AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2022: আইপিএলের নতুন দলে যোগ দিয়ে কী বললেন রাহুল-হার্দিক?

আইপিএলের (IPL) নতুন দলে যোগ দিয়ে প্রথমেই কী বললেন রাহুল-হার্দিক? জেনে নিন...

IPL 2022: আইপিএলের নতুন দলে যোগ দিয়ে কী বললেন রাহুল-হার্দিক?
IPL 2022: আইপিএলের নতুন দলে যোগ দিয়ে কী বললেন রাহুল-হার্দিক? (PIC Courtesy -- Twitter)
| Edited By: | Updated on: Jan 22, 2022 | 3:40 PM
Share

নয়াদিল্লি: এ বারের আইপিএলের (IPL) রিটেনশনের আগে লোকেশ রাহুল (KL Rahul) নিজের ইচ্ছেতে পঞ্জাব কিংস ছাড়ার কথা জানিয়েছিলেন। তাঁর সিদ্ধান্তকে সম্মান জানাতে তাঁকে ছেড়ে দেয় প্রীতির দল। তারপরই স্বাভাবিক ভাবে আলোচনায় ছিল, কোন দলের ক্যাপ্টেন হতে পারেন রাহুল। অবশেষে জল্পনার অবসান। সঞ্জীব গোয়েঙ্কার দল লখনওয়ের তরফ থেকে সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে, তারা তাদের ফ্র্যাঞ্চাইজির ক্যাপ্টেন হিসেবে বেছে নিল কেএল রাহুলকে। পাশাপাশি ভারতীয় অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) এ বারের রিটেনশনে ধরে রাখেনি মুম্বই ইন্ডিয়ান্স। সুযোগ বুঝে তাঁকে দলে নিয়েছে আইপিএলের অপর নতুন ফ্র্যাঞ্চাইজি আমদাবাদ। নতুন দলে যোগ দিয়ে প্রথমেই কী বললেন রাহুল-হার্দিক? জেনে নিন…

লখনওয়ে যোগ দিয়ে এক ভিডিও বার্তায় রাহুল বলেন, “হাই এভরিওয়ান। প্রথমেই আমি বলতে চাই নতুন দল লখনওয়ের অংশ হতে পারাটা আমার কাছে বড় সম্মানের। এবং সুযোগটা দেওয়ার জন্য আমি ড. সঞ্জীব গোয়েঙ্কাকে ধন্যবাদ জানাতে চাই। আমাকে এই গুরুদায়িত্ব দেওয়ার জন্য এবং আমার ওপর ভরসা রাখার জন্য ধন্যবাদ। আমি আরপিএসজি গ্রুপের অংশ হতে পেরে আনন্দিত বোধ করছি। আমি লখনওয়ের মানুষদের জন্য আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব।”

মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন ক্রিকেটার এবং আমদাবাদের নতুন নেতা হার্দিক নতুন দলে যোগ দিয়ে বলেন, “হ্যালো আমদাবাদ। আমি ভীষণ এক্সাইটেড নতুন দলের সঙ্গে নতুন জার্নি শুরু করার জন্য। আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য আমদাবাদের মালিকদের এবং ম্যানেজমেন্টকে অনেক ধন্যবাদ। আমার ওপর বিশ্বাস রেখে আমাকে অধিনায়ক করার জন্য সত্যিই অনেক ধন্য়বাদ। আমাদের জন্য একটা নতুন যুগ শুরু হচ্ছে। এবং আগামীর কথা ভেবে আমি উত্তেজিত। তোমাদের কাছে যে প্রতিশ্রুতিটা আমি রাখতে পারি, সেটা হল এই দলটা নিজেদের সেরাটা দেবে এবং সব সময় লড়াই করবে। রশিদ ও শুভমন অনেক অনেক শুভেচ্ছা। যে দুই প্লেয়ারকে আমি খুব ভালো ভাবে চিনি। আমরা দলের জন্য অনেক কিছু করব। তাড়াতাড়ি দেখা হচ্ছে।”

উল্লেখ্যে, লোকেশ রাহুলের পাশাপাশি লখনও দল নিয়েছে মার্কাস স্টোইনিস ও রবি বিষ্ণোইকে। এবং হার্দিকের পাশাপাশি আমদাবাদ তাদের দলে নিয়েছে রশিদ খান ও শুভমন গিলকে।

আরও পড়ুন: IPL 2022: লখনওয়ের নতুন নেতা রাহুল, আমদাবাদ দায়িত্ব দিচ্ছে হার্দিককে

আরও পড়ুন: IPL 2022: রাহুলের পাশে স্টোইনিস ও বিষ্ণোই, ক্রিকেটার নির্বাচন চূড়ান্ত লখনউয়ে

আরও পড়ুন: IPL 2022: কলকাতা ছেড়ে আমদাবাদের পথে শুভমন গিল