India vs Pakistan : ঈশানের ব্যাটিং পজিশন নিয়ে ধোঁয়াশা, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Sep 01, 2023 | 7:29 PM

এশিয়া কাপে ২ সেপ্টেম্বরের ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উন্মাদনা তুঙ্গে। কেমন হতে পারে ভারতের একাদশ? রইল বিস্তারিত

India vs Pakistan : ঈশানের ব্যাটিং পজিশন নিয়ে ধোঁয়াশা, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

Follow Us

কলকাতা : কেমন হবে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ? ২ সেপ্টেম্বর, শনিবার এশিয়া কাপে বহু প্রতিক্ষীত ভারত বনাম পাকিস্তান ম্যাচ। ভারতের একাদশ নিয়ে জল্পনার শেষ নেই। চোট আঘাতে জর্জরিত ভারতীয় টিম কীভাবে সাজাবেন অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়? কে সুযোগ পাবেন, কেই বা বাদ পড়বেন। সূর্যকুমার যাদবের সুযোগ পাওয়া নিয়ে ধোঁয়াশা। বোলিং বিভাগ কেমন হবে, ওপেনিং জুটিতে পরিবর্তন আসবে কি না সেটাও প্রশ্ন। ঈশান কিষাণের ব্যাটিং পজিশনও মেন ইন ব্লু-র মাথাব্যথা। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।

লোকেশ রাহুল আনফিট হওয়ায় ভারতীয় দলের ব্যাটিং অর্ডার নিয়ে টানাপোড়েন রয়েছে। ঈশান কিষাণের ব্যাটিং পজিশন নিয়ে সিদ্ধান্ত নিতে হবে রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড়কে। ভারতীয় দলের জন্য সুখবর যে শ্রেয়স আইয়ার এবং জসপ্রীত বুমরা চোট সারিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে এশিয়া কাপে নামছেন। তবে শনিবাসরীয় মহারণে বাবর আজমের দলের বিরুদ্ধে সূর্যকুমার যাদব বা তিলক ভার্মার একাদশে ঠাঁই হওয়া সম্ভব নয় বললেই চলে। লোকেশ রাহুল আনফিট থাকায় দুটো সমস্যার মুখে পড়েছেন রোহিত শর্মারা। প্রথমটি হল, ঈশান কিষাণকে খেলাতেই হবে। দ্বিতীয়ত, ঈশান এতদিন শুধুমাত্র প্রথম তিনে ব্যাটিং করেছেন। মিডল অর্ডারে ব্যাটিংয়ের অভিজ্ঞতা নেই তাঁর। রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে কে নামবেন তা নিয়েও টানাপোড়েন রয়েছে। শুভমন গিল ও ঈশান কিষাণ দু’জনের সাম্প্রতিক পারফরম্যান্স ভালো। লোকেশ রাহুলের অনুপস্থিতে কিপিং এবং মিডল অর্ডার দুটোই সামলাতে হতে পারে ঈশানকে। সেক্ষেত্রে ওপেনিংয়ে রোহিত এবং শুভমন। 

বিরাট কোহলির পছন্দের ব্যাটিং পজিশন তিন নম্বর। তিনি তিনেই নামবেন। চারে মোটামুটি নিশ্চিত শ্রেয়স আইয়ার। পাঁচ নম্বরে ব্যাট করতে নামবেন ঈশান কিষাণ। ছয়ে হার্দিক পান্ডিয়া। সাতে অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। জসপ্রীত বুমরা, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ এবং কুলদীপ যাদবকে নিয়ে বোলিং বিভাগ সাজানো হতে পারে। ক্যান্ডির মাঠে আরও একজন স্পিন অলরাউন্ডার খেলাতে চাইলে অক্ষর প্যাটেলকে সুযোগ দেওয়া হতে পারে। সেক্ষেত্রে বাদ পড়বেন মহম্মদ সিরাজ।

সম্ভাব্য একাদশ : শুভমন গিল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, মহম্মদ সিরাজ/অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সামি, জসপ্রীত বুমরা 

Next Article