নয়াদিল্লি : দিল্লির ‘ক্যাপিটাল’ কী? টিম গেম! হয়তো তাই। গত বছরের শেষে গুরুতর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন দিল্লি ক্য়াপিটালস অধিনায়ক ঋষভ পন্থ। এ বারের আইপিএলে তাঁকে পাওয়ার সম্ভাবনা নেই। তবে হেড কোচ রিকি পন্টিং ঋষভ পন্থকে ডাগআউটে চাইছেন। পন্থের যা পরিস্থিতি, প্রতি ম্যাচে তাঁর পক্ষে মাঠে আসা সম্ভব নয়। রিকি পন্টিং একটি সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, টিমের জার্সি কিংবা টুপিতে ঋষভের জার্সি নম্বর রাখা। তবে ঋষভের অনুপস্থিতিতে দিল্লি ক্য়াপিটালস শিবিরে বেশ কিছু বিষয়ে ভাবনার জায়গা ছিল। নেতৃত্ব, ব্য়াটিং এবং সবচেয়ে বেশি হল উইকেটকিপার। নেতৃত্ব দেবেন ডেভিড ওয়ার্নার। ব্য়াটিংয়ে তাঁর অনুপস্থিতি ঢাকার জন্য় হয়তো অনেক বিকল্পই রয়েছেন। তবে ঋষভের মতো কিপার-ব্য়াটার! কী হতে পারে দিল্লি ক্য়াপিটালসের রণনীতি? বিস্তারিত TV9Bangla-য়।
সাংবাদিক সম্মেলনে দিল্লির হেড কোচ এ প্রসঙ্গে জানিয়েছিলেন, প্রস্তুতি ম্য়াচে সরফরাজ খানকে দেখা হবে। সরফরাজ যদি এই দায়িত্ব সামলে নিতে পারেন, তাহলে একটা চিন্তা অন্তত কমবে। মঙ্গলবার দিল্লির অনুশীলনে দেখা যায়, সরফরাজ খান কিপিং ড্রিল সারছেন। শুধু সরফরাজ নন, কিপিংয়ে আরও বিকল্প রয়েছেন মণীশ পাণ্ডে ও ফিল সল্ট। দ্বিতীয় জনকে খেললে বিদেশি নিয়ে আলাদা করে ভাবতে হবে। মণীশ পাণ্ডে কিপিংয়ের দায়িত্ব নিলে প্রয়োজন বিদেশি ক্রিকেটারদের শাফল করা যাবে। এ বার দিল্লি স্কোয়াড দেখে নেওয়া যাক- ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), পৃথ্বী শ, যশ ধূল, ফিল সল্ট, সরফরাজ খান, মণীশ পান্ডে, রাইলি রোসো, রিপল প্য়াটেল, রোভম্য়ান পাওয়েল, মিচেল মার্শ, ললিত যাদব, অক্ষর প্য়াটেল, আমান খান, বিকি ওসওয়াল, কুলদীপ যাদব, প্রবীণ দুবে, অনরিখ নর্ৎজে, চেতন সাকারিয়া, কমলেশ নাগরকোটি, খলিল আহমেদ, লুনগি এনগিডি, মুস্তাফিজুর রহমান, ইশান্ত শর্মা, মুকেশ কুমার।
দিল্লি ক্য়াপিটাল শিবিরে এ বার বাড়তি নজর থাকবে পৃথ্বী শ-এর দিকে। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করেছেন। কিন্তু জাতীয় দলে ফেরা হয়নি। আইপিএলে ভালো খেলে জাতীয় দলে ফেরার চেষ্টা থাকবে পৃথ্বীর। তেমনই নজর থাকবে নতুনদের দিকে। এ বারই ৫ কোটি টাকার বেশি দামে পেসার মুকেশ কুমারকে সই করিয়েছে দিল্লি ক্য়াপিটালস। নিলামে নজর কেড়েছিলেন বাংলার এই পেসার। বছর খানেক ধরেই জাতীয় দলের দরজায় কড়া নাড়ছিলেন। ডাকও পেয়েছিলেন। এ দলের হয়ে খেলার সুযোগ হলেও আন্তর্জাতিক অভিষেক হয়নি। দক্ষিণ আফ্রিকার দুই পেসার অনরিখ নর্ৎজে এবং লুনগি এনগিডিকে শুরুর দিকে পাবে না দিল্লি। মুকেশের কাছে দারুণ সুযোগ। আইপিএল তাঁর কাছে দারুণ মঞ্চ। তেমনই ২০২২ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক যশ ধূল, বিকি ওসওয়ালরা কতটা সুযোগ পান, কেমন পারফর্ম করেন, সে দিকেও বাড়তি নজর থাকবে।