মুম্বই: জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন ভারতীয় ক্রিকেটার শার্দূল ঠাকুর (Shardul Thakur)। দীর্ঘদিনের বান্ধবী মিতালি পারুলকরের (Mittali Parulkar) সঙ্গে আজ সোমবার মুম্বইতে বাগদান সেরে নিলেন লর্ড শার্দূল। পরিবারের সদস্যদের উপস্থিতিতেই শার্দূল-মিতালির বাগদান অনুষ্ঠান হল।
বর্তমানে শার্দূল বিশ্রামে রয়েছেন। মরুশহরে আইপিএল-১৪-র (IPL) দ্বিতীয় পর্বে চেন্নাইয়ের হয়ে খেলার পরই টি-২০ বিশ্বকাপে ভারতের হয়ে খেলেছিলেন শার্দূল। তাই ঘরের মাঠে কিউয়িদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ ও টেস্ট সিরিজ থেকে তাঁকে বিশ্রাম দিয়েছে বিসিসিআই। সেই সুযোগে এনগেজমেন্টটা সেরে ফেললেন আইপিএলে ধোনির দলের ক্রাইসিস ম্যান।
Happy and Cute couple ?❤️
Shardul Thakur and Mittali #Shardulthakur @imShard pic.twitter.com/aMmLnC98w7
— SHARDUL THAKUR FC™ (@Don_Shardul) November 29, 2021
আজ, সোমবার মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন চত্বরে শার্দূল-মিতালির বাগদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। দুই পরিবারের নিকট আত্মীয় ও বন্ধুরা মিলিয়ে মোট ৭৫ জন ব্যাক্তি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পাশাপাশি জানা গিয়েছে, পরের বছর অস্ট্রেলিয়ায় (Australia) অনুষ্ঠিত হতে চলা টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) পর বিয়ে করবেন শার্দূল-মিতালি।
শার্দূলের এনগেজমেন্টে উপস্থিত ছিলেন ভারতীয় দলের বর্তমান টি-২০ অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ইন্সটাগ্রামে এক ভিডিওতে টিম ইন্ডিয়ার এই জুটিকে একসঙ্গে দেখা গিয়েছে।
টিম ইন্ডিয়ার জার্সি চাপিয়ে এখনও পর্যন্ত চারটি টেস্ট ও ১৫টি একদিনের ম্যাচে এবং ৪টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন শার্দূল ঠাকুর। যার মধ্যে লাল বলের ক্রিকেটে ১৪টি, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২২টি ও টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ৩১টি উইকেট পেয়েছেন। এ ছাড়া আইপিএলে তিনি ৬১টি ম্যাচে খেলেছেন এবং তাঁর উইকেট প্রাপ্তি ৬৭টি।
আরও পড়ুন: IND vs NZ 1st Test Day 5 Live: জাডেজা ফেরালেন সাউদিকে, ম্যাচ জিততে ভারতের চাই এক উইকেট