দীপঙ্কর ঘোষাল : আন্দ্রে রাসেল কেন বোলিং করছেন না? মরসুমের শুরু থেকেই কেকেআর শিবিরে এই প্রশ্ন ছিল। অনুশীলনে বোলিং করলেও ম্য়াচে তাঁকে বোলিং করতে দেখা যায়নি। সানরাইজার্স ম্য়াচের আগের দিনের অনুশীলনেও দীর্ঘক্ষণ বোলিং করেন। সানরাইজার্সের বিরুদ্ধে পাওয়ার প্লে-তেই তাঁকে আক্রমণে আনেন কেকেআর অধিনায়ক নীতীশ রানা। কেকেআর সমর্থকদের স্বস্তি বাড়ে। ব্য়াট হাতে গত দু-ম্য়াচে ব্য়র্থ হয়েছেন রাসেল। এ দিন বল হাতে ওভার শুরু করলেন উইকেট নিয়ে। এ বারের মরসুমে তাঁর প্রথম ডেলিভারিই সানরাইজার্স হায়দরাবাদ ওপেনার মায়াঙ্কের ব্য়াটে লেগে ওয়াইড স্লিপে বরুণ চক্রবর্তীর হাতে। সেলিব্রেশন ছিল দেখার মতো। কিন্তু এরপরই চিন্তার মেঘ কেকেআর শিবিরে। বিস্তারিত TV9Bangla-য়।
এ বারের আইপিএলে প্রথম ওভার শুরু করলেন মায়াঙ্ক আগরওয়ালের উইকেট নিয়ে। ওভার শেষ করলেন কেকেআরের প্রাক্তনী রাহুল ত্রিপাঠীকে ফিরিয়ে। জোড়া উইকেটে প্রত্য়াবর্তন আন্দ্রে রাসেলের। এরপরই অবশ্য় চিন্তার মেঘ কলকাতা নাইট রাইডার্স শিবের। সানরাইজার্স হায়দরাবাদ ইনিংসের সপ্তম ওভার। নিজের দ্বিতীয় ওভারের শেষ বলেই অস্বস্তিতে দেখায় আন্দ্রে রাসেলকে। ফিজিও মাঠে ঢুকেও বেরিয়ে যান। ওভার সম্পূর্ণ হতেই ফের মাঠে ঢোকেন কেকেআরের ফিজিও। তাঁর সঙ্গে মাঠ ছাড়েন আন্দ্রে রাসেল। ডাগ আউটে না বসে সোজা ড্রেসিংরুমে ঢোকেন। এরপরই চিন্তা শুরু হয়, নতুন করে গুরুতর কোনও চোট লাগল নাকি রাসেলেরে।
বেশ কিছু কিছুক্ষণ মাঠের বাইরে ছিলেন আন্দ্রে রাসেল। তবে রাসেলকে ফের মাঠে ঢুকতে দেখে স্বস্তি ফেরে। তাঁর হাই ক্য়াচে আউট হয়ে ফেরেন এডেন মার্করাম। রাসেল এই ম্য়াচে আর বোলিং করবেন বলে মনে হয় না। ফিল্ডিংয়ে অবশ্য় কোনও অস্বস্তি দেখা যায়নি রাসেলের। তবে চিন্তার মেঘ কিছুটা থাকলোই। ১৯তম ওভারে ফের তাঁকে বোলিংয়ে আনেন অধিনায়ক নীতীশ রানা। ওয়াইড বলে ওভার শুরু। প্রথম লিগাল ডেলিভারিতেই ফেরালেন অভিষেক শর্মাকে। কিন্তু বল করেই ক্রিজে বসে পড়লেন রাসেল। সতীর্থের কাঁধে হাত রেখে মাঠ ছাড়লেন ফের।