CSK vs SRH Highlights, IPL 2023 : অনবদ্য কনওয়ে, ৭ উইকেটে জয় সিএসকের

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Apr 21, 2023 | 11:05 PM

Chennai Super Kings vs Sunrisers Hyderabad Live Score in Bengali : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১৬তম সংস্করণে আজ মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচের পুঙ্খানুপুঙ্খ আপডেটের জন্য় নজর রাখুন এই পেজে।

CSK vs SRH Highlights, IPL 2023 : অনবদ্য কনওয়ে, ৭ উইকেটে জয় সিএসকের
গ্রাফিক্স: টিভি৯ বাংলা

Follow Us

চেন্নাই: সানরাইজার্স ম্যাচের আগে এ বারের আইপিএলে মাত্র দুটি হোম ম্যাচ খেলেছিল চেন্নাই সুপার কিংস। রাজস্থান রয়্যালসের কাছে হারলেও ক্লোজ ম্যাচ হয়েছে। ঘরের মাঠে মরসুমের তৃতীয় ম্যাচে জিতল চেন্নাই সুপার কিংস। তবে খুব একটা থ্রিলারের স্বাদ পেলেন না ক্রিকেট প্রেমীরা। এ বারের টুর্নামেন্টে একেবারেই ধারাবাহিক নয় সানরাইজার্স হায়দরাবাদ। জোড়া হার দিয়ে মরসুম শুরু করলেও পরপর দুটি ম্যাচ জিতেছিল তারা। যদিও গত ম্য়াচে ঘরের মাঠে হার। চিপকে তারা কখনও চেন্নাইকে হারাতে পারেনি। সেই ‘ধারাবাহিকতা’ বজায় থাকল। চিপকে সাধারণত স্পিনাররা সুবিধা পেয়ে থাকেন। প্রথম দু-ম্যাচের মতো স্পিন দাপট এই ম্যাচেও। রবীন্দ্র জাডেজা মাত্র ২২ রান দিয়ে ৩ উইকেট নেন। মহেশ থিকসানা নেন ১ উইকেট। সানরাইজার্স স্পিনার মায়াঙ্ক মার্কন্ডে ২ উইকেট নিলেও ১৩৫ রানের লক্ষ্য পেরোতে কোনও সমস্যাই হয়নি সিএসকের। ৮ বল বাকি থাকতেই ৭ উইকেটে জয়। ধোনিরা এরপর খেলবেন ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 21 Apr 2023 10:58 PM (IST)

    এক নজরে

    • ঘরের মাঠে টস জিতে ফিল্ডিং নিয়েছিল সিএসকে।
    • চিপকে স্পিন দাপট। জাডেজার তিন উইকেট।
    • নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে মাত্র ১৩৪ রান সানরাইজার্স হায়দরাবাদের।
    • রান তাড়ায় অনবদ্য ডেভন কনওয়ে। এ বারের আইপিএলে আরও একটা অর্ধশতরান।
    • শেষ অবধি ৮ বল বাকি থাকতে ৭ উইকেটে জয় চেন্নাই সুপার কিংসের।
    • কনওয়ে ৫৭ বলে ৭৭ রানে অপরাজিত।
  • 21 Apr 2023 09:08 PM (IST)

    শেষ বলে আউট সুন্দর

    শেষ বলে রান আউট হলেন ওয়াশিংটন সুন্দর। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলেছে সানরাইজার্স হায়দরাবাদ। জয়ের জন্য মাত্র ১৩৫ রান প্রয়োজন সিএসকে-র।


  • 21 Apr 2023 08:53 PM (IST)

    ষষ্ঠ উইকেটের পতন

    ১৭ রান করে আউট হেনরিখ ক্লাসেন। পাথিরানার বলে ঋতুরাজের আরও একটি দুরন্ত ক্যাচ। হায়দরাবাদের বিপদ বাড়ছে। ১৭.৩ ওভারে ১১৬-৬।

  • 21 Apr 2023 08:40 PM (IST)

    জাডেজার ৩ উইকেট

    মায়াঙ্ক আগরওয়ালের সহজ ক্যাচ মিস করেন হেনরিখ ক্লাসেনের জন্য। দৃশ্যতই ক্ষুব্ধ জাডেজা। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হল না। ১৩.৫ ওভারে জাডেজার বলে স্টাম্প আউট হলেন মায়াঙ্ক। পাঁচ উইকেট খোয়াল হায়দারাবাদ। ৪ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট জাডেজার।

