AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

LSG vs SRH Highlights, IPL 2023 : হায়দরাবাদকে লো স্কোরিং ম্যাচে হারাল লখনউ

| Edited By: | Updated on: Apr 07, 2023 | 11:18 PM
Share

Lucknow Super Giants vs Sunrisers Hyderabad Live Score in Bengali : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১৬তম সংস্করণে আজ লখনউয়ের একানা স্টেডিয়ামে মুখোমুখি লখনউ সুপার জায়ান্টস ও সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচের পুঙ্খানুপুঙ্খ আপডেটের জন্য় নজর রাখুন এই পেজে।

LSG vs SRH Highlights, IPL 2023 : হায়দরাবাদকে লো স্কোরিং ম্যাচে হারাল লখনউ
গ্রাফিক্স: টিভি৯ বাংলা

লখনউ: ঘরের মাঠে জোড়া জয় লখনউ সুপার জায়ান্টসের। সানরাইজার্স হায়দরাবাদকে ৫ উইকেটে হারিয়ে জয়ে ফিরলেন লোকেশ রাহুলরা। লখনউয়ের একানা স্টেডিয়ামে হায়দরাবাদের ক্যাপ্টেন্সিতে বদল হয়। এডেন মার্করামের নেতৃত্বেও ভাগ্য ঘুরল না হায়দরাবাদের। প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১২১ রান তোলে সানরাইজার্স। জবাবে ২৪ বল বাকি থাকতেই ৫ উইকেটে ম্যাচ জিতেছে লখনউ। ব্যাটে-বলে অনবদ্য পারফরম্যান্স ক্রুণাল পান্ডিয়ার। জোড়া হারে বিপাকে হায়দরাবাদ।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 07 Apr 2023 11:14 PM (IST)

    এক নজরে

    ১. ৫ উইকেটে ঘরের মাঠে জিতল লখনউ সুপার জায়ান্টস

    ২. টানা দ্বিতীয় হার সানরাইজার্স হায়দরাবাদের

    ৩. প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১২১ রান তোলে হায়দরাবাদ

    ৪. সর্বাধিক ৪১ বলে ৩৫ রান রাহুল ত্রিপাঠীর

    ৫. সর্বাধিক তিন উইকেট নিয়েছেন ক্রুণাল পান্ডিয়া

    ৬.  ২টি উইকেট অমিত মিশ্রার

    ৭. রান তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১২৭ রান ওঠে লখনউয়ের খাতায়

    ৮. সর্বাধিক ৩১ বলে ৩৫ রান লোকেশ রাহুলের

    ৯. ৩৪ রানের ইনিংস খেললেন ক্রুণাল

    ১০. ২৩ রান দিয়ে দুটি উইকেট আদিল রশিদের

  • 07 Apr 2023 10:51 PM (IST)

    ৫ উইকেটে জিতল লখনউ

    ঘরের মাঠে দ্বিতীয় জয় লখনউ সুপার জায়ান্টসের। ৫ উইকেটে হায়দরাবাদকে হারিয়ে ম্যাচ জিতলেন লোকেশ রাহুলরা।

  • 07 Apr 2023 10:42 PM (IST)

    জোড়া উইকেট রশিদের

    পরের বলেই রশিদ ফেরালেন নতুন ব্যাটার রোমারিও শেফার্ডকে। পাঁচ উইকেট খোয়াল লখনউ।

  • 07 Apr 2023 10:39 PM (IST)

    আউট রাহুল

    আদিল রশিদের বলে এলবিডব্লিউ হয়ে ফিরলেন লোকেশ রাহুল। ৩১ বলে ৩৫ রান। ১৪.১ ওভারে ১১২ রান।

  • 07 Apr 2023 10:27 PM (IST)

    আউট ক্রুণাল

    ২৩ বলে ৩৪ রান করে ফিরলেন ক্রুণাল। জুটি ভাঙলেন উমরান মালিক। একইসঙ্গে ১২.২ ওভারে ১০০-র গণ্ডি ছুঁয়েছে লখনউ।

  • 07 Apr 2023 10:13 PM (IST)

