লখনউ: বেশ হই হই করে এগিয়ে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম সংস্করণ। আগামী ২ মাস ধরে চলবে বিনোদনে ভরপুর আইপিএল (IPL 2023)। আগামী কাল শনিবার রয়েছে আইপিএল-২০২৩ এর ডাবল হেডার। শনি-বিকেলে চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথমে সাক্ষাৎ হবে আরসিবি ও দিল্লির। এরপর শনিবারের ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ও শিখর ধাওয়ানের পঞ্জাব কিংস (Punjab Kings)। দু’টি দলই এখনও অবধি ৪টি করে ম্যাচে খেলেছে। লখনউ তাদের শেষ ২টি ম্যাচে জিতেছিল। পঞ্জাব তাদের শেষ ২টি ম্যাচে হেরেছে। ফলে একদিকে পঞ্জাব চাইবে হারের হ্যাটট্রিক আটকাতে। অন্যদিকে লখনউ চাইবে জয়ের ধারা বজায় রাখতে। TV9Bangla Sports-র এই প্রতিবেদনে জেনে নিন কখন, কীভাবে দেখবেন আইপিএল-১৬-র লখনউ বনাম পঞ্জাবের ম্যাচ।
হেড টু হেডে নজর দিলে দেখা যাবে এর আগে আইপিএলের মঞ্চে গত মরসুমে ১ বার মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে জিতেছিল লখনউ। এ বার দেখার নতুন মরসুমে লখনউকে কি টেক্কা দিতে পারবে পঞ্জাব?
লখনউ সুপার জায়ান্টস বনাম পঞ্জাব কিংসের ম্যাচটি কবে হবে?
লখনউ সুপার জায়ান্টস বনাম পঞ্জাব কিংসের ম্যাচটি (১৫ এপ্রিল) আগামী কাল, শনিবার হবে।
লখনউ সুপার জায়ান্টস বনাম পঞ্জাব কিংসের ম্যাচটি কোথায় হবে?
লখনউ সুপার জায়ান্টস বনাম পঞ্জাব কিংসের ম্যাচটি লখনউয়ের ভারত রত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে হবে।
লখনউ সুপার জায়ান্টস বনাম পঞ্জাব কিংসের ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে লখনউ সুপার জায়ান্টস বনাম পঞ্জাব কিংসের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। ম্যাচের আগে ৭টা নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে লখনউ সুপার জায়ান্টস বনাম পঞ্জাব কিংসের ম্যাচের লাইভ স্ট্রিমিং?
লখনউ সুপার জায়ান্টস বনাম পঞ্জাব কিংসের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়া দর্শকরা জিও সিনেমা অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং। পাশাপাশি আইপিএল ২০২৩ এর প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।