CSK vs RR Highlights, IPL 2023 : শেষ বলে ৬ হল না, ঘরের মাঠে হার চেন্নাইয়ের
Chennai Super Kings vs Rajasthan Royals Live Score in Bengali : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১৬তম সংস্করণে আজ চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। ম্যাচের পুঙ্খানুপুঙ্খ আপডেটের জন্য নজর রাখুন এই পেজে।
চেন্নাই : টানা তিন দিন থ্রিলার দেখেছেন ক্রিকেট প্রেমীরা। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মেগা শো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সবদিক থেকেই জমে উঠেছে। সুপার সানডে-তে ডাবল হেডারের প্রথম ম্যাচের রেশ এখনও সতেজ। তেমনই সোম এবং মঙ্গলবার রাতে শেষ বলে ম্যাচের ফয়সালা হয়েছে। থ্রিলারের সিরিজ জারি রইল। চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের ফয়সালাও হল শেষ বলে। চেন্নাই সুপার কিংসের প্রয়োজন ছিল ৫ রান। স্ট্রাইকে ধোনি। ছয় এল না। ৩ রানের অনবদ্য জয় ছিনিয়ে নিল রাজস্থান রয়্যালস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম সংস্করণ চলছে। এ বারের ১৭ তম ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। আরও একটা রুদ্ধশ্বাস ম্যাচ দেখলেন ক্রিকেট প্রেমীরা। আইপিএলে চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র এই পেজে।
Key Events
দলের প্রবল চাপের সময় ক্রিজে ধোনি। ১৭ বলে ৩২ রান করলেও জয় এল না।
রাজস্থান রয়্যালসের জয়ের নায়ক রবিচন্দ্রন অশ্বিন। নিজের শহরে ম্যাচের সেরাও।
LIVE Cricket Score & Updates
-
এক নজরে
- চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে ২০০তম ম্যাচ খেললেন ধোনি।
- টস হেরে প্রথমে ব্যাট করে রাজস্থান রয়্যালস।
- চেন্নাই সুপার কিংসকে ১৭৬ রানের লক্ষ্য দেয় রাজস্থান রয়্যালস।
- মাঝের ওভারে মন্থর ব্যাটিং সিএসকের।
- শেষ ৩ ওভারে লক্ষ্য দাঁড়ায় ৫৪ রান।
- জাডেজা-ধোনি জুটি শেষ বল অবধি লড়াই জারি রাখেন।
- শেষ বলে ৫ রান প্রয়োজন ছিল সিএসকে-র। স্ট্রাইকে ধোনি, যদিও ৬ এল না।
- মাত্র ৩ রানে হার চেন্নাই সুপার কিংসের।
-
ধোনিকে স্বাগত…
ডেভন কনওয়ে অর্ধশতরান করে আউট হলেন। যদিও তাঁর আউটেও গ্যালারিতে উচ্ছ্বাস। অবশেষে ক্রিজে মহেন্দ্র সিং ধোনি। এ বারের আইপিএলে মাত্র ১০ বল খেলেছিলেন প্রথম দু-ম্যাচ মিলিয়ে। গত ম্যাচে তাঁকে নামতেই হয়নি। ধোনিকে দীর্ঘ সময় ব্য়াট করতে দেখা যাবে, এই কথা ভেবেই গ্য়ালারিতে বাড়তি উচ্ছ্বাস।
-
-
আরও একটা দারুণ ইনিংস
সুযোগ কাজে লাগাচ্ছেন অজিঙ্ক রাহানে। রাজস্থান রয়্য়ালসের বিরুদ্ধে ১৯ বলে ৩১ রানে ফিরলেন। ক্রিজে শিবম দুবে।
-
এক নজরে
- টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত চেন্নাই সুপার কিংসের
- রাজস্থানের মন্থর শুরু।
- জস বাটলার-অশ্বিনের কাউন্টার অ্যাটাক।
- আইপিএলে ৩ হাজার রানের মাইলফলক পেরোলেন বাটলার।
- অর্ধশতরানে ফেরেন বাটলার।
