মুম্বই: আইপিএলের (IPL 2022) শুরুটা দারুণ ছিল তাঁর টিমের। ৪ ম্যাচ খেলে তিনটেই জিতেছিল। তার পর যেন হঠাৎই হারিয়ে গিয়েছে। ৮টা ম্যাচের মধ্যে ৫টাতে হার। তার মধ্যে পর পর চারটে হার। ১০ টিমের লিগে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) অবস্থান এখন আট নম্বরে। এখান থেকে কি ঘুরে দাঁড়াতে পারবে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) টিম? প্লে-অফের রাস্তা পরিষ্কার হবে? টিমের ক্যাপ্টেন কিন্তু মনে করছেন, নাইটদের ঘুরে দাঁড়ানোর জন্য দরকার স্রেফ একটা জয়। বুধবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর। ঋষভ পন্থের টিমের বিরুদ্ধে যদি জিততে না পারেন শ্রেয়সরা, তা হলে কিন্তু প্লে-অফের স্বপ্ন খানিকটা হলেও দূরে সরবে। তা অবশ্য কোনও ভাবেই চাইছে নাইট শিবির। বোলিং কিংবা ব্যাটিং, কেকেআরের একটা সমস্যা, এখনও টিম হিসেবে পারফর্ম করতে পারেনি। কেউ কেউ খেলে দিচ্ছেন। টিম সমবেত পারফরম্যান্স নেই। তাতেই সমস্যা হচ্ছে। টিম ম্যানেজমেন্টও এই রোগ নিয়ে বেশ চাপে।
শ্রেয়স অবশ্য কেকেআরের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে বলে দিয়েছেন, ‘আমাদের শুরুটা দারুণ হয়েছিল। চারটে ম্যাচ খেলে তিনটেতে জিতেছিলাম। কিন্তু তার পর থেকে কোনও কিছুই সে ভাবে ঠিকঠাক করতে পারিনি আমরা। তার মানে এই নয় যে, আমরা পারব না। দারুণ কিছু করার জন্য টিমের উপরে আমার পূর্ণ আস্থা রয়েছে। একটা ম্যাচ জেতার জন্য যে যে কাজগুলো করতে হয়, তার সব ক’টাই করছি। কিন্তু জয়টা আসছে না। আমার মনে হয়, ওই সামান্য জায়গাটাতেই আমরা পিছিয়ে রয়েছি। স্রেফ সময়ের অপেক্ষা। আমরা অপ্রতিরোধ্য টিম হয়ে উঠতে পারি যে কোনও সময়।’
গত আইপিএলেও এই রকম পরিস্থিতির মুখে পড়েছিল কেকেআর। গ্রুপ পর্যায়ের প্রথম সাতটা ম্যাচের মধ্যে মাত্র দুটোতে জিততে পেরেছিলেন নাইটরা। কিন্তু দ্বিতীয় পর্বে প্রবল ভাবে ফিরে এসেছিল কেকেআর। শেষ সাতটা ম্যাচের পাঁচটাতে জিতে প্লে-অফে জায়গা করে নিয়েছিল টিম। চেন্নাই সুপার কিংসের কাছে অবশ্য ফাইনালে হেরে গিয়েছিল কেকেআর। নতুন ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারের হাত ধরে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতে চাইছেন ভক্তরা।
শ্রেয়স বলছেন, ‘আমরা খুব ভালো করে জানি, ইডেনেই আমরা প্লে-অফ খেলব। আর সেই কারণেই আমরা ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করছি। যাতে বাকি সব ক’টা ম্যাচ জিতে আমরা প্লে-অফে যেতে পারি। আর সেটা হলে আমরা সমর্থকদের সামনে খেলার সুযোগ পাব। যে কোনও টিমেই হার-জিৎ থাকে। আসল হল পরিবেশ। সেটাই কিন্তু চমৎকার রয়েছে ড্রেসিংরুমে। প্রতিটা ম্যাচের জন্য আমরা টিম হিসেবে পারফর্ম করার চেষ্টা করছি। এটা দুর্ভাগ্য, যে ভাবে চাইছি, আমরা এখনও সে ভাবে প্রত্যাশিত ফলাফল পাইনি। এ বার সেটা আসবে, এই বিশ্বাস নিয়েই এগোচ্ছি।’
আরও পড়ুন: IPL 2022: পরাগের সঙ্গে মাঠেই উষ্ণ বাক্যবিনিময় হর্ষলের, রাগে ম্যাচের শেষে করলেন এই কীর্তি