Mohammad Rizwan: দুবাইয়ের হাসাপাতালে রিজওয়ানের চিকিত্‍সা করেছিলেন ভারতীয় ডাক্তার

TV9 Bangla Digital | Edited By: Prantik Deb

Nov 13, 2021 | 4:17 PM

ম্যাচের পর ড: সরিন সাইনালাবদিন ও তাঁর দলকে ধন্যবাদ জানিয়েছেন রিজওয়ান (Mohammad Rizwan)। উপহার দিয়েছেন সই করা জার্সি।

Mohammad Rizwan: দুবাইয়ের হাসাপাতালে রিজওয়ানের চিকিত্‍সা করেছিলেন ভারতীয় ডাক্তার
বিশ্ব ক্রিকেটে আলোচনার কেন্দ্রে মহম্মদ রিজওয়ান। সৌ: টুইটার

Follow Us

দুবাই: ‘আমি খেলতে চাই, দলের সঙ্গে থাকতে চাই’ দুবাইয়ের হাসপাতালে (Dubai hospital) যখন নিজের ভাষায় কথাগুলো বলছেন পাকিস্তানের (Pakistan) উইকেটকিপার মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan), তখন সেটা বোঝার মানুষ সেখানে একজনই ছিলেন। ড: সরিন সাইনালাবদিন। দুবাইয়ের মেদেরো হাসপাতালের পালমেনোলজিস্ট। এক ভারতীয় ডাক্তার (India Doctor)। তাঁর দায়িত্বেই আইসিইউয়ে ভর্তি হয়েছিলেন পাক উইকেটকিপার। তিনি জানিয়েছেন, “রিজওয়ান যখন হাসাপাতেল এল তখন ওর বুকে প্রচন্ড ব্যথা। ওর যে সমস্যা হয়েছিল তাতে ব্যথা হওয়াটা স্বাভাবিক, সেই ব্যথা কয়েক মিনিটও থাকতে পারে আবার কয়েক ঘন্টাও। বেশ কিছু সংক্রমণ ধরা পরেছিল। ওর টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনাল খেলার আশাও দেখছিলম না আমরা। কারণ ৫ থেকে ৭ দিন সময় লাগে এই সমস্যা থেকে সেড়ে উঠতে। তবে রিজওয়ান আত্মবিশ্বাসী ছিল, ম্যাচটা খেলবেই। ওর ফিটনেস অসাধারণ। একই সঙ্গে সাহস আর ওপর ওয়ালার ওপর ভরসা। ৩৫ ঘন্টা আইসিইউয়ে থেকে মাঠে নেমেছে ও। ম্যাচে যখন ও লম্বা ছক্কা হাঁকাল আমরা সবাই খুব খুশি হয়েছি।” প্রায় একটানেই কথা গুলো জানালেন, ড: সরিন সাইনালাবদিন।

গোটা ক্রিকেট বিশ্বের কাছে নায়কের মর্যাদা পাচ্ছেন পাক উইকেটকিপার মহম্মদ রিজওয়ান। ম্যাচের পর ড: সরিন সাইনালাবদিন ও তাঁর দলকে ধন্যবাদ জানিয়েছেন রিজওয়ান। উপহার দিয়েছেন সই করা জার্সি। ম্যাচের একদিন আগে দুপুর হাসপাতাল থেকে ছুটি পয়েছিলেন। তারপর সেমিফাইনালে মাঠে নেমে যে পারফরম্যান্সটা তিনি করেছিলেন সেটা সবারই জানা।

বিশ্বকাপ থেকে ছিটকে গেছে পাকিস্তান। কিন্তু এখনও আলোচনার কেন্দ্রে মহম্মদ রিজওয়ান। যে অসুস্থতা থেকে সেড়ে উঠতে ৫-৭ দিন সময় লাগে সেখানে কি ভাবে মাত্র ৩৫ ঘন্টায় আবার দলের ফিরে গেলেন পাক উইকেটকিপার? ডাক্তাররা বলছেন এটা মিরাকেল ছাড়া আর কিছুই নয়।

 

আরও পড়ুন : T20 World Cup 2021: আফ্রিদির সমালোচনায় আফ্রিদি

Next Article