IPL 2022: শ্রেয়সের হাত ধরে শুভ সূচনার স্বপ্ন কলকাতার

শুধু রক্ষিতই নন, অশোক শর্মাও এ বারের কলকাতা নাইট রাইডার্স দলে অন্যতম প্রতিশ্রুতিমান ক্রিকেটার। সিএসকের ব্যাটিং লাইন আপ এ বার আরও শক্তিশালী। নিউজিল্যান্ডের ডিভন কনওয়ে চেন্নাইয়ের দলে ভারসাম্য এনেছেন। এছাড়া ঋতুরাজ গায়কোয়াড়, অম্বাতি রায়াডু, রবিন উথাপ্পা, মহেন্দ্র সিং ধোনিরা তো আছেনই।

IPL 2022: শ্রেয়সের হাত ধরে শুভ সূচনার স্বপ্ন কলকাতার
শ্রেয়স আইয়ার। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Mar 26, 2022 | 9:00 AM

মুম্বই: কাপ আর ঠোঁটের মাঝে ফারাকটা গতবার রয়ে গিয়েছিল। এ বার আইপিএল (IPL) অভিযানেই বদলার সুযোগ কলকাতা নাইট রাইডার্সের (KKR) সামনে। গত বারের ফাইনাল হারের জ্বালা এখনও ভোলেননি ভেঙ্কটেশ আইয়ার, বরুণ চক্রবর্তীরা। দলের অধিকাংশ প্রথম বার কেকেআরে হলেও, আইপিএল খেলার অভিজ্ঞতা অধিকাংশেরই ঝুলিতে রয়েছে। একই সঙ্গে রয়েছে কিছু নতুন মুখও। চেন্নাই সুপার কিংসের (CSK) বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে নেই দুই অজি ক্রিকেটার প্যাট কামিন্স আর অ্যারন ফিঞ্চ। টিম সাউদিও অনিশ্চিত প্রথম ম্যাচে। ফলে ভারতীয় পেস অ্যাটাক নিয়েই দল সাজাতে হচ্ছে ব্রেন্ডন ম্যাকালামকে। শিবম মাভির সঙ্গে জুটি বাঁধতে পারেন নবাগত রক্ষিত সালাম দার। মুম্বই ইন্ডিয়ান্সে ২০১৯ সালে ডাক পেলেও ম্যাচে নামেননি। জম্মু ও কাশ্মীরের হয়ে ঘরোয়া ক্রিকেটে ছাপ রেখেছেন এই পেসার। এ বারের আইপিএল নিলাম থেকে রক্ষিতকে নিয়েছে কেকেআর। উমেশ যাদবের মতো অভিজ্ঞ পেসার দলে থাকলেও, ধোনি-জাডেজাদের বিরুদ্ধে নতুন মুখ রক্ষিতকে দেখা গেলে অবাক হওয়ার থাকবে না।

শুধু রক্ষিতই নন, অশোক শর্মাও এ বারের কলকাতা নাইট রাইডার্স দলে অন্যতম প্রতিশ্রুতিমান ক্রিকেটার। সিএসকের ব্যাটিং লাইন আপ এ বার আরও শক্তিশালী। নিউজিল্যান্ডের ডিভন কনওয়ে চেন্নাইয়ের দলে ভারসাম্য এনেছেন। এছাড়া ঋতুরাজ গায়কোয়াড়, অম্বাতি রায়াডু, রবিন উথাপ্পা, মহেন্দ্র সিং ধোনিরা তো আছেনই। রবীন্দ্র জাডেজার পাশাপাশি ইউটিলিটি অলরাউন্ডার শিবম দুবেকেও সমীহ করতে হবে নাইটদের।

ওপেনিংয়ে ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গী হতে পারেন অজিঙ্কা রাহানেই। সুনীল নারিনের ওপেন করার অভিজ্ঞতা থাকলেও প্রথম ম্যাচে তাঁকে নামানোর ঝুঁকি নাও নিতে পারেন ম্যাকালাম। তিনে শ্রেয়স আইয়ার, চারে হয়তো নীতীশ রানা। পাঁচে আসতে পারেন আন্দ্রে রাসেল। ছয় নম্বরে উইকেটকিপার ব্যাটার স্যাম বিলিংস। উইকেটের অবস্থা বুঝে বিদেশি খেলানোর স্ট্র্যাটেজিতে হাঁটবে কেকেআর থিঙ্ক ট্যাঙ্ক। আন্দ্রে রাসেল, বিলিংসের জায়গা একরকম পাকা। সুনীল নারিন, মহম্মদ নবি আর চামিকা করুণারত্নের মধ্যে যে কোনও দু’জনকে খেলাবে কেকেআর।

ওয়াংখেড়ের উইকেট বরাবরই ব্যাটারদের সহায়ক। শনিবারের ম্যাচেও বড় স্কোর উঠতে পারে ওয়াংখেড়েতে। নাইটদের নতুন নেতা শ্রেয়স আইয়ারও ফর্মে রয়েছেন। মাঠে নামতে মুখিয়ে আছেন শ্রেয়স। তাঁর অধিনায়কত্বে আইপিএলের ফাইনালে ওঠে দিল্লি ক্যাপিটালস। ভবিষ্যতের দিকে তাকিয়েই শ্রেয়সকে দলে নিয়েছে কেকেআর। জাডেজা, ধোনিদের চেন্নাইকে হারিয়ে শুরুতেই কলকাতার মন জিততে চান ক্যাপ্টেন শ্রেয়স।

আরও পড়ুন: IPL 2022: কোন তরুণ ক্রিকেটারদের দিকে নজর থাকবে আইপিএলে