কলকাতা : ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপের (Cricket World Cup 2023) দল ঘোষণা কবে? জানতে প্রবল উৎসাহী ক্রিকেট সমর্থকরা। ইতিমধ্যেই বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। হাতে সময় ৩৫-৩৬ দিনের মতো। তাহলে ভারত কবে দল ঘোষণা করবে? এশিয়া কাপ শুরু হচ্ছে ৩০ অগস্ট থেকে। উপমহাদেশীয় টুর্নামেন্ট শেষ হওয়ার পরই ভারতীয় দল (Indian Cricket Team) ঘোষণা করা হতে পারে। একইসঙ্গে শোনা যাচ্ছে, আইসিসির দেওয়া ডেডলাইনের দিন দুয়েক আগে দল ঘোষণা করতে পারে ভারত। সেই হিসেবে ৩ সেপ্টেম্বর ভারতের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হতে পারে। ঘরের মাঠে ক্রিকেটের মহারণের জন্য চূড়ান্ত ১৫ সদস্যের নাম ঘোষণার শেষ তারিখ ৫ সেপ্টেম্বর। TV9 Bangla Sports বিস্তারিত তুলে ধরল এই প্রতিবেদনে।
তারপরও দল পরিবর্তনের সুযোগ থাকছে। ওডিআই বিশ্বকাপ শুরু হচ্ছে ৫ অক্টোবর থেকে। দলে পরিবর্তনের সুযোগ পাওয়া যাবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। অর্থাৎ আমেদাবাদে উদ্বোধনী ম্যাচের ৭ দিন আগে নিজেদের হিসেব মতো দল পরিবর্তন করতে পারবে মেন ইন ব্লু। ৩ সেপ্টেম্বর দল ঘোষণার অর্থ হল এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের পরদিন বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করা হতে পারে। এশিয়া কাপের পর ২১ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ। লোকেশ রাহুলের মতো কয়েকজন ক্রিকেটারের ফিটনেস এখনও চিন্তায় রেখেছে ভারতকে। তাই বিশ্বকাপ স্কোয়াডের সঙ্গে কয়েকজন স্ট্যান্ডবাই ক্রিকেটার ঘোষণা করার সম্ভাবনা। ক্রিকেট বিশেষজ্ঞদের অনুমান, স্ট্যান্ড বাই হিসেবে বিশ্বকাপে ডাক পেতে পারেন প্রসিধ কৃষ্ণ এবং তিলক ভার্মা। এর পাশাপাশি সঞ্জু স্যামসনের বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম।
চোট পেয়ে অস্ত্রোপচারের কারণে দলের বাইরে ছিলেন কেএল রাহুল ও শ্রেয়স আইয়ার। আইয়ার এখন সম্পূর্ণ ফিট। এশিয়া কাপের জন্য তৈরি তিনি। কিন্তু চিন্তা বেড়েছে রাহুলকে নিয়ে। নতুন করে চোট পেয়েছেন তিনি। পুরনো চোটের সঙ্গে এর সম্পর্ক না থাকলেও এশিয়া কাপের প্রথম দুটি ম্যাচ থেকে রাহুলকে ছিটকে দিয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে খেলা হচ্ছে না তাঁর।