IPL 2023 Purple Cap : বেগুনি টুপির দৌড়ে সেরা ১০-এ নেই কেকেআর, দাপট গুজরাটের

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Apr 06, 2023 | 9:30 AM

পঞ্জাবে দুই পেসার অর্শদীপ সিং এবং নাথান এলিস নিলেন মোট ছয়টি উইকেট। নাথানের ঝুলিতে চারটি। এই পারফরম্যান্সে পার্পল ক্যাপের দৌড়ে সামিল হয়েছেন এলিস।

IPL 2023 Purple Cap : বেগুনি টুপির দৌড়ে সেরা ১০-এ নেই কেকেআর, দাপট গুজরাটের
নাথান এলিস
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: আইপিএলে (IPL 2023) আরও একটি রুদ্ধশ্বাস ম্যাচ দেখা গিয়েছে বুধবার রাতে। রাজস্থান রয়্যালস এবং পঞ্জাব কিংস টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় জয়ের খোঁজে নেমেছিল। সেই লক্ষ্যে সফল পঞ্জাব। ১৯৭ রান তাড়া করতে নেমে ৫ রান আগেই আটকে যায় রাজস্থানের ইনিংস। স্যাম কারানের বুদ্ধিদীপ্ত লাস্ট ওভার। এই ম্যাচে নজর কেড়েছেন পঞ্জাবের ওপেনার প্রভসিমরন সিং। ৩৪ বলে ৬০ রান তাঁর। অধিনায়ক শিখর ধাওয়ানের ৫৬ বলে ৮৬ রানের অপরাজিত ইনিংস। পঞ্জাবে দুই পেসার অর্শদীপ সিং এবং নাথান এলিস নিলেন মোট ছয়টি উইকেট। নাথানের ঝুলিতে চারটি। এই পারফরম্যান্সে পার্পল ক্যাপের দৌড়ে সামিল হয়েছেন এলিস। তবে শীর্ষে এখনও মার্ক উডই। আজ ঘরের মাঠে চলতি মরসুমের প্রথম ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ বিরাট কোহলি সমৃদ্ধ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তার আগে TV9 Bangla-র এই প্রতিবেদনে জেনে নিন কোন বোলাররা রয়েছেন এই পার্পল ক্যাপের দৌড়ে।

লখনউ সুপার জায়ান্টস এখনও অবধি দুই ম্য়াচ খেলেছে। একটি করে জয় ও হার। প্রথম ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মার্ক উড। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাত্র ১৪ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে গত ম্যাচে নেন তিন উইকেট। যদিও হার লখনউয়ের। দুই ম্যাচে ৮ উইকেট নিয়ে পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষেই পেসার মার্ক উড। টুর্নামেন্টে এখনও অবধি সবে ৮টি ম্যাচ হয়েছে। সুতরাং, বোলারদের তালিকায় কে শীর্ষে থাকবে এত তাড়াতাড়ি বলে দেওয়া কঠিন। মার্ক উডের সঙ্গে কিছুটা দূরত্ব থাকলেও, দৌড়ে রয়েছেন আরও অনেকেই। পাঁচ জন বোলার রয়েছেন যাঁদের উইকেট সংখ্যা পাঁচটি করে। এর মধ্যে দু-জনই টেবল টপার গুজরাট টাইটান্সের।

হার্দিকের দলের লেগ স্পিনার রশিদ খান ২ ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। পাঁচ উইকেট নিয়ে পার্পল ক্যাপের দৌড়ে রয়েছেন গুজরাট টাইটান্সের পেসার মহম্মদ সামি। পাওয়ার প্লে স্পেশালিস্ট সামি ২ ম্যাচে ৭০ রান দিয়ে ৫ উইকেট নেন। পাঁচ উইকেটের তালিকায় রয়েছেন লখনউ সুপার জায়ান্টসের লেগ স্পিনার রবি বিষ্ণোই। বুধবার রাতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে চারটি উইকেট নেওয়া নাথান এলিস রয়েছেন পাঁচ উইকেট নিয়ে পাঁচ নম্বরে।

আজ, বৃহস্পতিবার কেকেআর বনাম আরসিবি ম্যাচের পর এই তালিকায় হেরফের হওয়ার সম্ভাবনা তেমন নেই। কারণ পার্পল ক্যাপের দৌড়ে সেরা ১০-এ আরসিবি বা কেকেআরের কোনও বোলার এখনও সামিল হননি।

Next Article