মুম্বই: সোমবার বিশ্বকাপের গ্রুপ পর্বে শেষ ম্যাচ ভারতের (India)। তার পরই ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের (New Zealand) দল নির্বাচন করতে বসবেন ভারতীয় নির্বাচকরা। মঙ্গলবার দল নির্বাচনে বসে প্রথম বেছে নিতে হবে অধিনায়ক। ১৭ তারিখ থেকে তিনটি টি-২০ ম্যাচ দিয়ে শুরু হবে নিউজিল্যান্ডের ভারত সফর। বিরাট (Virat Kohli) টি-২০ অধিনায়ত্ব ছেড়ে দিচ্ছেন বিশ্বকাপের পরই। তার বদলে রোহিতকে (Rohit Sharma) নেতা করার কথা শোনা যাচ্ছে। আবার এটাও শোনা যাচ্ছে রোহিত এই সিরিজে বিশ্রাম নিতে পারেন। সে ক্ষেত্রে কেএল রাহুল (KL Rahul) হতে পারেন নতুন নেতা। বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচের পর রোহিতের সঙ্গে কথা বলবেন নির্বাচকরা। তিনি বিশ্রাম নিতে চাইলে তাঁকে বাইরে রেখেই দল নির্বাচন করা হবে। বোর্ড সূত্রে খবর, শুধু মাত্র রোহিত নয়, আরও সিনিয়ির ক্রিকেটারদের বিশ্রামে পাঠানো হতে পারে। কারণ লম্বা সময় ধরে বিদেশে থেকে ক্লান্ত রোহিত-বিরাট-বুমরা-সামিরা।
সিনিয়রদের বিশ্রাম দিলে কারা খেলবেন টি-২০ সিরিজে? ফোকাসে আইপিএলে ভালো খেলা তরুণ ক্রিকেটাররা। যা শোনা যাচ্ছে, তাতে ঋতুরাজ গায়কোয়াড়, ভেঙ্কটেশ আইয়ার, আবেশ খান, চেতন সাকারিয়া, শ্রেয়স আইয়ার, মহম্মদ সিরাজ, দীপক চাহার, হর্ষল প্যাটেলদের দেশের জার্সিতে দেখা যাবে জয়পুর, রাঁচি ও কলকাতায়। নভেম্বরের ১৭ তারিখ জয়পুর, ১৯ তারিখ রাঁচি ও ২১ তারিখ কলকাতায় ম্যাচ। দল নির্বাচনে বড় ভূমিকা নিতে পারেন টিম ইন্ডিয়ার নতুন কোচ রাহুল দ্রাবিড়।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজের পাশাপাশি ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের দলও নির্বাচক ও কোচ রাহুলের নজরে থাকবে। দক্ষিণ আফ্রিকায় গিয়ে তিনটি টি-২০ ম্যাচ, তিনটি একদিনের ম্যাচ ও তিনটি টেস্ট খেলবে ভারতীয় দল। সেখানে পূর্ণ শক্তির দলই যাবে। ডিসেম্বরের ১৭ তারিখ থেকে জানুয়ারির ২৬ তারিখ পর্যন্ত ভারতের দক্ষিণ আফ্রিকা সফর। সূত্রের খবর এই সফরের জন্য ৬০ জন ক্রিকেটারকে শর্টলিস্ট করেছেন নির্বাচকরা। সেই তালিকাও নাকি বোর্ডের কাছে ইতিমধ্যেই জমা করা হয়েছে।
আরও পড়ুন: New Zealand vs Afghanistan Live Score, T20 World Cup 2021: রান তাড়া করতে নামল কিউয়ি ওপেনিং জুটি