KKR, IPL 2023 : বিরাটদের বিরুদ্ধে মেগা ডুয়েলের আগে নাইটদের ট্রায়ালে বঙ্গ ব্যাটার

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Apr 05, 2023 | 9:45 PM

Kolkata Knight Riders : সুদীপ ঘরামি ছাড়া বাংলার অপর ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরণের নামও ভাসছে। সব কিছু দেখেই শ্রেয়সের বদলি কে, ঠিক করবেন চন্দ্রকান্ত পন্ডিত।

KKR, IPL 2023 : বিরাটদের বিরুদ্ধে মেগা ডুয়েলের আগে নাইটদের ট্রায়ালে বঙ্গ ব্যাটার
Image Credit source: TV9 Bangla Graphics

Follow Us

কৌস্তভ গঙ্গোপাধ্যায় : বৃহস্পতিবারের মেগা ম্যাচ ঘিরে তাতছে বঙ্গক্রিকেট। কেকেআর বনাম আরসিবি, বলা ভালো কেকেআর বনাম বিরাট- দু’ভাগ বাংলার ক্রিকেট। টিকিটের চাহিদা তুঙ্গে। আরসিবিতে রয়েছেন বাংলার দুই ক্রিকেটার- শাহবাজ আহমেদ ও আকাশদীপ। পরিচিত ইডেনে আগুন ঝরাতে তৈরি আকাশদীপ। ম্যাচের আগের দিন অনুশীলন করেননি শাহবাজ। বিরাট, ডুপ্লেসি, ম্যাক্সওয়েলরাও ব্যাটিং অনুশীলনের পাশাপাশি আড্ডা গল্পে মজলেন। বুধ সকালেই নাইট টিম ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছে, সাকিব আল হাসানের পরিবর্তে জেসন রয়কে নিয়েছে কেকেআর। আরসিবি ম্যাচ শেষের পর আমদাবাদে সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন জেসন। অধিনায়ক শ্রেয়স আইয়ার চোট পেয়ে আগেই আইপিএল থেকে ছিটকে যান। এই মরসুমে নাইটদের হয়ে ক্যাপ্টেন্সি করছেন নীতীশ রানা। বিস্তারিত TV9Bangla-য়।

শ্রেয়সের বদলি কে? একগুচ্ছ নাম ভাসছে। আরসিবি ম্যাচের আগেই কেকেআরের নেটে দেখা গেল এক বঙ্গতনয়কে। তিনি সুদীপ ঘরামি। মাঠের একেবারে ডান দিকের নেটে ব্যাটিং করলেন বাংলার এই তরুণ ব্যাটার। রঞ্জি ট্রফিতে এ বছর ভালোই ব্যাটিং করেছেন। মধ্যপ্রদেশের বিরুদ্ধে সেমিফাইনালে সেঞ্চুরিও করেছিলেন। বাঙালি ব্যাটারকে তাই ট্রায়ালে ডাকলেন নাইট রাইডার্স কোচ চন্দ্রকান্ত পন্ডিত। তিন কিংবা চার নম্বরে একজন স্পেশালিস্ট ব্যাটার চাইছে নাইট টিম ম্যানেজমেন্ট। তাই সুদীপকে এ দিন ট্রায়ালে ডাকা হয়। প্রথম বার কেকেআরের নেট সেশনে ব্যাট করতে এসে অবশ্য কিছুটা নার্ভাস দেখাল সুদীপকে।

সুদীপ ঘরামি ছাড়া বাংলার অপর ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরণের নামও ভাসছে। সব কিছু দেখেই শ্রেয়সের বদলি কে, ঠিক করবেন চন্দ্রকান্ত পন্ডিত। সাকিব কেকেআরের হয়ে না খেললেও, বাংলাদেশের লিটন দাসকে নাইটদের জার্সিতে দেখা যাবে। জাতীয় দলের হয়ে এখন আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে টেস্টে খেলছেন। টেস্ট শেষ হলেই নাইট শিবিরে যোগ দেবেন লিটন। মে মাসে আবার চলে যাবেন আয়ার্ল্য়ান্ড সফরে। বাংলাদেশের বিশ্বকাপ কোয়ালিফায়ারের সঙ্গে জড়িয়ে ওই সিরিজ‌। তাই দেশের হয়ে খেলতে যেতেই হবে লিটনকে। ফলে একজন স্পেশালিস্ট ব্য়াটারকে নিয়ে, এখন থেকেই প্রস্তুত করতে চাইছে নাইট টিম ম্য়ানেজমেন্ট।

Next Article