IPL 2022: রাজস্থানের তীব্র ছটায় সূর্য ডুবল হায়দরাবাদের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 29, 2022 | 11:52 PM

আইপিএলে দুরন্ত শুরু রাজস্থানের। ৬১ রানে উড়িয়ে দিল হায়দরাবাদকে। গত আইপিএল থেকেই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তারা। এই আইপিএলের প্রথম ম্যাচে হার দিয়েই শুরু। সঞ্জু স্যামসনের রাজস্থান কিন্তু অনেক টিমকে চাপে ফেলবে।

IPL 2022: রাজস্থানের তীব্র ছটায় সূর্য ডুবল হায়দরাবাদের
৬১ রানে জয়ী রাজস্থান
Image Credit source: RR Twitter

Follow Us

রাজস্থান রয়্যালস ২১০-৫ (২০ ওভারে)

সানরাইজার্স হায়দরাবাদ ১৪৯-৭ (২০ ওভারে)

মুম্বই: ডেভিড ওয়ার্নারের মতো বিস্ফোরক ওপেনার না থাকলে আইপিএল (IPL) কতটা কঠিন হতে পারে? কেন উইলিয়ামসন উত্তর দিতে পারবেন! শুধু গতবারের হিসেবের খাতা খুললেই যথেষ্ট। ১৪ ম্যাচে পয়েন্ট ছিল মাত্র ৬। ৩টে জয়, ১১টা হার। সেই যে সূর্ষ ডুবেছে হায়দরাবাদের (Sunrisers Hyderabad), এই আইপিএলেও উঠল না। বরং বলা যেতে পারে, এখনও অন্ধকার কাটেনি উইলিয়ামসনের টিমের। সঞ্জু স্যামসনের রাজস্থানের (Rajasthan Royals) তীব্র ছটায় ৬১ রানে হেরে আইপিএল ১৫ শুরু করল হায়দরাবাদ। আরও খারাপ হতে পারত হার। এডিন মার্কব়্যাম ও ওয়াশিংটন সুন্দর শেষ দিকে যদি ঝড় না তুলতেন। ২১১ রানের লক্ষ্য নিয়ে মাঠে নামা উইলিয়ামসনরা ১৪৯-৭-এ শেষ। আইপিএলে হার-জিতই তো থাকে। কিন্তু হায়দরাবাদের এই হার খানিকটা সহজেই আত্মসমর্পণের মতো। বলা যেতে পারে, ১০ ওভারে ৩৭-৫ হতেই খেলা শেষ হয়ে গিয়েছিল।

এ বারের আইপিএলে সেরা টিম কাদের বলা যেতে পারে? সাফল্য সব সময় প্রতিভার খোঁজ দেয়। ট্রফি তারাই পায়, যারা একটা নির্দিষ্ট অঙ্ক মেলাতে পারে। কিছু টিম তার বাইরেও থাকে, যারা দুরন্ত প্রতিভা দিয়ে চোখধাঁধিয়ে দিয়ে যায়। এ বারের রাজস্থানকে তেমনই বলা যেতে পারে। যশস্বী জয়সওয়াল, দেবদত্ত পাড়িক্কাল, রিয়ান পরাগদের মতো তরুণ মুখ আছেন। জস বাটলার, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, ট্রেন্ট বোল্টদের মতো অভিজ্ঞরাও। সিনিয়র-জুনিয়ারে চমৎকার ভারসাম্য। সেই সঙ্গে ক্যাপ্টেন সঞ্জু। এই আইপিএল যদি রাজস্থান জিততে না পারে, অন্তত প্লে-অফে উঠতে না পারে, অবাকই হতে হবে। আর সঞ্জুরা যে ভক্তদের প্রত্যাশাপূরণ করতে এসেছেন, মরসুমের প্রথম ম্যাচেই প্রমাণ করে দিলেন। যে দেবদত্ত ওপেন করতেন আরসিবিতে, তিনি নামলেন চারে। বাটলারের সঙ্গে ওপেন করলেন যশস্বী। ২০ করলেও আস্থা রাখা যায়। বাটলার ৩৫ করে ফিরলেন। কিন্তু সঞ্জু আর দেবদত্তের মারমুখী ইনিংস রাজস্থানকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে চলে গেল। দেবদত্ত করলেন ৪১। সঞ্জুর ৫৫। টিমকে ২১০-৬ এ পৌঁছে দিলেন ১৩ বলে ৩২ করা সিমরন হেটমেয়ার। ৯ বলে ১২ রিয়ানের।

শুধু ব্যাটিং নয়, এই আইপিএলে অন্যতম সেরা বোলিং ইউনিটও বলা যেতে পারে রাজস্থানকে। বোল্টের পাশে প্রসিধ কৃষ্ণা। চাহালের পাশে নাথন কুল্টার নাইল, অশ্বিন। যে কোনও ব্যাটিংকে মুহূর্তে ধরাশায়ী করে দিতে পারেন। তারই নমুনা হায়দারাবাদের ১০ ওভারে ৩৭-৫। উইলিয়ামসন (২), রাহুল ত্রিপাঠীকে (০) ফেরত পাঠালেন কৃষ্ণা। অভিষেক শর্মা (৯), আব্দুল সামাদ (৪) , রোমারিও শেফার্ডরা (২৪) আউট হলেন চাহালের বলে। নিকোলাস পুরানকে (০) ফেরালেন বোল্ট। লাসিথ মালিঙ্গা যখন বোলিং কোচ, বোলিং ইউনিট পারফর্ম তো করবেই!

রাজস্থান জ্বলবে, জ্বালাবেও। হায়দরাবাদের কী হবে? সূর্য উঠবে তো? উইলিয়ামসন খুব ভালো করে জানেন, আইপিএল বড় কঠিন ঠাঁই। কে যে কখন ডেভিড ওয়ার্নারের মতো ব্রাত্য হয়ে যান, বোঝাই যায় না!

সংক্ষিপ্ত স্কোর: রাজস্থান ২১০-৬ (সঞ্জু ৫৫, দেবদত্ত ৪১, বাটলার ৩৫, হেটমেয়ার ৩২, উমরান ২-৩৯, নটরাজন ২-৪৩)। হায়দরাবাদ (মার্কব়্যাম নট আউট ৫৭, সুন্দর ৪০, শেফার্ড ২৪, চাহাল ৩-২২, কৃষ্ণা ২-১৬, বোল্ট ২-২৩)।

Next Article