সিডনি: ১৮ নম্বরের ক্যারিশমা বললে কী ভুল হবে? ১৮ নম্বর জার্সি পরেই টেস্ট খেলতে মাঠে নামেন বিরাট কোহলি। এই ১৮ নম্বরই ভারতের মেয়েদের টিমের ওপেনার স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) জার্সি। সেই স্মৃতিই ভারতের ক্যাপ্টেন বিরাট কোহলিকে (Virat Kohli) ছুঁয়ে ফেললেন। দিন-রাতের টেস্ট যদি ধরা হয়, ভারতের হয়ে এতদিন সেঞ্চুরি ছিল একমাত্র বিরাটেরই। সেই দিন-রাতের টেস্টেই সেঞ্চুরি করলেন স্মৃতি। যা তাঁর কেরিয়ারেও প্রথম।
এতেই শেষ নয়। ভারতের প্রথম মেয়ে স্মৃতি, যিনি গোলাপি টেস্টে সেঞ্চুরির বিরল কৃতিত্ব অর্জন করলেন। অস্ট্রেলিয়াতে স্মৃতিই মেয়দের টিমের প্রথম ব্যাটার, যিনি সেঞ্চুরি দিয়ে স্মরণীয় রেখে দিলেন। মেয়েদের ক্রিকেটও ইদানীং ভীষণ জনপ্রিয়। আর মেয়েদের ক্রিকেট দুনিয়ায় মতালি রাজ, ঝুলন গোস্বামীর ভারত অন্যতম শক্তিশালী টিম। এই প্রথম গোলাপি বলের টেস্ট খেলছেন মিতালিরা। সে দিক থেকে দেখলে অস্ট্রেলিয়া সফরে ঐতিহাসিক টেস্ট খেলতে নেমেছে ভারত। আর তাতেই দুরন্ত স্মৃতির চোখধাঁধানো সেঞ্চুরি।
Maiden Test ton ✅
First #TeamIndia batter to score a ton in women's Tests in Australia ✅
Drop an emoji in the comments ? & describe @mandhana_smriti's superb hundred. #AUSvIND
Follow the match ? https://t.co/seh1NVa8gu pic.twitter.com/aL6wu59WLl
— BCCI Women (@BCCIWomen) October 1, 2021
২১৬ বল খেলেছেন তিনি। ১২৭ রান করে ফিরেছেন। মেরেছেন ২২টা চার। ও একটা ছয়। পুনম রাউতকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটের জুটিতে ১০২ রানের পার্টনারশিপ করেছিলেন স্মৃতি। অস্ট্রেলিয়ার মাঠে যা ভারতের নতুন রেকর্ড। তারপর আবার শেফালি ভার্মার সঙ্গে ৯৩ রানের পার্টনারশিপ ছিল তারপর। ৫২তম ওভালে এলিস প্যারিকে শর্টআর্ম পুল করে সেঞ্চুরিতে পৌঁছেছিলেন তিনি।
দ্বিতীয় দিনের শুরুতেই অবশ্য আউট হয়ে যেতে পারতেন স্মৃতি। যদি এলিস নো বল না করতেন। যে ক্যাচটা ধরা হয়েছিল, তাও বিতর্কিত ছিল। শুরুর জড়তা কাটিয়ে উঠতে অবশ্য সময় নেননি স্মৃতি। শেষ পর্যন্ত অ্যাশ গার্ডনারের বলে শর্ট মিডঅফে ক্যাচ দিয়ে ফেরেন স্মৃতি। ততক্ষণে অবশ্য ভারতীয় টিম অনেকটাই নিরাপদ জায়গায় পৌঁছে গিয়েছে।
স্মৃতিতে মুগ্ধ ভারতীয় ক্রিকেটমহল। ওয়াসিম জাফরের মতো প্রাক্তন ক্রিকেটার টুইটারে লিখেছেন, ‘অফস্টাম্পের ঈশ্বর। কেরিয়ারের প্রথম সেঞ্চুরিতে অভিনন্দন তোমাকে।’ অঞ্জুম চোপড়া লিখেছেন, ‘জীবনের প্রথম টেস্ট সেঞ্চুরি করল, কিন্তু কি সাধামাঠা সেলিব্রেশন।’ আকাশ চোপড়ার ব্যাখ্যা, ‘আগামী অনেক সেঞ্চুরির প্রথমটা করে ফেললে। ওয়েল প্লেড!’