দুবাই: আইপিএলের (IPL) ৫৭তম ম্যাচে ও প্রথম কোয়ালিফায়ারে আজ মুখোমুখি ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ও ধোনির চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। পয়েন্ট টেবলের এক নম্বর ও দু’নম্বরে থাকা দুটি দলের হাড্ডাহাড্ডি লড়াই আজ। হারের হ্যাটট্রিক থেকে ঘুরে দাঁড়িয়ে পন্থের দিল্লির বিরুদ্ধে জয় তুলে নেওয়াই সিএসকের লক্ষ্য। গুরু-শিষ্যের লড়াইয়ে এর আগে এ বারের আইপিএলে দু’বারই জিতেছে পন্থের দিল্লি। ফলে আজকের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে ধোনিদের হারিয়ে সোজা ফাইনালে পৌঁছে যাওয়াই লক্ষ্য থাকবে টিম দিল্লির। কোন দল প্রথম ফাইনালে পৌঁছায় সেদিকে নজর রাখতে হবে আইপিএলপ্রেমীদের।
দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচটি কবে হবে?
দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচটি (১০ অক্টোবর) আজ, রবিবার হবে।
দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটি কোথায় হবে?
দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে।
দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটি শুরু হবে সন্ধ্যে ৭.৩০ টায়। ম্যাচের আগে ৭ টায় টস হবে।
কোথায় দেখা যাবে দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের লাইভ স্ট্রিমিং?
দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়া দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং।
আরও পড়ুন: IPL 2021: মুম্বইয়ের ক্রিকেটারদের ফর্ম নিয়ে নীরবতা ভাঙলেন রোহিত শর্মা