কলকাতা: আইপিএল (IPL) শুরু হতে আর দু’সপ্তাহ বাকি। তার ঠিক আগে আইপিএলের টিমগুলোর জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম বা এসওপি দিল বিসিসিআই (BCCI)। সোজা কথা বললেন, একঝলকে এটাই হল আইপিএলের টিমগুলোর নিয়মাবলী।
যে সব ক্রিকেটার এই মুহূর্তে ভারতীয় টিমে আছেন, তাঁরা সরাসরি যোগ দেবেন তাঁদের আইপিএল টিমগুলোতে। যার অর্থ হল, বিরাট কোহলি, রোহিত শর্মাদের জন্য কোনও কোয়ারান্টিন পর্ব থাকবে না। শুধু ভারতই নয়, এই নিয়ম বিদেশি টিমগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য। তবে বোর্ডের কোনও কর্তা বায়ো বাবলের আওতায় পড়বেন না। কোনও ফ্র্যাঞ্চাইজি মালিক যদি টিমের সঙ্গে থাকতে চান, তাঁকেও ৭ দিনের কোয়ারান্টিনে থাকতে হবে। বায়ো বাবল যাতে সুরক্ষিত থাকে, প্রতি টিমের জন্য চারজন করে ইন্টিগ্রিটি অফিসার নিয়োগ করছে বোর্ড। যাঁদের কাজই হবে, টিমের কোনও সদস্য জৈব সুরক্ষা ভাঙলে বোর্ডকে রিপোর্ট দেওয়া।
করোনার (COVID-19) হাত থেকে বাঁচার জন্য আটটা টিমের প্রতি সদস্যের জন্য ট্র্যাকিং ডিভাইসের ব্যবস্থা রাখছে বোর্ড। যা পরতে হবে হাত ঘড়ির মতো। কেউ যদি করোনা সংক্রমিত হন, তা হলে ওই ডিভাইসের মাধ্যমে তিনি কার কার কাছাকাছি এসেছিলেন, সেই তথ্য পেতে সুবিধা হবে।
আরও পড়ুন: প্লে অফে উঠলে সাকিবকে পাবে না কেকেআর
কোনও কোনও ফ্র্যাঞ্চাইজি করোনার প্রতিষেধকের দাবি তুললেও তা বোর্ড মানছে না। আইপিএল খেলা প্লেয়ারদের কাউকেই দেওয়া হচ্ছে না ভ্যাকসিন। সারা দেশে এখন করোনার প্রতিষেধক দেওয়া চলছে। তাও বোর্ড জানাচ্ছে, আইপিএলে খেলা প্লেয়ারদের জন্য এই মুহূর্তে প্রতিষেধকের ব্যবস্থা করা মোটেই সম্ভব নয়। কেন? যুক্তি হিসেবে তুলে ধরা হচ্ছে, আইপিএল রুদ্ধদ্বার হচ্ছে। এবং জৈব সুরক্ষার মধ্যেই থাকবেন ক্রিকেটাররা। তাই তাঁদের জন্য প্রতিষেধকের দরকার নেই।
নতুন গবেষণা থেকে জানা গিয়েছে, ক্রিকেট বল থেকে করোনা ছড়ানোর সম্ভাবনা খুবই কম। ক্রিকেট বল যদি মাঠের বাইরে চলে যায়, তা পাওয়া গেলে স্যানিটাইজ করে আবার ব্যবহার করে যাবে। তবে বলে থুতু লাগানোর ক্ষেত্রে এখনও নিষেধাজ্ঞা থাকছে।