ICC ODI World Cup 2023: অজিদের বিরুদ্ধে কি খেলবেন শুভমন? ধোঁয়াশা আরও বাড়ছে
Rohit Sharma: ডেভিড ওয়ার্নারদের রুখতে দলের টপ তিনি স্পিনার রবীন্দ্র জাডেদা, রবিচন্দ্রন অশ্বিন ও কুলদীর যাদবকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চান তিনি। এই বিষয়ে রোহিতের বক্তব্য খুব স্পষ্ট।
চেন্নাই: রাত পোহালেই বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) যাত্রা শুরু করবে টিম ইন্ডিয়া। জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। যখন ফাইনাল অনুশীলনে মন দিয়েছেন কোহলিরা তখন সাংবাদিক সম্নেলনে এসে এক গুচ্ছ বক্তব্য রাখলেন অধিনায়ক রোহিত শর্মা। পরিস্থিতি যাই-ই হোক না কেন, চেহারায় তা বোঝার উপায় নেই। কথার মধ্যে খানিক ধোঁয়াশা রেখে জানালেন, এখনও দল থেকে বাদ যাননি দলের টপ ব্যাটার শুভমন গিল। অজিদের বিপাকে ফেলতে দলের তিন স্পিনারের ভরসা রেখেছেন রোহিত। আর কী বললেন রোহিত? বিস্তারিত TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বিশ্বকাপ যাত্রা শুরুর আগেই ভারতের জন্য বড় ধাক্কা গিলের অসুস্থতা। গিল না থাকলে কে নামবে রোহিতের সঙ্গে, এই নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। শেষ পর্যন্ত স্থির হয়েছে, ক্যাপ্টেনের সঙ্গে ওপেনিং-এ ঈশান কিষানকে দেখা যাবে। তবে দল থেকে বাদ যাননি শুভমন। এ বিষয়ে রোহিতের বক্তব্য, “আমরা সবরকম ভাবে চাই গিল ফিরে আসুক। ও দ্রুত সুস্থ হয়ে উঠছে। আগের থেকে এখন ভালো আছে। ও মোটেই দল থেকে বাদ যায়নি। ” যদিও প্রথম ম্যাচ নিয়ে ধোঁয়াশাই রেখেছেন রোহিত। তবে ধরেই নেওয়া যায়, প্রথম দিনের ম্য়াচে খেলতে পারবেন না গিল। অন্যদিকে পিটিআই সূত্রে খবর, শুধু প্রথমদিনের ম্যাচেই নয়, দ্বিতীয় ম্যাচ অর্থাৎ ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচেও গিলকে পাওয়া যাবে না। কিন্তু সাংবাদিক সম্মেলনে রোহিতের কথায় কোথাও এর আঁচ পাওয়া যায়নি। তবে কি অজিদের চাপে রাখতেই হিট ম্যানের এই ফন্দি?
বোলিং অর্ডার সাজিয়ে ফেলেছেন রোহিত। ডেভিড ওয়ার্নারদের রুখতে দলের টপ তিনি স্পিনার রবীন্দ্র জাডেদা, রবিচন্দ্রন অশ্বিন ও কুলদীপ যাদবকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চান তিনি। এই বিষয়ে রোহিতের বক্তব্য খুব স্পষ্ট। তাঁর কথায়,“আমাদের দলে যে ধরনের ভারসাম্য আছে, তাতে তিন স্পিনারকেই মাঠে নামাতে পারি। কারণ হার্দিক শুধু অলরাউন্ডার নয়, পেস বোলিং-এও ও নিজেকে পুরোপুরি প্রমাণ করতে পেরেছে। তাই আমাদের চিন্তা নেই।” সাংবাদিক সম্মেলনে বারে-বারে রোহিতের মুখে উঠে এসেছে শুভমনের কথা। শেষে বলেন, “সবার আগে একজন মানুষ হিসেবে চাই ও দ্রুত সুস্থ হয়ে উঠুক। ও শারীরিকভাবে ভীষণ ফিট। এ রকমটা হওয়ার ছিল না।”