বেঙ্গালুরু : বিরাট কোহলি শুধুই একটা নাম নয়, ভারতীয় ক্রিকেটে একটা আবেগও। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সমর্থকদের মধ্যে যতই বিভাজন হোক, দেশের জার্সিতে খেলার সময় সেই সমর্থকরাও জানেন, কঠিন পরিস্থিতি থেকে দলকে বের করতে পারেন কিং কোহলিই। রবিবার ছিল এ বারের আইপিএলে গ্রুপ পর্বের শেষ ম্যাচ। সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচও বলা যায়। মরসুমের বাকি ম্যাচগুলোর মতোই আরসিবির গ্যালারির নজর ছিল কিং কোহলির দিকেই। তাঁকে নিয়ে প্রতি ম্যাচেই নানা বার্তা চোখে পড়ে গ্যালারিতে। এটা যে শুধু বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামেই হয়েছে, তা নয়। মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি যে মাঠেই খেলতে গিয়েছেন, তাদের জন্য গ্যালারি গলা ফাটিয়েছে। আর বেঙ্গালুরুতে বিরাটকে নিয়ে বাড়তি উন্মাদনা থাকবে সেটাই প্রত্যাশিত। রবিবারের ম্যাচেও ছিল। তেমনই একটি মজার ব্যানারও চোখে পড়ল বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports -এর এই প্রতিবেদনে।
‘গ্যালারি আসলে খেলারই অঙ্গ!’ একটি রিয়্যালিটি শো-তে মজার ছলে বলা হলেও কথাটা মিথ্যে নয়। আর চিন্নাস্বামীর গ্যালারিতে অনেক মজার বার্তাই থাকে। নজর থাকে বিরাট কোহলির ব্যাটিংয়ে। এ বারের আইপিএলে রবিবার চিন্নাস্বামীতে শেষ ম্যাচ খেলল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। গ্যালারিকে হতাশ করেননি বিরাট কোহলি। উল্টোদিক থেকে ফাফ ডুপ্লেসি, ম্যাক্সওয়েলরা অন্যান্য ম্যাচের মতো ভরসা দিতে পারেননি। বিরাট কোহলি হার মানেননি। অপরাজিত শতরানে দলের স্কোর পৌঁছে দিয়েছিলেন ১৯৭ রানে।
গ্যালারিতে যতই সমর্থন থাক, বিরাটের জন্য স্পেশাল সমর্থনও থাকে। তিনি অনুষ্কা শর্মা। বাকিদের জন্য বলিউড তারকা হলেও বিরাটের কাছে স্ত্রী, বন্ধু এবং সর্বক্ষণের সঙ্গী, ভরসা করার মতো একজন। যদি কেউ পাশে না থাকেন, বিরাট জানেন একজন অন্তত তাঁর পাশে রয়েছেন। এই ম্যাচেও বিরাটের একেকটা বাউন্ডারিতে গ্যালারি থেকে ফ্লাইং কিস আসছিল অনুষ্কার থেকে। বিরাটের অর্ধশতরান, সেঞ্চুরিতে আনন্দে মাতলেন অনুষ্কাও। গ্যালারিতে মজার ব্যানার নজরে পড়ল অনুষ্কাকে নিয়েই। পাশাপাশি দাঁড়িয়ে দুই তরুণী। তাঁদের একজনের হাতে ব্যানারে লেখা-এখানে অনুষ্কার হাজব্যান্ডকে দেখতে এসেছি। অনু্ষ্কার হাজব্যান্ড অবশ্য ব্যাট হাতে গ্যালারিকে বিনোদন দিতে কার্পণ্য করেননি।