GT vs SRH Highlights, IPL 2023 : এ বারের প্রথম দল হিসেবে প্লে-অফে টাইটান্স
Gujarat Titans vs Sunrisers Hyderabad Live Score in Bengali : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১৬তম সংস্করণে আজ মুখোমুখি গুজরাট টাইটান্স ও সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচের পুঙ্খানুপুঙ্খ আপডেটের জন্য নজর রাখুন এই পেজে।
আমেদাবাদ : প্লে-অফ কার্যত নিশ্চিত ছিল। সরকারি সিলমোহরের অপেক্ষায় ছিল গুজরাট টাইটান্স (Gujarat Titans)। গত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে না হারলে সে দিনই সিলমোহর পড়ে যেত। ঘরের মাঠে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স নেমেছিল সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে। জয় মানেই প্লে-অফ এবং শীর্ষ দুইও নিশ্চিত ছিল। তেমনটাই হল। ৩৪ রানের ব্যবধানে সানরাইজার্স হায়দরাবাদকে হারাল গত বারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। টস হেরে প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দরাবাদকে ১৮৯ রানের লক্ষ্য দিয়েছল গুজরাট টাইটান্স। তরুণ ওপেনার শুভমন গিল আইপিএল কেরিয়ারে প্রথম এবং গুজরাট শিবিরের প্রথম শতরান করলেন। বল হাতে এই ম্যাচেও অনবদ্য মহম্মদ সামি। পাওয়ার প্লে-তে তিন উইকেট সহ ৪ উইকেট নেন সামি। হেনরিখ ক্লাসেন কিছুটা লড়াই করে সানরাইজার্সের হারের ব্যবধান কমান। ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports এর এই পেজে।
LIVE Cricket Score & Updates
-
এক নজরে
- টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন হায়দরাবাদ অধিনায়ক এইডেন মার্করাম।
- গুজরাট টাইটান্স প্রথম ওভারেই ঋদ্ধির উইকেট হারায়।
- দ্বিতীয় উইকেটে ১৪৭ রান যোগ করেন শুভমন গিল ও সাই সুদর্শন।
- শুভমন গিল আইপিএল কেরিয়ারের প্রথম সেঞ্চুরি করেন।
- শেষ অবধি ৯ উইকেটে ১৮৮ রান করে গুজরাট টাইটান্স।
- সানরাইজার্সকে চাপে ফেলে সামির স্পেল।
- পাওয়ার প্লে-তে ৩ ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট। সব মিলিয়ে ২১ রান দিয়ে ৪ উইকেট।
- প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করল গুজরাট টাইটান্স।
- শীর্ষ দুইও নিশ্চিত করল টাইটান্স।
-
ক্লাস-গন
তুন স্পেলে ব্রেক থ্রু দিলেন সামি। স্পেলের শেষ ওভারে ফেরালেন বিধ্বংসী ক্লাসেনকে। সব মিলিয়ে ৪ ওভারে ২১ রান দিয়ে ৪ উইকেট সামির।
-
-
ক্লাসেনের শটে চোট
ক্লাসেনের চোটে গুরুতর চোট পেলেন নুর আহমেদ। জোরালো শট গোড়ালিতে লাগে বোলার নুর আহমেদের। কোনওরকমে সাপোর্ট স্টাফের কাঁধে হাত দিয়ে মাঠ ছাড়লেন।
-
ক্লাস-এন
দলের বিপদের মুহূর্তে অর্ধশতরান। দুর্দান্ত লড়াই হেনরিখ ক্লাসেনের। ৩৫ বলে অর্ধশতরানে পৌঁছলেন।
-
পাওয়ার প্লে তে অনবদ্য সামি
প্রথম ওভারে ফিরিয়েছিলেন অনমোলপ্রীত সিংয়ের। নিজের দ্বিতীয় ওভারে ফেরালেন রাহুল ত্রিপাঠীকে। এ বারের আইপিএলে পাওয়ার প্লেতে এ মরসুমে ইতিমধ্যে ১৪ উইকেট সামির। এখানেই শেষ নয়। এ বার ফেরালেন সানরাইজার্স অধিনায়ক এইডেন মারক্রামকে।
-
-
অবশেষে…
অবশেষে আইপিএলেও সেঞ্চুরি এল শুভমন গিলের ব্যাটে। বিস্তারিত পড়ুন: আইপিএল কেরিয়ারে প্রথম, অবশেষে তিন অঙ্কে শুভমন
-
এক নজরে
- টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক।
- প্রথম ওভারেই ঋদ্ধিমান সাহার উইকেট হারায় টাইটান্স।
- শুভমন গিল-সাই সুদর্শন ১৪৭ রানের জুটি গড়ে।
- শুভমন সেঞ্চুরি করেন। সাই ৪৭। আর কোনও ২ অঙ্কের রান নেই টাইটান্স ইনিংসে।
- শেষ অবধি ৯ উইকেটে ১৮৮ রান করে টাইটান্স।
-
শুভমনের বিধ্বংসী শুরু
এ বারের আইপিএলে পঞ্চম অর্ধশতরান। মাত্র ২২ বলে হাফসেঞ্চুরিতে শুভমন গিল।
-
নজরে শুভমন
এ মরসুমে অনবদ্য ছন্দে রয়েছেন গুজরাট টাইটান্সের দুই ওপেনার ঋদ্ধিমান সাহা এবং শুভমন গিল। তরুণ ওপেনার এ মরসুমে প্রায় ৬০০ রানের কাছাকাছি। এ বার ৬০০-র মাইলফলক পেরিয়ে যাওয়ার অপেক্ষা। ঋদ্ধির শুরুটা ভালো হল না। ইনিংসের তৃতীয় বলেই স্লিপে ক্যাচ, খাতা খোলা হল না ঋদ্ধির।
-
একাদশ আপডেট
সানরাইজার্স হায়দরাবাদ : অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠি, এইডেন মার্করাম, সনবীর সিং, মার্কো জানসেন, হেনরিখ ক্লাসেন, আব্দুল সামাদ, ভুবনেশ্বর কুমার, মায়াঙ্ক মার্কন্ডে, টি নটরাজন, ফজলহক ফারুকি
গুজরাট টাইটান্স : শুভমন গিল, ঋদ্ধিমান সাহা, হার্দিক পান্ডিয়া, সাই সুদর্শন, ডেভিড মিলার, দাসুন শানাকা, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, নুর আহমেদ, মহম্মদ সামি, মোহিত শর্মা,
-
প্রস্তুত টাইটান্স
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গত বারের চ্যাম্পিয়ন। এ বারও প্লে-অফ কার্যত পাকা। আর একটা জয় মানেই সরকারিভাবে প্লে-অফ নিশ্চিত গুজরাট টাইটান্সের। আজ হায়দরাবাদকে হারিয়ে সেই লক্ষ্য পূরণেই নজর হার্দিকদের। ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports-এর এই লিঙ্কে।
Published On - May 15,2023 6:30 PM