- রবীন্দ্র জাডেজা ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ২ উইকেট।
- মইন আলির জোড়া ক্যাচ মিস।
-
বাটলারের অর্ধশতরান
এই নিয়ে ২৩ বার আইপিএলে ৫০ প্লাস স্কোর জস বাটলারের।
-
-
জাডেজার অনবদ্য স্পেল
চিপকে আরও একবার ভালো বোলিং রবীন্দ্র জাডেজার। ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ২ উইকেট। ক্যাচ মিস না হলে উইকেট সংখ্যা ৩ হতে পারত।
-
ফের ক্যাচ মিস
স্লিপে আরও একটা মিস মইন আলির। জাডেজার ওভারে তিন উইকেট হতে পারত। অশ্বিনের (০) ক্যাচ মিস।
-
রেকর্ড অ্যালার্ট
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ৩ হাজার রানের মাইলফলকে জস বাটলার।
-
ক্যাচ মিস
আরও একটা উইকেট নেওয়ার সুযোগ ছিল সিএসকে-র। মহেশ থিকশানার বোলিংয়ে স্লিপে দেবদত্ত পাডিকালের (১৪) ক্যাচ মিস মইন আলির। রাহানে একাদশে থাকতেও তিনি কেন স্লিপে নেই!
-
মাহির মাইলফলকে বিশেষ উদ্যোগ
সিএসকে-র হয়ে ২০০তম ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। বিশেষ সম্মান জানানো হল মাহিকে। পড়ুন বিস্তারিত : মুকুটে নতুন পালক! আইপিএলে ‘ডাবল সেঞ্চুরি’ নেতা ধোনির!
-
ভরসা তুষার!
ধোনির ছায়ায় মেলে ধরছেন তুষার দেশপান্ডে। নিজের প্রথম ওভারেই উইকেট নিয়ে আরও একবার ধোনির ভরসার মর্যাদা রাখলেন। পড়ুন বিস্তারিত : ছিলেন নেট বোলার, ধোনির ছায়ায় ক্রমশ মেলে ধরছেন সিএসকে-র পেসার
-
একাদশ আপডেট
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত মহেন্দ্র সিং ধোনির। একাদশেও জোড়া বদল। ফিরলেন মইন আলি, মরসুমের প্রথম ম্যাচে নামছেন মহেশ থিকসানা।
চেন্নাই সুপার কিংস : ডেভন কনওয়ে, ঋতুরাজ গায়কোয়াড়, অজিঙ্ক রাহানে, মইন আলি, শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনি, সিসান্দা মাগালা, তুষার দেশপান্ডে, মহেশ থিকসানা, আকাশ সিং।
সাবস্টিটিউট- অম্বতি রায়ডু, মিচেল স্যান্টনার, শুভ্রাংশু সেনাপতি, শেখ রশিদ, রাজবর্ধন হাঙ্গারকেকর
রাজস্থান রয়্যালস : যশস্বী জয়সোয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন, দেবদত্ত পাডিকাল, শিমরন হেটমায়ার, ধ্রুব জুড়েল, জেসন হোল্ডার, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, সন্দীপ শর্মা, কুলদীপ সেন
সাবস্টিটিউট- রিয়ান পরাগ, আসিফ, ডোনোভান ফেরেরা, অ্যাডাম জাম্পা, জো রুট
-
স্পিন সহায়ক পিচ
চিপকে বরাবরই স্পিনাররা সুবিধা পেয়ে থাকে। এই ম্যাচেও স্পিনারদের সুবিধা বেশি থাকবে। পিচ রিপোর্টে এমনটাই জানালেন নিক নাইট। সিএসকে শিবিরে রবীন্দ্র জাডেজা, মিচেল স্যান্টনারদের পাশাপাশি নজর থাকবে রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহালের দিকে।
-
মাহি-ম্যাজিক!
চেন্নাই সুপার কিংসের হয়ে ২০০তম ম্যাচে নেতৃত্ব দিতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। মহেন্দ্র সিং ধোনির মাইলফলকের ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র এই পেজে।
Published On - Apr 12,2023 6:30 PM