নয়াদিল্লি : ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ। দীর্ঘদিন ধরেই প্রতিবাদ করে চলেছেন দেশের কুস্তিগিররা। যদিও কুস্তি সংস্থার সভাপতির বিরুদ্ধে এখনও অবধি কোনও ব্য়বস্থা নেওয়া হয়নি। তিনিও নিজের পদক আঁকড়ে পড়ে রয়েছেন। অলিম্পিকে সোনাজয়ী ভারতের জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া সহ অনেকেই পাশে দাঁড়িয়েছেন কুস্তিগিরদের। নীরজ পরিষ্কার জানিয়েছেন, এই বিষয়টি নমনীয়তার সঙ্গে দেখা উচিত। দ্রুত এর সুরাহা হওয়া উচিত বলেও মত দিয়েছিলেন নীরজ। এরই মধ্যে ভারতীয় অলিম্পিক সংস্থার সভাপতি পিটি উষা মন্তব্য করেন, কুস্তিগিররা রাস্তায় নেমে দেশের ভাবমূর্তি নষ্ট করছে। যার ফলে সমালোচনীয় বিদ্ধ হন দেশের অন্যতম ক্রীড়া আইকন। চাপের মুখে অবশেষে প্রতিবাদে রাস্তায় নামা কুস্তিগিরদের সঙ্গে দেখাও করলেন দেশের অন্যতম সেরা ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট পিটি উষা। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
প্রতিবাদী কুস্তিগিরদের নিয়ে মন্তব্যের জেতে চারিদিক থেকেই সমালোচনার ঝড়। যার জেরেই হয়তো অবশেষে প্রতিবাদকারীদের সঙ্গে দেখা করতে বাধ্য হলেন। এমন একটা স্পর্শকাতর বিষয় নিয়ে অলিম্পিক সংস্থার সভাপতির মন্তব্য নিয়ে সমালোচনা হওয়ারই কথা। অ্যাথলিটদের পাশাপাশি প্রশাসকদের সঙ্গেও দেখা করেন পিটি উষা। কুস্তিগিরদের আশ্বাস দিয়েছেন সবরকম সহযোগিতার। যদিও সংবাদমাধ্যমের সঙ্গে কোনও কথা বলেননি পিটি উষা। তবে দেশের অন্যতম সেরা কুস্তিগির বজরং পুনিয়া বলেছেন, ‘প্রাথমিক ভাবে তাঁর মন্তব্য় আমাদের সকলেরই খুব খারাপ লেগেছিল। তারপর তিনি জানান, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। আমাদের সঙ্গে কথা বলার পাশাপাশি প্রশাসকদের সঙ্গেও কথা বলেছেন।’
টোকিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী কুস্তিগির বজরং আরও বলেন, ‘আমরা তাঁকে পরিষ্কার জানিয়েছি, আমাদের ন্য়ায় বিচার চাই। সরকার, সংস্থা, কারও বিরুদ্ধে আমাদের কোনও লড়াই নেই। কুস্তির ভালোর জন্যই আমরা প্রতিবাদে নেমেছি। সমস্য়া মিটলে এবং যাঁর বিরুদ্ধে অভিযোগ (কুস্তি সংস্থার সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিং) প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে আইনি ব্য়বস্থা নেওয়া হোক।’ তবে পিটি উষার কাছে কোনও সমধান ছিল কিনা সে প্রসঙ্গে বজরং বলেন’, ‘তিনি কোনও সমাধান দেননি। কথা দিয়েছেন, তিনি আমাদের সঙ্গে রয়েছেন।’