IPL 2022: মুম্বই ইন্ডিয়ান্স স্বল্পমেয়াদী লক্ষ্য ও দীর্ঘমেয়াদী দৃষ্টিতে বিশ্বাসী, বলছেন নীতা আম্বানি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Feb 14, 2022 | 8:34 PM

Nita Ambani on Mumbai Indians: এ বছরের মেগা নিলামের ব্যাপারে নীতা বলেন, "আমি নতুন মরসুমের জন্য উত্তেজিত। কিন্তু আমি এটা অবশ্যই বলতে চাই যে, বড় নিলামগুলি সত্যিই খুব কঠিন হয়। আমাদের প্লেয়ারদের ছেড়ে দেওয়াটা খুব কঠিন, যারা অনেক বছর ধরে আমাদের পরিবারের একটি অংশ ছিল। আমরা তাঁদের সবাইকে মিস করব।"

IPL 2022: মুম্বই ইন্ডিয়ান্স স্বল্পমেয়াদী লক্ষ্য ও দীর্ঘমেয়াদী দৃষ্টিতে বিশ্বাসী, বলছেন নীতা আম্বানি
IPL 2022: মুম্বই ইন্ডিয়ান্স স্বল্পমেয়াদী লক্ষ্য ও দীর্ঘমেয়াদী দৃষ্টিতে বিশ্বাসী, বলছেন নীতা আম্বানি

Follow Us

বেঙ্গালুরু: ৫ বারের আইপিএল (IPL) চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) নিলামের আসরে কেমন দল সাজায় সেদিকে বিশেষ চোখ ছিল ক্রিকেটপ্রেমীদের। গত মরসুমটা মুম্বইয়ের জন্য় ভালো কাটেনি। কিন্তু অতীত ভুলে এগিয়ে যেতে চাই এমআই পল্টন। মেগা নিলামের দ্বিতীয় দিন ৮ কোটি টাকায় ইংল্যান্ডের অলরাউন্ডার জোফ্রা আর্চারকে তুলে নেয় রোহিত শর্মার দল। আর্চারকে নেওয়ার জন্য হাড্ডাহাড্ডি লড়াই করেছে মুম্বই ইন্ডিয়ান্স। তবে তার পর থেকে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে চোটে কাবু আর্চারকে এত টাকা খরচ করে দলে কেন নিলেন জাহির খানরা । দলের মালকিন নীতা আম্বানি কিন্তু পরিষ্কার করে দিয়েছেন, মুম্বই ইন্ডিয়ান্স স্বল্পমেয়াদী লক্ষ্য ও দীর্ঘমেয়াদী দৃষ্টিতে বিশ্বাসী।

মেগা নিলামের শেষে মুম্বইয়ের মালকিন বলেন, “মুম্বাই ইন্ডিয়ানদের সব সময় একটা স্বল্পমেয়াদী লক্ষ্য এবং একটি দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি থাকে। আমরা যে খেলোয়াড়দের কিনি তাঁদের নেওয়ার মধ্যে কিছু দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গিও থাকে। আমাকে আমাদের সমস্ত ভক্তদের আশ্বস্ত করতে হবে যে, আমরা নিলামে আমাদের সেরাটা দিয়েছি এবং খেলোয়াড়দের কথা মাথায় রেখে, আমরা আশা করি আমরা আমাদের সকলের জন্য ভালো খেলে আমাদের ভক্তদের মুখে হাসি ফোটাতে পারব।”

এ বছরের মেগা নিলামের ব্যাপারে নীতা বলেন, “আমি নতুন মরসুমের জন্য উত্তেজিত। কিন্তু আমি এটা অবশ্যই বলতে চাই যে, বড় নিলামগুলি সত্যিই খুব কঠিন হয়। আমাদের প্লেয়ারদের ছেড়ে দেওয়াটা খুব কঠিন, যারা অনেক বছর ধরে আমাদের পরিবারের একটি অংশ ছিল। আমরা তাঁদের সবাইকে মিস করব। হার্দিক হোক বা ক্রুনাল বা কুইন্টন বা বোল্ট। আমরা তাঁদের ফিরিয়ে আনার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলাম, কিন্তু নিলামের ডায়নামিক অনুমান করা খুব কঠিন।”

তিনি আরও বলেন, “তবে আমরা যা পেয়েছি তাতে আমরা খুশি এবং আমি ওটা বলতে পারি যে মুম্বই ইন্ডিয়ান্স সব থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করবে এবং আমাদের ভক্তদের সেরা বিনোদন দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করবে।”

৫ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে নীতার দল। আইপিএলের সব থেকে সফল ফ্র্যাঞ্চাইজির মালিক বলেন, “আমি ১৩ বছর আগে এই দলটি নিয়েছিলাম এবং এখন এটা দেখতে সত্যিই, আমি অভিভূত। মুম্বই ইন্ডিয়ান্স আমার খুব প্রিয়। দলের ব্যাপার এলে আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়ি। এই সবের কৃতিত্ব মুম্বই ইন্ডিয়ান্সের ‘এক পরিবার’- এর পাওনা। আমাদের খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, আমাদের ভক্ত, মাঠের সকল গ্রাউন্ডসম্যান যারা তাদের সেরাটা এই দলের জন্য দেয় – এটাই মুম্বই ইন্ডিয়ান্সের মূল।”

মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মাকে এখন সাদা বলের ফর্ম্যাটে ভারতীয় দলের নেতৃত্ব দিতে দেখে নীতা বেশ আনন্দিত। তিনি বলেন, “রোহিত শর্মাকে আমরা তৃতীয় মরসুমের পরে কিনেছিলাম এবং তাঁকে একজন অধিনায়কের ভূমিকায় গ্রো করতে দেখার পর এখন, টিম ইন্ডিয়ার অধিনায়কের ভূমিকায় বেড়ে উঠতে দেখে খুব ভালো লাগছে। আশা করি, আগামী বছরগুলিতে আমাদের কিছু তরুণ ভারতীয় ছেলে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে এবং আমাদের সবাইকে আবার গর্বিত করবে।”

Next Article