IPL 2021 PBKS vs MI Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ

Apr 23, 2021 | 6:16 PM

আইপিএলের (IPL) ম্যাচে আজ মুখোমুখি রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স ও কেএল রাহুলের পঞ্জাব কিংস।

IPL 2021 PBKS vs MI Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ
সৌজন্যে-টুইটার

Follow Us

কলকাতা: আইপিএলের (IPL) ১৭তম ম্যাচে আজ মুখোমুখি রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স ও কেএল রাহুলের পঞ্জাব কিংস। দুই দলই তাদের শেষ ম্যাচে হেরেছিল। আজকের ম্যাচে কারা ২ পয়েন্ট তুলে নেবে সবার নজর থাকবে সেদিকে। ৪টি করে ম্যাচে খেলেছেন হার্দিক পান্ডিয়ারা ও ক্রিস গেইলরা। ২ ম্যাচে জিতে ৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার ৪ নম্বরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। অন্যদিকে ৪ ম্যাচের একটিতে জয় ও ৩টিতে হার পঞ্জাবের খাতায়। লিগ তালিকার ৭ নম্বরে রয়েছে প্রীতি জিন্টার দল। এখনও পর্যন্ত আইপিএলে ২৬ বার মুখোমুখি হয়েছে মুম্বই ও পঞ্জাব। তার মধ্যে পঞ্জাব জিতেছে ১২ বার, মুম্বই জিতেছে ১৪ বার। আজকের ম্যাচ কাদের দখলে যায় সেটা দেখারই অপেক্ষা।

পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি কবে হবে?

পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচটি (২৩ এপ্রিল) আজ, শুক্রবার হবে।

পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি কোথায় হবে?

পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে হবে।

পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি শুরু হবে সন্ধ্যে ৭.৩০ টায়। ম্যাচের আগে ৭ টায় টস হবে।

কোথায় দেখা যাবে পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচের লাইভ স্ট্রিমিং?

পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়া দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং।

আরও পড়ুন: IPL 2021: শতরানে ‘সংক্রমণ’ মুক্ত দেবদত্ত

Next Article