IPL 2022: মার্চের শেষ সপ্তাহেই শুরু হচ্ছে আইপিএল

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 22, 2022 | 8:16 PM

আইপিএল-১৫ হবে ১০ টিমের। ম্যাচ সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে মেয়াদও বাড়বে টুর্নামেন্টের। সেই কারণেই ২৭ মার্চ থেকে টুর্নামেন্ট শুরু করতে চাইছে বিসিসিআই।

IPL 2022: মার্চের শেষ সপ্তাহেই শুরু হচ্ছে আইপিএল
আইপিএল। ছবি: টুইটার

Follow Us

নয়াদিল্লি: কোভিড (COVID 19) পরিস্থিতিতেও দেশের মাঠেই আইপিএল-১৫ (IPL) আয়োজন করবে বিসিসিআই (BCCI)। ক্রিকেটারদের সুরক্ষার কথা ভেবে দর্শকশূন্য গ্যালারি রাখা হচ্ছে। শুধু তাই নয়, মুম্বইয়ের তিনটে মাঠে পুরো আইপিএল আয়োজন করার কথা ভাবা হচ্ছে। ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া বা ব্র্যাবোর্ন, ওয়াংখেড়ে স্টেডিয়াম, ডিওয়াই পাটিল স্টেডিয়ামে হবে আইপিএলের সমস্ত ম্যাচ। যদি দরকার পড়ে পুনের মাঠেও কিছু ম্যাচ আয়োজন করা হতে পারে। ফাইনাল হবে আমেদাবাদে। কিছুটা এগিয়ে এনে মার্চের শেষে আইপিএল শুরু করতে চাইছে বোর্ড।

আইপিএল-১৫ হবে ১০ টিমের। ম্যাচ সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে মেয়াদও বাড়বে টুর্নামেন্টের। সেই কারণেই ২৭ মার্চ থেকে টুর্নামেন্ট শুরু করতে চাইছে বিসিসিআই। সচিব জয় শাহ (Jay Shah) যেমন বলেই দিয়েছেন, ‘অধিকাংশ ফ্র্যাঞ্চাইজির মালিকরা চাইছেন, ঘরের মাঠেই আইপিএল হোক। আগামী আইপিএলে দুটো নতুন টিম খেলবে। সেই কারণেই ঘরের মাঠে টুর্নামেন্ট আয়োজন করতে চায় বোর্ড। সেই সঙ্গে আইপিএল শুরু হবে ২৭ মার্চ থেকে।’

পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তা হলে কী হবে? পরিবর্তিত পরিস্থিতির কথাও ভেবে রেখেছে বোর্ড। সে ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকায় সরানো হবে আইপিএল। জয় অবশ্য বলছেন, ‘অতীতের মতো এ বারও প্লেয়ারদের সুরক্ষা নিয়ে কোনও রকম সমঝোতা করবে না বোর্ড। কোভিডের নতুন ভ্যারিয়েন্ট আসার পর থেকেই প্ল্যান বি নিয়ে এগোতে শুরু করেছি আমরা।’

আইপিএলের দিনক্ষণ ঘোষণা করা হলেও এখনও মেগা নিলাম কোথায় হবে, তা ঠিক হয়নি। ফেব্রুয়ারির ১২ ও ১৩ তারিখ নিলামের দিন রাখা হয়েছে। বোর্ডের তরফে জানানো হচ্ছে, দিন কয়েকের মধ্যেই নিলাম কোথায় হবে, তা জানিয়ে দেওয়া হবে। ৮৯৬ জন ভারতীয় এবং ৩১৮ জন বিদেশি প্লেয়ার নিয়ে হবে নিলাম।

আরও পড়ুন: IPL 2022: আইপিএলের নতুন দলে যোগ দিয়ে কী বললেন রাহুল-হার্দিক?

আরও পড়ুন: IPL 2022: লখনওয়ের নতুন নেতা রাহুল, আমদাবাদ দায়িত্ব দিচ্ছে হার্দিককে

Next Article
IPL 2022: আইপিএলের নতুন দলে যোগ দিয়ে কী বললেন রাহুল-হার্দিক?
India vs South Africa 3rd ODI Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন ভারত বনাম দক্ষিণ আফ্রিকার তৃতীয় ওয়ান ডে ম্যাচ