  • 21 Apr 2023 08:34 PM (IST)

    ফিরলেন মার্করাম

    ফিরলেন এইডেন মার্করাম। ১২.৫ ওভারে তাঁকে ফেরালেন থিকসানা। ১২ বলে ১২ রান। হায়দরাবাদের স্কোর ৯০-৪।

  • 21 Apr 2023 08:25 PM (IST)

    আউট ত্রিপাঠী

    এর আগে দু’বার ত্রিপাঠীকে আউট করেছেন জাডেজা। তৃতীয়বার জাড্ডুর শিকার রাহুল ত্রিপাঠী। ২১ বলে ২১ রান। ১১.২ ওভারে হায়দরাবাদ ৮৪-৩।

  • 21 Apr 2023 08:22 PM (IST)

    ১০ ওভারে ৭৬-২

    ১০ ওভারে সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ৭৬-২। ক্রিজে রাহুল ত্রিপাঠী ও এইডেন মার্করাম।

  • 21 Apr 2023 08:16 PM (IST)

    দ্বিতীয় উইকেটের পতন

    অভিষেক শর্মার ইনিংস শেষ। জাডেজার বলে ক্যাচ দিলেন অজিঙ্কা রাহানের হাতে।  ২৬ বলে ৩৪ রান। ৯.২ ওভারে ৭১-২ হায়দরাবাদ।

  • 21 Apr 2023 08:02 PM (IST)

    পাওয়ার প্লে ওভার শেষ

    প্রথম ৬ ওভারে হায়দরাবাদের স্কোর ৪৫-১। ক্রিজে অভিষেক শর্মা এবং রাহুল ত্রিপাঠী।

  • 21 Apr 2023 07:52 PM (IST)

    আউট ব্রুক

    আকাশ সিংয়ের বলে হ্যারি ব্রুকের ক্যাচ নিলেন ঋতুরাজ গায়কোয়াড়। ১৩ বলে ১৮ রান ব্রুকের। ৪.২ ওভারে হায়দরাবাদ ৩৫-১।

  • 21 Apr 2023 07:31 PM (IST)

    শুরু ম্যাচ

    সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ওপেনিংয়ে হ্যারি ব্রুক এবং অভিষেক শর্মা। বল হাতে আকাশ সিং।

  • 21 Apr 2023 07:15 PM (IST)

    সানরাইজার্স হায়দরাবাদ একাদশ

    হ্যারি ব্রুক, মায়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম, অভিষেক শর্মা, হেনরিখ ক্লাসেন, মার্কো জানসেন, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, মায়াঙ্ক মার্কন্ডে, উমরান মালিক

    সাবস্টিটিউট: আবদুল সামাদ, সানভীর সিং, টি নটরাজন, বিভ্রান্ত শর্মা, গ্লেন ফিলিপস,মায়াঙ্ক ডাগর,

  • 21 Apr 2023 07:10 PM (IST)

    চেন্নাই সুপার কিংস একাদশ

    ডেভন কনওয়ে, ঋতুরাজ গায়কোয়াড়, অজিঙ্ক রাহানে, মইন আলি, শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনি, মাথিসা পথিরানা, তুষার দেশপাণ্ডে, মহেশ থিকসানা, আকাশ সিং।

    সাবস্টিটিউট: আম্বাতি রায়াডু, শেখ রশিদ, এস সেনাপতি, ডোয়েন প্রিটোরিয়াস, আর হ্যাঙ্গারকর

  • 21 Apr 2023 07:02 PM (IST)

    টস আপডেট

    টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির।

  • 21 Apr 2023 06:35 PM (IST)

    সুস্থ স্টোকস!

    চোটের জন্য তিনটে ম্যাচে খেলতে পারেননি। বর্তমানে সুস্থ সিএসকে অলরাউন্ডার বেন স্টোকস। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে পারেন  তিনি।

  • 21 Apr 2023 06:33 PM (IST)

    চিপকে নেই জয়

    চিপকে কোনওদিন জেতেনি সানরাইজার্স হায়দরাবাদ। ২১ এপ্রিল সেই রেকর্ড ভেঙে দিতে তৈরি এইডেন মার্করামরা।