KKR, IPL 2023 : নবীন উল হকের সঙ্গে হিসেব বুঝে নেবেন গুরবাজ! কী বলছেন কেকেআর ওপেনার?

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

May 18, 2023 | 10:01 PM

Kolkata Knight Riders vs Lucknow Super Giants : ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। প্রতিপক্ষ দলে রয়েছেন আফগান পেসার নবীন উল হক। তাঁর সঙ্গেই হিসেব বুঝে নিতে চান কেকেআরের ওপেনার রহমানুল্লা গুরবাজ।

KKR, IPL 2023 : নবীন উল হকের সঙ্গে হিসেব বুঝে নেবেন গুরবাজ! কী বলছেন কেকেআর ওপেনার?
Image Credit source: OWN Photograph

Follow Us

কলকাতা : প্লে-অফের দৌঁড়ে শেষ সুযোগ। আশা যদিও ক্ষীণ। একটা মরিয়া চেষ্টা তো করতেই হবে। ম্যাচের আগের দিন সাধারণত কড়া অনুশীলন করে না কোনও দলই। শনিবার ইডেনে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ। সে কারণেই লক্ষ্য ছিল বৃহস্পতিবার মূল প্রস্তুতির। যাতে ম্যাচের আগের দিন কড়া অনুশীলন না করতে হয়। যদিও সেই আশা পূরণ হল না। বিকেলের পরই বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি। ঢাকাই থাকল ইডেন। বৃষ্টি কমলেও প্রস্তুতি করা হল না কেকেআরের। শেষ অবধি ৬.৩০ নাগাদ ইডেন ছাড়েন কেকেআর ক্রিকেটাররা। আবহাওয়ার পূর্বাভাস স্বস্তিতে রাখছে না কলকাতাকে। পয়েন্ট টেবলের যা হাল, ম্যাচ ভেস্তে গেলে প্লে-অফের ক্ষীণ আশাটুকুও জলে চলে যাবে। প্রস্তুতি না হলেও এই ম্যাচ নিয়ে বাড়তি উত্তেজনা রহমানুল্লা গুরবাজের মধ্যে। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

শনিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। প্রতিপক্ষ দলে রয়েছেন আফগান পেসার নবীন উল হক। তাঁর সঙ্গেই হিসেব বুঝে নিতে চান কেকেআরের ওপেনার রহমানুল্লা গুরবাজ। কেকেআর নাইট ক্লাবে এক সাক্ষাৎকারে আফগান কিপার-ব্যাটার রহমানুল্লা গুরবাজ বলেছেন, ‘প্র্যাক্টিস ম্যাচে ও আমাকে বহু বার আউট করেছে। সুযোগ পেলেই সেটা নিয়ে কথা শোনায়। এ বার আসল সময় এসেছে। এখন তো আর প্রস্তুতি ম্যাচ নয়, আসল ম্যাচ। এ বার ওর বিরুদ্ধে বড় শট খেলব।’

এ বারের আইপিএলে নবীন উল হক পারফরম্যান্সে নয় বরং শিরোনামে এসেছেন বিরাট কোহলির সঙ্গে ঝামেলার জেরে। লখনউয়ের মাঠে জয়ের পর উচ্ছ্বাসে ফেটে পড়েছিলেন বিরাট কোহলি। এই ম্যাচেই ব্যাপক ঝামেলা হয়। গৌতম গম্ভীর বনাম বিরাট কোহলির পাশাপাশি শিরোনামে ছিল নবীন-বিরাট দ্বন্দ্বও। তবে আফগান পেসারকে পারফরম্যান্সের নিরিখে প্রশংসায় ভরিয়ে দিলেন গুরবাজ। এ মরসুমে ৬ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন নবীন। তাঁকে নিয়ে গুরবাজ বলছেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে নবীন অন্যতম সেরা পেসার। বুদ্ধিদীপ্ত এবং দক্ষতার দিক থেকেও ও দারুণ।’

Next Article