মুম্বই: ওয়াংখেড়ের হাইস্কোরিং পিচে আরও একটা রুদ্ধশ্বাস ম্যাচের স্বাদ পেলেন ক্রিকেটপ্রেমীরা। সূর্যকুমার যাদবের শতরানে (১০৩*) প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২১৮ রান তোলে মুম্বই ইন্ডিয়ান্স। একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় গুজরাট টাইটান্স। মুম্বই যখন ধরেই নিয়েছিল বড় ব্যবধানে সহজেই ম্যাচ পকেটে পুরবে তারা তখনই সব হিসেব পাল্টে দিলেন রশিদ খান। আফগান লেগ স্পিনারের দুরন্ত পাল্টা মারে চাপে পড়ে যায় মুম্বই। অপরাজিত ৭৯ রানের ইনিংস। গুজরাটের স্কোর পৌঁছে দিয়েছিলেন দুশোর কাছাকাছি। যদিও পাহাড়প্রমাণ স্কোর টপকাতে পারেনি গুজরাট। ঘরের মাঠে ২৭ রানে জয়ী মুম্বই ইন্ডিয়ান্স।
মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে ভয় ধরিয়ে দিয়েছিলেন রশিদ খান। প্রয়োজনের সময় ব্যাট হাতেও দলকে ভরসা দিতে পারেন তা বুঝিয়ে দিলেন। ৪ উইকেট নেওয়ার পর ৭৯ রানের দুরন্ত ইনিংস। হাঁকালেন ১০টি ছয় ও তিনটি চার। রশিদের প্রচেষ্টা ব্যর্থ করে ২৭ রানে জয়ী মুম্বই ইন্ডিয়ান্স।
অনবদ্য রশিদ। চাপের মুখে ২১ বলে অর্ধশতরান পূর্ণ করলেন রশিদ খান।
গুজরাট টাইটান্সের জয়ের জন্য ৪ ওভারে ৮৩ রানের প্রয়োজন!
ডান হাতি পেসার আকাশ মাধওয়ালের তিন উইকেট। ডেভিড মিলারকে ফেরালেন তিনি। ষষ্ঠ উইকেট খোয়াল গুজরাট।
১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৫ রান তুলল গুজরাট টাইটান্স।
কুমার কার্তিকেয়ার প্রথম বলেই ফেরালেন অভিনব মনোহরকে। ৫৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলল গুজরাট টাইটান্স।
নিজের প্রথম বলেই বিজয় শঙ্করকে ফেরালেন পীয়ুষ চাওলা। ১৪ বলে ২৯ রান করে ফিরলেন ক্রমশ ভয়ঙ্কর হয়ে ওঠা শঙ্কর।
৬ রান করে আউট শুভমন গিল। মাধওয়ালের দ্বিতীয় উইকেট। গুজরাটের তিন ব্যাটার সাজঘরে।
প্রবল চাপে গুজরাট। বেরহেনডর্ফের বলে ৪ রান করে ফিরলেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। পাওয়ার প্লেতে জোড়া উইকেট হারাল গুজরাট।
গুজরাটকে প্রথমেই ধাক্কা মুম্বইয়ের। আকাশ মাধওয়ালের বলে ২ রান করে ফিরলেন ঋদ্ধিমান সাহা।
গত ম্যাচে ৮৩ রানে আটকে গিয়েছিলেন। আজ শতরান করেই মাঠ ছাড়লেন সূর্যকুমার যাদব। শেষ বলে আলজারি জোসেফকে ছক্কা হাঁকিয়ে শতরান পূর্ণ করলেন। ৪৯ বলে অপরাজিত ১০৩ রান। একইসঙ্গে মুম্বইয়ের স্কোর ২১৮-৫।
পঞ্চম উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ান্স। রশিদের বলে তাঁরই হাতে ক্যাচ দিয়ে ফিরলেন টিম ডেভিড। রশিদের ঝুলিতে চার উইকেট।
লাগাতার দ্বিতীয় অর্ধশতরান সূর্যকুমার যাদবের ব্যাটে। ৩২ বলে ৫০ রান।
২০ বলে ৩০ রান করে মোহিত শর্মার বলে আউট বিষ্ণু বিনোদ। চতুর্থ উইকেট হারাল মুম্বই।
১৫ ওভারে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১৫১-৩। অর্ধশতরানের দোরগোড়ায় সূর্যকুমার যাদব।
১০ ওভারে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৯৬-৩।
তৃতীয় উইকেট রশিদের। ক্লিন বোল্ড নেহাল ওয়াধেরা।
এক ওভারে জোড়া উইকেট রশিদের। রোহিতের পর ফেরালেন ঈশানকে। ২০ বলে ৩১ রান ঈশানের।
ছন্দে দেখাচ্ছিল রোহিত শর্মাকে। রশিদ খানের বলে ফিরলেন তিনি। ১৮ বলে ২৯ রান। নতুন ব্যাটার সূর্যকুমার যাদব।
ঘরের মাঠে চার-ছয়ের বন্যা রোহিত-ঈশানের। প্রথম ছয় ওভারে মুম্বইয়ের খাতায় উঠল বিনা উইকেট খুইয়ে ৬১ রান।
মুম্বই ইন্ডিয়ান্সের ওপেনিংয়ে রোহিত শর্মা ও ঈশান কিষাণ। বল হাতে মহম্মদ সামি। ওয়াংখেড়েতে শুরু হল ম্যাচ।
ঋদ্ধিমান সাহা, বিজয় শঙ্কর, হার্দিক পান্ডিয়া, অভিনব মনোহর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, নূর আহমেদ, মহম্মদ সামি, মোহিত শর্মা, আলজারি জোসেফ
সাবস্টিটিউট: শুভমন গিল, সাই সুদর্শন, কেএস ভরত, শিবম মাভি, সাই কিশোর
রোহিত শর্মা, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, ক্যামেরন গ্রিন, নেহাল ওয়াধেরা, বিধু বিনোদ, টিম ডেভিড, ক্রিস জর্ডন পীয়ুষ চাওলা, জেসন বেরহেনডর্ফ, কুমার কার্তিকেয়া
সাবস্টিটিউট: আকাশ মাধওয়াল, রমণদীপ, ডিওয়াল্ড ব্রেভিস, সন্দীপ ওয়ারিয়র, হৃত্বিক শোকিন
ঘরের মাঠে টস হারলেন রোহিত শর্মা। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত গুজরাট টাইটান্সের।
পয়েন্ট টেবলের শীর্ষস্থানে রয়েছে গুজরাট টাইটান্স। পয়েন্ট ১৬। ১১ ম্যাচ শেষে মুম্বই ইন্ডিয়ান্সের পয়েন্ট ১২। প্রথম চারের মধ্যে রয়েছে মুম্বই।