IPL Injury: হোম ম্যাচে হারের পর দু-দলে চিন্তা চোট

Apr 05, 2024 | 7:33 PM

IPL 2024, Delhi Capitals-Gujarat Titans: মরসুমের প্রথম দিকের ম্যাচে মিলারকে নিয়ে গুজরাট শিবিরে অস্বস্তি ছিল ফর্মের কারণে। ফর্মে ফেরার পর চিন্তা চোট। মিলার থাকা মানে মাঠে একজন ভালো ফিল্ডারের উপস্থিতি। গুজরাট টাইটান্স যেটা আগের দিন মিস করেছে। সরকারি ভাবে জানানো না হলেও সূত্রের খবর, অন্তত দু-সপ্তাহের জন্য মাঠের বাইরে ডেভিড মিলার। পঞ্জাবের বিরুদ্ধে মিলারের অনুপস্থিতিতে খেলানো হয় নিউজিল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার কেন উইলিয়ামসনকে।

IPL Injury: হোম ম্যাচে হারের পর দু-দলে চিন্তা চোট
Image Credit source: BCCI

Follow Us

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুই দল এখন চোট চিন্তায়। এক দিকে দিল্লি ক্যাপিটালস, অন্য দিকে গুজরাট টাইটান্স। দু-দলই নিজেদের শেষ ম্যাচ হেরেছে। তাও আবার হোম ম্যাচে। এর মাঝেই গভীর চিন্তা। আমেদাবাদে পঞ্জাব কিংসের বিরুদ্ধে বিশাল রান তাড়া করেও জিততে ব্যর্থ গুজরাট টাইটান্স। তাদের টিম বাছাই কিছুটা অবাক করেছিল। এর আগের ম্যাচে অনবদ্য খেলেছিলেন মিডল অর্ডার ব্যাটার ডেভিড মিলার। তাঁকে টিমে দেখতে না পেয়ে অনেকেই অবাক হয়েছিলেন।

মরসুমের প্রথম দিকের ম্যাচে মিলারকে নিয়ে গুজরাট শিবিরে অস্বস্তি ছিল ফর্মের কারণে। ফর্মে ফেরার পর চিন্তা চোট। মিলার থাকা মানে মাঠে একজন ভালো ফিল্ডারের উপস্থিতি। গুজরাট টাইটান্স যেটা আগের দিন মিস করেছে। সরকারি ভাবে জানানো না হলেও সূত্রের খবর, অন্তত দু-সপ্তাহের জন্য মাঠের বাইরে ডেভিড মিলার। পঞ্জাবের বিরুদ্ধে মিলারের অনুপস্থিতিতে খেলানো হয় নিউজিল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার কেন উইলিয়ামসনকে। যদিও এই সিদ্ধান্ত কাজে লাগেনি শুভমনদের।

দিল্লি ক্যাপিটালসের চিন্তা স্পিন বোলিং বিকল্প। আইপিএলের আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে ভারত। দেশের জার্সিতে অনবদ্য পারফর্ম করেছেন বাঁ হাতি চায়নাম্যান কুলদীপ যাদব। সেই ফর্ম ধরে রেখেছিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও। যদিও চোটের কারণে অস্বস্তি বেড়েছে।

গত দুই ম্যাচেই কুলদীপ যাদবকে পায়নি দিল্লি ক্যাপিটালস। কুঁচকিতে চোট রয়েছে কুলদীপের। তাঁকে কতদিনের জন্য পাওয়া যাবে না, নিশ্চিত নয়। জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। শুধু দিল্লি টিম ম্যানেজমেন্টই নয়, ভারতীয় দলের জন্যও চিন্তার বিষয় কুলদীপের চোট।

Next Article