ক্রাইশ্চার্চ: কোভিডের (COVID-19) কারণে মাঝপথে আইপিএল (IPL) স্থগিত হয়ে গিয়েছে। তাও করোনাভাইরাস পিছু ছাড়ছে না। এবার করোনায় সংক্রমিত হলেন কলকাতা নাইট রাইডার্সের (KKR) কিউয়ি ক্রিকেটার টিম সেইফার্ট (Tim Seifert)। করোনায় সংক্রমিত হওয়ায় দেশে ফিরতে পারলেন না তিনি। আমদাবাদে আইসোলেশনে আছেন নিউজিল্যান্ডের উইকেটরক্ষক।
আমদাবাদ থেকে চেন্নাইয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হবে টিম সেইফার্টকে। যতদিন না তাঁকে সরানো হচ্ছে, ততদিন পর্যন্ত আমাবাদেই থাকবেন। সেইফার্টের আরটি-পিসিআর টেস্ট পজিটিভ এসেছে। তাই দলের বাকি ক্রিকেটারদের সঙ্গে চার্টার ফ্লাইটে দেশে ফিরতে পারলেন না তিনি। গত ১০দিনে সেইফার্টের ৭টি নমুনার পরীক্ষা নেগেটিভ আসে। দেশে ফেরার আগে সমস্ত প্রোটোকল মেনে আরটি-পিসিআর পরীক্ষা করা হয়। তখনই তাঁর শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে।
আরও পড়ুন: সাইনা-শ্রীকান্তের জন্য কঠিন অলিম্পিকের রাস্তা
কোভিড রিপোর্ট নেগেটিভ আসার পরই দেশে ফিরতে পারবেন টিম সেইফার্ট। সেখানে পৌঁছে অকল্যান্ডে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারান্টিনে থাকতে হবে তাঁকে। চেন্নাইয়ের যে হাসপাতালে সিএসকের ব্যাটিং কোচ মাইক হাসির চিকিৎসা হয়েছে, সেখানেই নিয়ে যাওয়া হবে সেইফার্টকে।