    ১০ ওভারে ৮০ রান

    ১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৮২ রান তুলেছে লখনউ সুপার জায়ান্টস।

  • 07 Apr 2023 09:54 PM (IST)

    আউট হুডা

    ভুবনেশ্বর কুমারের বলে তাঁরই হাতে ক্যাচ দিয়ে ফিরলেন দীপক হুডা। ৮ বলে ৭ রান। ৬ ওভারে ৪৫ রান লখনউয়ের।

  • 07 Apr 2023 09:44 PM (IST)

    আউট মেয়ার্স

    কাইল মেয়ার্সকে ফেরালেন ফজলহক ফারুকি। মায়াঙ্ক আগরওয়ালকে ক্যাচ দেন মেয়ার্স। ১৪ বলে ১৩ রান। ৪.৩ ওভারে ৩৫/১।

  • 07 Apr 2023 09:37 PM (IST)

    ৩ ওভারে ২৯ রান

    বিনা উইকেট খুইয়ে ৩ ওভারে ২৯ রান তুলল লখনউ সুপার জায়ান্টস।

  • 07 Apr 2023 09:27 PM (IST)

    লখনউয়ের ইনিংস শুরু

    রান তাড়ায় নামলেন কাইল মেয়ার্স এবং লোকেশ রাহুল। বল হাতে ভুবনেশ্বর কুমার।

  • 07 Apr 2023 09:09 PM (IST)

    ২০ ওভারে ১২১ রান

    নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১২১ রান তুলল হায়দরাবাদ। শেষ ওভারে এসেছে ১৩ রান।

  • 07 Apr 2023 09:04 PM (IST)

    অষ্টম উইকেটের পতন

    শেষ ওভারের প্রথম বলে রান আউট আবদুল সামাদ।

  • 07 Apr 2023 09:00 PM (IST)

    সপ্তম উইকেটের পতন

    ওভারে শেষ বলে আদিল রশিদকে ফেরালেন অমিত মিশ্র। সপ্তম উইকেট হারাল হায়দরাবাদ।

  • 07 Apr 2023 08:56 PM (IST)

    ১০০-র গণ্ডি পার হায়দরাবাদের

    ১০০ রানের গণ্ডি পার করল সানরাইজার্স হায়দরাবাদ। ১৮ ওভারে ১০২/৫।

  • 07 Apr 2023 08:55 PM (IST)

    আউট সুন্দর

    ১৮.৩ ওভারে ওয়াশিংটন সুন্দরকে ফেরালেন অমিত মিশ্রা। দীপক বুডার হাতে ক্যাচ।

  • 07 Apr 2023 08:53 PM (IST)

    পঞ্চম উইকেটের পতন

    ১৭.২ ওভারে পঞ্চম উইকেটের পতন হায়দরাবাদের। ৩৪ রান করে যশ ঠাকুরের বলে ফিরলেন ত্রিপাঠী। হায়দরাবাদের স্কোর ৯৪/৫।

  • 07 Apr 2023 08:44 PM (IST)

    ১৫ ওভারে ৮৩/৪

    মন্থর গতিতে এগোচ্ছে হায়দরাবাদের ইনিংস। ১৫ ওভারে স্কোর ৪ উইকেট খুইয়ে ৮৩। ক্রিজে রাহুল ত্রিপাঠী এবং ওয়াশিংটন সুন্দর।

  • 07 Apr 2023 08:30 PM (IST)

    ১০ ওভারে ৬৩/৪

    ১০ ওভার শেষে হায়দরাবাদের স্কোর ৬৩/৪।

  • 07 Apr 2023 08:19 PM (IST)

    আউট হ্যারি ব্রুক

    হ্যারি ব্রুককে সাজঘরের পথ দেখালেন রবি বিষ্ণোই। ৪ বলে ৩ রান। চতুর্থ উইকেট হারাল হায়দরাবাদ।

  • 07 Apr 2023 08:14 PM (IST)

    গোল্ডেন ডাক ক্যাপ্টেন

    এলেন আর ফিরলেন। প্রথম বলে হায়দরাবাদ ক্যাপ্টেন এডেন মার্করামকে ফেরালেন ক্রুণাল পান্ডিয়া। হায়দরাবাদ ৮ ওভার শেষে ৫০/৩।

