হার্দিক-অক্ষর ক্রিজে থাকা অবধি ম্যাচ আমাদের হাতেই ছিল। কৃতিত্ব দিতে হবে আদিল রশিদকে। আমরা স্ট্রাইক রোটেট করার চেষ্টা করেছি। আদিল সেটা করতে দেয়নি। এর জন্যই ও বিশ্বমানের বোলার। টি-টোয়েন্টি ম্যাচ থেকে আমরা অনেক কিছুই শিখি। তেমনই ইংল্যান্ডের ১২৭-৮ থেকে ১৭০ করতে দেওয়াটাও অপ্রত্যাশিত ছিল।’

বোলিং-ব্যাটিং দু-ক্ষেত্রেই যে ভুল ছিল, সেটাই তুলে ধরেন। স্কাই আরও যোগ করেন, ‘ব্যাটিংয়েও কিন্তু আমাদের অনেক কিছু শিখতে হবে।’ তাঁকে স্বস্তি দিয়েছে সামির প্রত্যাবর্তনও। বলছেন, ‘ওকে এ ভাবে বোলিং করতে দেখে খুবই ভালো লেগেছে। ভালো বোলিং করেছে। তেমনই আর একজন খুবই পরিশ্রম করছে। বরুণ চক্রবর্তীর কথা বলতেই হবে। তার ফলও পাচ্ছে।’ এই সিরিজে তিন ম্যাচে ইতিমধ্যেই ১০ উইকেট নিয়েছেন বরুণ।