লখনউ : আইপিএল শেষ হলে কয়েকটা দিনের অপেক্ষা। তারপরই রয়েছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। টানা দ্বিতীয় বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। উদ্বোধনী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। ফাইনালে নিউজিল্য়ান্ডের কাছে হারে ভারত। এ বার ফাইনালে ভারতের সামনে অস্ট্রেলিয়া। আইপিএলের ফাইনাল ২৮ মে। মাঝে মাত্র কয়েকটা দিন। ৭-১১ জুন লন্ডনের ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ভারত। ইতিমধ্যেই দু-দলই স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। ভারতীয় শিবিরে চিন্তা বাড়ল লোকেশ রাহুলের চোটে। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
Wishing a speedy recovery to @klrahul
See you back on the field soon ????#TATAIPL | #LSGvRCB pic.twitter.com/2DPo7W2OuK
— IndianPremierLeague (@IPL) May 1, 2023
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দ্বিতীয় ওভারেই লখনউ শিবিরে ধাক্কা। আরসিবি ইনিংসের দ্বিতীয় ওভারে থাই মাসলে চোট পান লখনউ অধিনায়ক লোকেশ রাহুল। দ্বিতীয় ওভারের শেষ বলে অনবদ্য ড্রাইভ আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসির। বাউন্ডারি লাইনে ডাইভ দিয়ে গুরুতর চোট লোকেশ রাহুলের। সঙ্গে সঙ্গে ডাগ আউটের দিকে ইঙ্গিত করেন তাঁর পক্ষে খেলা চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাঁর জন্য স্ট্রেচারও আনা হয়। স্ট্রেচারে না উঠলেও কোনওরকমে সাপোর্ট স্টাফের কাঁধে হাত রেখে মাঠ ছাড়েন লোকেশ রাহুল। তিনি ব্য়াট হাতে নামবেন না বলেই খবর।
See you back on the field soon @JDUnadkat
Wishing a quick recovery to the left-arm pacer ????#TATAIPL | #LSGvRCB pic.twitter.com/w57d7DMadN
— IndianPremierLeague (@IPL) May 1, 2023
আগের দিনই অনুশীলনে গুরুতর চোট পেয়েছেন জয়দেব উনাদকাট। বোলিংয়ে ল্যান্ডিংয়ের সময় কাঁধে চোট লাগে। লোকেশ রাহুলের পাশাপাশি বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের স্কোয়াডে রয়েছেন বাঁ হাতি পেসার জয়দেব উনাদকাটও। ভারতীয় শিবিরে চিন্তা বাড়ল সন্দেহ নেই। লাল বলে অনবদ্য ছন্দে ছিলেন জয়দেব উনাদকাট। তাঁর নেতৃত্বে রঞ্জি ট্রফি চ্য়াম্পিয়ন হয়েছে সৌরাষ্ট্র। উনাদকাট দুর্দান্ত পারফর্ম করেছিলেন। লোকেশ রাহুল অবশ্য বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম দু-ম্য়াচে রান পাননি। শেষ দুই টেস্টে সুযোগ পাননি। তবে আইপিএলে ক্রমশ ছন্দে ফিরছিলেন রাহুল। ইংল্য়ান্ডের পিচে রাহুলের মতো অভিজ্ঞ ব্য়াটারকে খুবই প্রয়োজন। তাঁকে ব্য়াক আপ কিপার হিসেবেও রাখা হয়েছে। এমনিতেই ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ারের মতো দুই ক্রিকেটার না থাকায় মিডল অর্ডার নিয়ে চাপে ভারত।