  • 07 Apr 2023 08:04 PM (IST)

    ৬ ওভারে ৪৩/১

    পাওয়ার প্লে ওভার শেষ। প্রথম ৬ ওভারে সানরাইজার্সের স্কোর ৪৩/১।

  • 07 Apr 2023 08:00 PM (IST)

    ক্রুণালের দ্বিতীয় ধাক্কা

    অনমোলপ্রীত সিংকে এলবিডব্লিউ ক্রুণালের। আম্পায়ার আউট দেন। রিভিউ নিয়েছিল হায়দরাবাদ। কিন্তু শেষরক্ষা হল না।

  • 07 Apr 2023 07:46 PM (IST)

    আউট মায়াঙ্ক

    মায়াঙ্ক আগরওয়ালকে ফেরালেন ক্রুণাল পান্ডিয়া। একস্ট্রা কভারে স্টইনিংসের হাতে ক্যাচ। ৭ বলে ৮ রান। সানরাইজার্সের স্কোর ৩ ওভারে ২১/১। নতুন ব্যাটার রাহুল ত্রিপাঠী।

  • 07 Apr 2023 07:32 PM (IST)

    শুরু ম্যাচ

    সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ওপেনিংয়ে মায়াঙ্ক আগরওয়াল ও আনমোলপ্রীত সিং। বল হাতে কাইল মেয়ার্স।

  • 07 Apr 2023 07:22 PM (IST)

    অসুস্থ উড

    জ্বরে কাবু মার্ক উড। যে কারণে বিশ্রাম দেওয়া হয়েছে তাঁকে। গত ম্যাচে চোট পেয়েছিলেন আবেশ খান। প্লেয়িং ইলেভেন থেকে বাদ পড়লেও ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকায় রয়েছেন আবেশ।

  • 07 Apr 2023 07:20 PM (IST)

    লখনউ সুপার জায়ান্টস একাদশ

    লখনউ দলে চমক। দলে নেই মার্ক উড। হায়দরাবাদের বিরুদ্ধে খেলছেন না কুইন্টন ডি’কক।

    লোকেশ রাহুল, কাইল মেয়ার্স, দীপক হুডা, মার্কাস স্টইনিস, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড, ক্রুণাল পান্ডিয়া, অমিত মিশ্র, যশ ঠাকুর, জয়দেব উনাদকট, রবি বিষ্ণোই

    ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকা: আয়ুষ বাদোনি, স্বপ্নিল সিং, ড্যানিয়েল সামস, প্রেরক মানকাড, আবেশ খান

  • 07 Apr 2023 07:11 PM (IST)

    হায়দরাবাদের একাদশ

    হায়দরাবাদ টিমে তিনটি পরিবর্তন। বাদ পড়লেন অভিষেক, গ্লেন ফিলিপস এবং ফজলহক ফারুকি।

    মায়াঙ্ক আগরওয়াল, আনমোলপ্রীত সিং (উইকেটকিপার), রাহুল ত্রিপাঠী, হ্যারি ব্রুক, এডেন মার্করাম (অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, আবদুল সামাদ, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, উমরান মালিক, আদিল রশিদ

    ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকা: হেনরিক ক্লাসেন, ফজলহক ফারুকি, মায়াঙ্ক মার্কন্ডে, মায়াঙ্ক ডাগর, মার্কো জেনসেন।

  • 07 Apr 2023 07:02 PM (IST)

    টস আপডেট

    একানা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত সানরাইজার্স হায়দরাবাদের ক্যাপ্টেন এডেন মার্করামের।

  • 07 Apr 2023 06:38 PM (IST)

    প্রথম জয়ের লক্ষ্যে সানরাইজার্স

    লখনউয়ে আজ সূর্যোদয় হবে? তৈরি নিজামের শহরের দল

  • 07 Apr 2023 06:34 PM (IST)

    ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচ

    ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচ লখনউয়ের। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হারের ধাক্ক কাটিয়ে জয়ে ফিরবেন লোকেশ রাহুলরা?

Published On - Apr 07,2023 6:30 PM