দীপঙ্কর ঘোষাল : অজিঙ্ক রাহানে জাতীয় দলে প্রত্যাবর্তন করেছেন। গত বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে বাদ পড়েছিলেন অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পূজারা। অনেক গুলো সিরিজ কেটে গিয়েছে। পূজারা ফিরলেও রাহানেকে অপেক্ষা করতে হয়েছে এত গুলো মাস। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল স্কোয়াডে জায়গা করে নিয়েছেন রাহানে। আইপিএলে বিধ্বংসী পারফরম্য়ান্সের কারণেই তাঁর কামব্য়াক হয়েছে বলে মনে করা হচ্ছে। শ্রেয়স আইয়ার ফিট থাকলে রাহানের হয়তো প্রত্যাবর্তন হত না। এখানেই প্রশ্ন। ক্রাইসিস মুহূর্তে রাহানে ফিরলে ঋদ্ধিমান সাহা নন কেন? ঋষভ পন্থের গুরুতর চোট। রিহ্য়াব শুরু করলেও আদৌ তিনি কবে মাঠে ফিরবেন, নিশ্চয়তা নেই। এমন পরিস্থিতিতে ঋদ্ধিকে কি অন্তত ফাইনালের জন্য ফেরানো যেত না? ঋদ্ধি কী বলছেন এ বিষয়ে! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
সাংবাদিক সম্মেলন শুরুর আগেই গুজরাট টাইটান্সের মিডিয়া ম্যানেজারের তরফে জানিয়ে দেওয়া হয়, আইপিএলের বাইরে কোনও প্রশ্ন করা যাবে না। ঋদ্ধিমান সাহাকে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ নিয়ে নানা প্রশ্নই করা হয়। তবে রাহানের প্রত্যাবর্তন কি অনুপ্রেরণা নয়? ঋদ্ধি বলেন, ‘রাহানে ভালো খেলেছে সুযোগ পেয়েছে।’ পাল্টা প্রশ্ন করেন, কীসের অনুপ্রেরণা, আইপিএলে ভালো খেলার? জাতীয় দল প্রসঙ্গ এড়িয়ে বলেন, ‘আমি এখন গুজরাট টাইটান্সে খেলছি, সেটাতেই ফোকাস করছি।’
এ বারের আইপিএলের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ এখনও অবধি গুজরাট টাইনান্স বনাম কলকাতা নাইট রাইডার্সই। আমেদাবাদের নরেন্দ্র স্টেডিয়ামে অ্যাওয়ে ম্য়াচে শেষ ওভারে টানা পাঁচ ছক্কা মেরে কেকেআরকে মহাকাব্যিক জয় এনে দিয়েছিলেন রিঙ্কু সিং। সেই ম্য়াচ নিয়ে কি এখনও ভাবছে গুজরাট শিবির? ঋদ্ধি বলছেন, ‘খেলার মধ্যে হার-জিত থাকেই। সেই দিনটা রিঙ্কুর ছিল। ও ভালো খেলেছে। যশ দয়াল ইয়র্কার ট্রাই করেছিল, কোনও ভাবে হয়নি। আমরা সেই ম্যাচ নিয়ে আর ভাবছি না। বরং, গত দু-ম্য়াচে যেভাবে ভালো খেলেছি, সেই ছন্দটা ধরে রাখতে চাই।’
এ বারের মরসুমে ঋদ্ধিমান সাহা অনবদ্য ফর্মে রয়েছেন। দলকে ভালো শুরু দিলেও তাঁর কাছ থেকে বড় ইনিংস আসছে না। ঋদ্ধির কথায়, ‘আমার কাজ দলে অবদান রাখা। কত রান করলাম, সেটা জরুরি নয়। ব্য়ক্তিগত লক্ষ্য নিয়ে ভাবছি না। দলের জন্য অবদান রাখতে চাই। দলকে একটা ভালো স্টার্ট দিতে পারলে, তাতেই খুশি হব।’