Arshdeep Singh: তৈরি হও… এ বার কি অর্শদীপ সিংকে অ্যাডিলেডে গোলাপি বলেও দেখা যাবে?

Jul 25, 2024 | 2:38 PM

Team India: ভারতীয় তরুণ বাঁ-হাতি বোলার অর্শদীপ সিংকে এখন শুধু সীমিত ওভারের সিরিজে খেলতে দেখা যায়। নির্বাচকরা চাইছেন পঞ্জাবের ছেলে যেন নিজেকে লাল বলের ক্রিকেটের জন্যও তৈরি করেন।

Arshdeep Singh: তৈরি হও... এ বার কি অর্শদীপ সিংকে অ্যাডিলেডে গোলাপি বলেও দেখা যাবে?
তৈরি হও... অজিদের বিরুদ্ধে এ বার টেস্ট অভিষেকের পথে অর্শদীপ সিং!
Image Credit source: X

Follow Us

কলকাতা: বার্তা এসেছে তৈরি হওয়ার। কে বলতে পারে, হঠাৎ করেই টেস্টে খেলার কপাল খুলতে পারে অর্শদীপ সিংয়ের (Arshdeep Singh)! ভারতীয় বাঁ-হাতি বোলার অর্শদীপকে এখন শুধু সীমিত ওভারের সিরিজে খেলতে দেখা যায়। নির্বাচকরা চাইছেন পঞ্জাবের ছেলে যেন নিজেকে লাল বলের ক্রিকেটের জন্যও তৈরি করেন। বোর্ডের (BCCI) এক সূত্র সম্প্রতি যা জানিয়েছেন, তাতে তাড়াতাড়ি অর্শদীপের টেস্ট ডেবিউ হতে পারে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাসকর ট্রফিতে অর্শদীপ সিংকে খেলতে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

এ বারের টি-২০ বিশ্বকাপে সর্বাধিক ১৭টি উইকেট নিয়েছিলেন অর্শদীপ সিং। ভারতের জার্সিতে এখনও অবধি তিনি ৬টি ওডিআই এবং ৫২টি টি-২০ ম্যাচ খেলেছেন। এ বার বোর্ডের এক কর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘অর্শদীপ সাদা বলের ক্রিকেটে বল খুব ভালো ভাবে সুইং করিয়েছে। ওকে হয়তো ঘরোয়া ক্রিকেটে কয়েকটা লাল বলের ম্যাচ খেলে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে। ৫ সেপ্টেম্বর দলীপ ট্রফি শুরু হবে। সেখানে ভালো পারফর্ম করলে ওর অস্ট্রেলিয়া সফরে যাওয়ার সম্ভাবনা আরও বাড়বে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে জসপ্রীত বুমরার পাশাপাশি অর্শদীপ কিন্তু ভারতের তুরুপের তাস হয়ে উঠতে পারেন।’

ভারতে প্রথম শ্রেণির ক্রিকেটে খেলার অভিজ্ঞতা রয়েছে অর্শদীপ সিংয়ের। সুতরাং লাল বলে বোলিং তাঁর কাছে নতুন নয়। এ ছাড়া ইংল্যান্ডের কাউন্টিতে মাল্টি ডে ফর্ম্যাটে খেলেছেন। এ বার দেখার সত্যিই অর্শদীপকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুধু লাল বলেই নয়, সিরিজের দ্বিতীয় ম্যাচে অ্যাডিলেডে গোলাপি বলেও খেলতে দেখা যায় কিনা। শ্রীলঙ্কা সিরিজের পরই ঘরের মাঠে বাংলাদেশ সিরিজ রয়েছে। সেখানে তাঁকে দেখার সুযোগ ক্ষীণ। তাই সরাসরি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অর্শদীপকে না নামিয়ে তাঁকে ঘরোয়া ক্রিকেটে দেখে নিয়ে বিদেশ সফরে খেলানো হতে পারে।

বোর্ডের কর্তা আরও বলেন, ‘নির্বাচকেরা চান সাদা বলের ক্রিকেটে আরও অন্তত একজন বাঁ-হাতি পেসার থাকুক। তাই খলিল আহমেদকে জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলানো হয়েছিল এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ফর্ম্যাটের সিরিজেও নেওয়া হয়েছে।’

Next Article