IPL 2022: মহসিন খান নাকি মহম্মদ সামির থেকেও ভালো বোলার, কে বলছেন এমন কথা?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 03, 2022 | 7:45 AM

মাপা লেন্থ, চমৎকার গতি, আর তার সঙ্গে বৈচিত্র। লখনউ সুপার জায়েন্টের বাঁ হাতি পেসার মহসিন খানকে নিয়ে উচ্ছ্বসিত আইপিএলের দুনিয়া। তিনি কি মহম্মদ সামির থেকে ভালো বোলার?

IPL 2022: মহসিন খান নাকি মহম্মদ সামির থেকেও ভালো বোলার, কে বলছেন এমন কথা?
IPL 2022: মহসিন খান নাকি মহম্মদ সামির থেকেও ভালো বোলার, কে বলছেন এমন কথা?
Image Credit source: Twitter

Follow Us

মুম্বই: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৪ উইকেট নিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন মহসিন খানের (Mohsin Khan) নামের এক বাঁহাতি পেসার। লখনউ সুপার জায়েন্টের এই তরুণকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছে আইপিএলের (IPL 2022) দুনিয়া। সবে আইপিএলে পা দিলেও এই মহসিনকেই অবিশ্বাস্য সার্টিফিটেক দিচ্ছেন তাঁর কোচ। যাঁর হাত ধরে আবার মহম্মদ সামির (Mohammed Shami) মতো পেস বোলার জন্ম নিয়েছেন। সেই বদরুদ্দিন সিদ্দিকি বলে দিয়েছেন, তিনি নাকি সামির থেকেও ভালো বোলার। আর কেউ নন, খোদ সামিই এক সময় তাঁকে নেটে দেখে বলেছিলেন এমন কথা! সামির মতোই বদরুদ্দিনের হাতে তৈরি মহসিন। দিল্লির বিরুদ্ধে ডেভিড ওয়ার্নার, ঋষভ পন্থ, রোভম্যান পাওয়েল সহ নিয়েছেন ৪ উইকেট। খরচ করেছেন মাত্র ১৬ রান। আইপিএলের দুনিয়ায় যা বেশ কৃপণ বোলিং। আন্তর্জাতিক ক্ষেত্রে যথেষ্ট অভিজ্ঞ বোলাররা যেখানে চার-ছয়ের দৌরাত্মি সহ্য করতে পারছেন না, সেখানে মহসিন ঝকঝকে পারফর্ম করছেন।

ছেলেবেলার কোচ বদরুদ্দিন বলছেন, ‘সামি তখন কলকাতা চলে গিয়েছে। বাংলার হয়ে রঞ্জি খেলার জন্য। তখনই একদিন দাদা ইমরানের হাত ধরে আমার অ্যাকাডেমিতে এসে হাজির হয়েছিল মহসিন। ওর দাদা বলেছিল, ওর ভাই ক্রিকেট পাগল। শুরুতে বাচ্চারা যেমন বোলিং করে, তেমনই করত। হঠাৎই ও নিজের বোলিংয়ে ঝকঝকে করে ফেলে। তখন কিন্তু ওর শরীরির গঠন দেখে আমার মনে হয়নি এত দূর যেতে পারে। এক বছরের মধ্যে ওর উচ্চতা বেড়ে গিয়েছিল। তখন থেকেই বদলে যেতে শুরু করে ওর বোলিং।’

মহসিনের বাবা মুলতান উত্তরপ্রদেশের অবসরপ্রাপ্ত পুলিশ। ছেলের উপর বরাবর আস্থা রেখেছিলেন। বদরুদ্দিন যেমন বলছেন, ‘ইমরানও খেলত। কিন্তু ও আর নিজের খেলা চালাতে পারেনি। তবে মহসিন নিজেকে এগিয়ে নিয়ে গিয়েছিল। অনূর্ধ্ব ১৬ মার্চেন্ট ট্রফি টিমে সুযোগ পাওয়ার পর আর ওকে পিছন ফিরে তাকাতে হয়নি।’

সামির পথে হেঁটেই সাফল্য পেতে শুরু করেছিলেন মহসিন। সামির মতোই এক সময় মহসিনকেও কলকাতায় খেলার জন্য পাঠিয়েছিলেন বদরুদ্দিন। সেই সময়ের মহসিনকে মনে আছে ভবানীপুরের কোচ আদ্বুল মুনায়েমের। ‘কয়েক প্র্যাক্টিস ম্যাচে ওর খেলা মনে আছে। ৬ ফুট ৩ ইঞ্চি চেহারার একটা ছেলে। ১০ ফুট উঁচু থেকে বল রিলিজ করত। প্রতিভা যে ওর ছিল, সেটা বোঝাত পেরেছিল।’

২০২০ সালে লকডাউনের সময় থেকে সামির সঙ্গেই নিয়মিত প্র্যাক্টিস করতেন মহসিন। যেটা তাঁকে আরও ধারালো করে তুলেছিল। বদরুদ্দিন বলছেন, ‘সামির ট্রেনিং গ্রাউন্ডে বাছাই কিছু ছেলে বোলিং করে। আমি ওকে ডেকেছিলাম, যাতে সামিকে দেখে অনেক কিছু শিখতে পারে। সামির ওকে দেখে খুব ভালো লেগেছিল। প্রচুর টিপস দিয়েছে। শুধু তাই নয়, ও কিন্তু মারকাটারি ব্যাটিংও করতে পারে।’

আরও পড়ুন: IPL 2022: জাড্ডুর ক্যাপ্টেন্সি ছাড়া নিয়ে মুখ খুললেন ধোনি

Next Article