IPL 2022 Auction: জেনে নিন কখন, কোথায় হবে আইপিএলের মেগা নিলাম

IPL 2022 Auction Date, Time: আইপিএলের ১৫ তম মরসুমের মেগা নিলাম ১২-১৩ ফেব্রুয়ারি, বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে।

IPL 2022 Auction: জেনে নিন কখন, কোথায় হবে আইপিএলের মেগা নিলাম
IPL 2022 Auction: জেনে নিন কখন, কোথায় হবে আইপিএলের মেগা নিলাম (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ টুইটারের ভিডিওর স্ক্রিনশট)
Follow Us:
| Edited By: | Updated on: Feb 09, 2022 | 5:36 PM

নয়াদিল্লি: ফের রীতিমতো চর্চা শুরু আইপিএল (IPL) নিয়ে। আইপিএল এর ১৫তম সংস্করণ শুরু হতে এখনও সময় আছে। তবে তার আগে, ক্রিকেটারদের ক্রয়-বিক্রয়ের জন্য আইপিএল ২০২২ এর নিলাম (IPL 2022 Auction) অনুষ্ঠিত হতে চলেছে। এ বার নিলাম হবে কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে। বিসিসিআইের (BCCI) পক্ষ থেকে আইপিএলের নিলামের জন্য ১২ ও ১৩ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। দুই দিনব্যাপী নিলামে ১০টি ফ্র্যাঞ্চাইজির সামনে ৫৯০ জন প্লেয়ার উপস্থিত থাকবেন। নিলামটি মার্কি প্লেয়ারদের দিয়ে শুরু হবে এবং তারপর একে একে অন্যান্য প্লেয়ারদের নিলাম হবে। এই মেগা নিলামের দিকে অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে ক্রিকেটপ্রেমীরা।

আইপিএল ২০২২-এর দশটি ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যে কয়েকজন প্লেয়ারকে ধরে রেখেছে। সেই প্লেয়ারদের ধরে রাখার পরও পঞ্জাব কিংসের কাছে সবচেয়ে বেশি টাকা রয়েছে, তারা খরচ করতে পারবে ৭২ কোটি টাকা। পঞ্জাব কিংসের পর, সানরাইজার্স হায়দরাবাদের কাছে রয়েছে ৬৮ কোটি টাকা, রাজস্থান রয়্যালসের কাছে রয়েছে ৬২ কোটি টাকা। আইপিএলের দুই নতুন দল লখনঔয়ের কাছে ৫৯ কোটি এবং আমেদাবাদের ৫২ কোটি টাকা রয়েছে। এ ছাড়া চেন্নাই, কলকাতা ও মুম্বইকে ৪৮ কোটি টাকায় দল গড়তে হবে। পাশাপাশি দিল্লির হাতে রয়েছে ৪৭.৫০ কোটি টাকা।

সবচেয়ে বড় নিলামের প্রথম দিন ১২ ফেব্রুয়ারি

আইপিএল ২০২২ এর মেগা নিলামের প্রথম দিনে অর্থাৎ ১২ ফেব্রুয়ারি, ১৬১ জন প্লেয়ারদের বিডিং হবে বলে জানা গেছে। ব্রডকাস্ট চ্যানেলে ওই দিন সকাল ১১টা থেকে নিলামের সম্প্রচার শুরু হবে। দুপুর ১২টা থেকে শুরু হবে প্লেয়ারদের বিডিং। এরপর ১৩ ফেব্রুয়ারিও প্লেয়ারদের বিড করা হবে। বেশিরভাগ নতুন মুখকে এই দিনে টার্গেট করা হতে পারে। এছাড়াও, প্রথম দিনে বিড করা হয়নি এমন প্লেয়ারদের নাম আবার দ্বিতীয় দিনের নিলামে আসবে।

নিলাম শুরু হবে মার্কি প্লেয়ারদের থেকে

নিলামে ১০ জন মার্কি প্লেয়ারকে প্রথম বিড করা হবে। যার মধ্যে সকলেই ২ কোটির বেস প্রাইসের ক্রিকেটার। এই তালিকায় ৪ জন ভারতীয় ক্রিকেটার রয়েছেন। যার মধ্যে রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সামি, শিখর ধাওয়ান এবং শ্রেয়স আইয়ারের মতো প্লেয়ারদের নাম রয়েছে।

আরও পড়ুন: India vs West Indies Live Score, 2nd ODI 2022: রাহুল-সূর্যকুমার জুটিতে ভারত শত রানের গণ্ডি পেরোল

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা