২০১২ সাল। অ্যাডিলেড। ত্রিদেশীয় সিরিজে মুখোমুখি হয়েছিল ভারত-শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৩৬ রান করে শ্রীলঙ্কা। জবাবে ভারতও ৯ উইকেটে ২৩৬ রানে থামে। ম্যাচ টাই। এক যুগ পর কলম্বো। ভারত-শ্রীলঙ্কা তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের শুরু। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা তোলে ২৩০ রান। জবাবে ভারত ২৩০ রানে অলআউট। ম্যাচ টাই। এর মধ্যে একটা মিলও আছে। এক যুগ আগের সেই ম্যাচেও ছিলেন গৌতম গম্ভীর, রোহিত শর্মা, বিরাট কোহলি। আজকের ম্যাচেও ছিলেন এই তিন জন। আরও একটা মিল, সেই ম্যাচে ভারতীয় ইনিংসে সর্বাধিক স্কোর ওপেনার গৌতম গম্ভীরের ৯১ রান। আজকের ম্যাচেও ভারতীয় ইনিংসে সর্বাধিক রান ওপেনার রোহিত শর্মার ৫৮। পার্থক্য, রোহিত-বিরাট খেলছেন, গৌতম গম্ভীর কোচ।
বোর্ডে ২৩১ রানের টার্গেট। রোহিতের বিধ্বংসী শুরু। পাওয়ার প্লে-তে ৭১ রান। এরপরও ম্যাচ টাই! ১ রানের গুরুত্ব কতটা, ভারতীয় দল ভালো ভাবেই উপলব্ধি করতে পারল আরও একবার। শুরু থেকে পুরোটা কিছুক্ষণের জন্য ভুলে যান। তখনও ১৪ বল বাকি, চাই ১ রান, হাতে ১ উইকেট। অর্শদীপ সিং যদি…। এমন আপশোস হওয়ারই কথা। যেমন আপশোস হওয়ার কথা শিবম দুবে স্কোর সমান করলেও ম্যাচটা ফিনিশ করে আসতে না পারা। রোহিত মুখে হাসি থাকলেও হতাশা লুকোতে পারলেন না। কী বললেন ম্যাচ শেষে?
ভারত অধিনায়ক রোহিত শর্মা বলছেন, ‘টার্গেট বড় ছিল না, কিন্তু ব্যাটিং আরও ভালো করতে হত। আমরা কিছু কিছু অংশে ভালো ব্যাটিং করেছি। তবে কোনও ধারাবাহিকতা ছিল না। শুরুটা ভালো হলেও জানতাম, স্পিনাররা এলে ম্যাচে চাপ বাড়বে। আমরা অল্প সময়ের মধ্যে কিছু উইকেট হারিয়ে চাপে পড়ি। আবার অক্ষর-রাহুল জুটিতে ম্যাচ আমাদের নিয়ন্ত্রণেই ছিল। ১৪ বলে ১ রান করতে না পারাটা খুবই হতাশার।’
কাউকে দায়ী করতে নারাজ ক্যাপ্টেন। রোহিত যোগ করলেন, ‘এটা নিয়ে খুব বেশি ভাবতে চাই না। এখানে বড় শট খেলার পরিস্থিতি ছিল না। ক্রিজে পড়ে থেকে রান কুড়িয়ে নিতে হত। সকলেই যে ভাবে লড়াই করেছে, তা প্রশংসনীয়। স্নায়ুপর চাপটা ধরে রাখা উচিত ছিল।’