নয়াদিল্লি: ১৬তম আইপিএলের (IPL 2023) একটা করে দিন এগোচ্ছে। বিনোদনে ভরপুর আইপিএল শেষ হবে ২৮ মে। আগামী কাল শনিবার রয়েছে আইপিএলের ডাবল হেডার। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ ও লখনউ সুপার জায়ান্টস। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস এবং পঞ্জাব কিংস (DC vs PBKS)। দিল্লির যে প্লে অফে ওঠার সম্ভাবনা নেই তা মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছে। ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলের সবচেয়ে নিচে দিল্লি। ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার আট নম্বরে রয়েছে পঞ্জাব কিংস। প্লে অফে স্থান করে নিতে হলে অন্তত পরবর্তী তিনটি ম্যাচ জিততেই হবে পঞ্জাবকে। TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন কখন, কীভাবে দেখবেন আইপিএলে দিল্লি বনাম পঞ্জাব ম্যাচ।
দিল্লি ক্যাপিটালস বনাম পঞ্জাব কিংস ম্যাচটি কবে হবে?
দিল্লি ক্যাপিটালস বনাম পঞ্জাব কিংস ম্যাচটি (১৩ মে) আগামী কাল, শনিবার হবে।
দিল্লি ক্যাপিটালস বনাম পঞ্জাব কিংস ম্যাচটি কোথায় হবে?
দিল্লি ক্যাপিটালস বনাম পঞ্জাব কিংস ম্যাচটি হবে অরুণ জেটলি স্টেডিয়ামে।
দিল্লি ক্যাপিটালস বনাম পঞ্জাব কিংস ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে দিল্লি ক্যাপিটালস বনাম পঞ্জাব কিংস ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। ম্যাচের আগে ৭টা নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে দিল্লি ক্যাপিটালস বনাম পঞ্জাব কিংস ম্যাচের লাইভ স্ট্রিমিং?
দিল্লি ক্যাপিটালস বনাম পঞ্জাব কিংস ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়া দর্শকরা জিও সিনেমা অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং। পাশাপাশি আইপিএল ২০২৩ এর প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে TV9 Bangla ওয়েবসাইটে।