আবু ধাবি: আইপিএলের (IPL) ৩৬তম ম্যাচে আজ মুখোমুখি ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ও সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। আজ, শনিবার আইপিএলে ডাবল হেডার রয়েছে। তার প্রথম ম্যাচেই ঋষভ-সঞ্জু দ্বৈরথ। এখনও পর্যন্ত ৯টি ম্যাচে খেলেছে দিল্লি। লিগ তালিকার দু’নম্বরে রয়েছে পন্থের দল। অন্যদিকে ৮টি ম্যাচে খেলেছেন সঞ্জুরা। শেষ ম্যাচে কেএল রাহুলের পঞ্জাবকে শেষ ওভারের থ্রিলারে হারিয়ে দিয়েছিল রাজস্থান। গোলাপি জার্সিতে নজর কেড়েছেন কার্তিক ত্যাগী। ফলে সঞ্জুরা আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন। অপরদিকে দিল্লি আরও শক্তিশালী হয়েছে শ্রেয়স আইয়ারের কামব্যাকের পর। দিল্লির শেষ ম্যাচে ১৩ বল বাকি থাকতেই হায়দরাবাদকে হারিয়ে কাঙ্খিত জয় তুলে নেয় শ্রেয়স-পন্থ জুটি। ফলে আজ কোন দল আবু ধাবির স্টেডিয়ামে ২ পয়েন্ট তুলে নেয় সেদিকে নজর থাকবে।
দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচটি কবে হবে?
দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচটি (২৪ সেপ্টেম্বর) আজ, শনিবার হবে।
দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচটি কোথায় হবে?
দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচটি আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হবে।
দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচটি শুরু হবে বিকেল ৩.৩০ মিনিটে। ম্যাচের আগে ৩টে তে টস হবে।
কোথায় দেখা যাবে দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের লাইভ স্ট্রিমিং?
দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়া দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং।
আরও পড়ুন: IPL 2021: মুগ্ধতা ফেরালেন বিরাট, তবুও হার ধোনির কাছে