Rinku Singh: আন্তর্জাতিক ক্রিকেটে বিরতি, রিঙ্কু সিং নামছেন ম্যাভেরিক্সের হয়ে

Aug 08, 2024 | 8:07 PM

Indian Cricket Team: এখনই তাঁকে টেস্ট স্কোয়াডে দেখা যাবেই, এর নিশ্চয়তা নেই। বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু ৬ অক্টোবর। ফলে অনেকটা বিরতি রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে। রিঙ্কু সিং অবশ্য ঝড় তুলতে তৈরি টি-টোয়েন্টি ফরম্যাটে।

Rinku Singh: আন্তর্জাতিক ক্রিকেটে বিরতি, রিঙ্কু সিং নামছেন ম্যাভেরিক্সের হয়ে
Image Credit source: INSTAGRAM

Follow Us

আন্তর্জাতিক ক্রিকেটে সাময়িক বিরতি। এরপর বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত এই সিরিজ। দুটো টেস্ট শেষে টি-টোয়েন্টির পালা। সব কিছু ঠিক থাকলে টি-টোয়েন্টি সিরিজে ফের খেলতে দেখা যাবে রিঙ্কু সিংকে। ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর যদিও বলেছেন, রিঙ্কু সিং টেস্ট খেলার জন্য তৈরি। তবে এখনই তাঁকে টেস্ট স্কোয়াডে দেখা যাবেই, এর নিশ্চয়তা নেই। বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু ৬ অক্টোবর। ফলে অনেকটা বিরতি রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে। রিঙ্কু সিং অবশ্য ঝড় তুলতে তৈরি টি-টোয়েন্টি ফরম্যাটে।

ভারতের ঘরোয়া ক্রিকেট মরসুম শুরু হচ্ছে দলীপ ট্রফি দিয়ে। ৫-২২ সেপ্টেম্বর দলীপ ট্রফি। তার স্কোয়াড এখনও ঘোষণা হয়নি। রিঙ্কু সিংয়ের নজরে আপাতত উত্তরপ্রদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এর দ্বিতীয় সংস্করণ শুরু ২৫ অগস্ট। মিরাট ম্যাভেরিক্স রিঙ্কু সিংকে রিটেন করেছে। টুর্নামেন্টের ফাইনাল ১৪ সেপ্টেম্বর। বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতির আদর্শ সুযোগ হতে পারে এই টুর্নামেন্ট।

উত্তরপ্রদেশ প্রিমিয়ার লিগ ৬ দলের টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে ভালো পারফর্ম করে আইপিএলে সুযোগ পেয়েছেন সমীর রিজভির মতো অনেকেই। তেমনই ভারতীয় ক্রিকেটের অতি পরিচিত মুখ ভুবনেশ্বর কুমারও খেলেন। মিরাট ম্যাভেরিক্সে গেমচেঞ্জার রিঙ্কু সিংয়ের পাশাপাশি টিমে পরিচিত মুখ স্বস্তিক চিকারা। গত মরসুমে দুর্দান্ত খেলেছিলেন স্বস্তিক। যে কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলামের আগে প্রচুর আলোচনা হয় এই ক্রিকেটারকে নিয়ে। দিল্লি ক্যাপিটালস তাঁকে নিলেও ম্যাচে সুযোগ পাননি।

রিঙ্কু সিংয়ের কাছে এ বারের টুর্নামেন্ট খুবই গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল স্কোয়াডে জায়গা পাননি রিঙ্কু। জিম্বাবোয়ে সুযোগ ব্যাট হাতে একটাই ভালো ইনিংস। শ্রীলঙ্কায় প্রথম দু-ম্যাচে ব্যাটিংয়ে সেই অর্থে সুযোগ পাননি। শেষ টি-টোয়েন্টিতে সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ। তবে শ্রীলঙ্কায় শেষ টি-টোয়েন্টিতে বল হাতে চমকে দিয়েছিলেন। বাংলাদেশ সিরিজের আগে আত্মবিশ্বাস বাড়াতে এই টুর্নামেন্টই পাখির চোখ রিঙ্কুর।

Next Article