নয়াদিল্লি: আজ প্রেমের দিবস (Valentine’s Day)। বছরের সব চেয়ে রোম্যান্টিক দিন। একাধিক যুগলের মতো ইন্সটাগ্রামে ভালোবাসার মানুষের সঙ্গে ছবি পোস্ট করেছেন ভারতীয় ক্রিকেটাররা। রবিচন্দ্রন অশ্বিন, মায়াঙ্ক আগরওয়াল, লোকেশ রাহুলরা তাঁদের পার্টনারদের সঙ্গে ছবি পোস্ট করেছেন। দেখুন প্রেম দিবসে ভারতীয় ক্রিকেটারদের পোস্ট করা কিছু ছবি…
বলিউড অভিনেত্রী আথিয়া শেঠীর সঙ্গে ইন্সটাগ্রামে ছবি পোস্ট করে ভারতীয় তারকা ক্রিকেটার কেএল রাহুল (KL Rahul) লিখেছেন, “হ্যাপি লাভ ডে।”
ভারতের সিনিয়র বোলার উমেশ যাদব স্ত্রী তানিয়ার সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন “আমার জীবনে এত ভালোবাসা, খুশি ও অ্যাডভেঞ্চার এনে দেওয়ার জন্য ধন্যবাদ। আমি তোমাকে ভালোবাসি। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে।”
ভারতের সিনিয়র অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন তাঁর স্ত্রী প্রীতি নারায়ণ এবং দুই মেয়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, “হ্যাাপি ভ্যালেন্টাইন্স ডে প্রীতি।”
ভারতের মিডল অর্ডারের সফল ব্যাটার সূর্যকুমার যাদব স্ত্রী দেবিকা শেঠীর সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, “আমার বরাবরের ভ্যালেন্টাইন।”
ভারতের তারকা ক্রিকেটার মায়াঙ্ক আগরওয়াল তাঁর স্ত্রী অশিতা সুদের সঙ্গে একখানা মিষ্টি ভিডিও পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, “আমার ক্রাইমের পার্টনার, জীবন, ভালোবাসা ও মজার সঙ্গী অশিতা সুদের জন্য।”
অক্ষর প্যাটেল টুইটারে তাঁর বান্ধবী মেহার সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, “তুমি এবং আমি মিলে একটা সুন্দর আমরা হয়ে উঠেছি। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে।”