Mahendra Singh Dhoni : পাঁচ বলের জন্য নামলেন, নতুন মাইলফলকে মাহি

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Apr 03, 2023 | 9:53 PM

Chennai Super Kings vs Lucknow Super Giants: সাত নম্বর জার্সির মাহি নামলেন সাত নম্বরে। সকলের মধ্যে একটাই আপশোস, ধোনি কেন আগে নামেন না?

Mahendra Singh Dhoni : পাঁচ বলের জন্য নামলেন, নতুন মাইলফলকে মাহি
Image Credit source: IPL

Follow Us

চেন্নাই : দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন। সমর্থকরাও অপেক্ষায় ছিলেন, কতক্ষণে মহেন্দ্র সিং ধোনি মাঠে নামবেন। অবশেষে পাঁচ বল বাকি থাকতে ব্য়াটিংয়ে নামলেন মহেন্দ্র সিং ধোনি। প্রথম বলেই স্কোয়ার কাটে ওভার বাউন্ডারি। পরের বলে পুল শটে আরও একটা ছয়। এর সঙ্গেই নতুন মাইলফলকে পৌঁছলেন মহেন্দ্র সিং ধোনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ৫ হাজার রানের মাইলফলকে পৌঁছলেন মহেন্দ্র সিং ধোনি। সাত নম্বর জার্সির মাহি নামলেন সাত নম্বরে। সকলের মধ্যে একটাই আপশোস, ধোনি কেন আগে নামেন না? আগে নামলে হয়তো আরও বড় রানের ইনিংস খেলতে পারতেন। ইনিংসের শেষ ওভারে প্রতি বলে শট খেলা ছাড়া বিকল্প থাকে না। জোড়া ছক্কা মারার পরই, হ্যাটট্রিকের চেষ্টা করেছিলেন। যদিও ব্য়াটে-বলে সংযোগ ঠিকঠাক হল না। ৩ বলে ১২ রানে আউট মাহি। বিস্তারিত TV9Bangla-য়।

মাহি ব্যাট হাতে নামছেন…। দীর্ঘ সময় পর এই দৃশ্য দেখার সুযোগ হল চিপকের গ্য়ালারির। অপেক্ষা কিছুতেই কমছিল না। শেষ ওভারে মাত্র পাঁচ বলের জন্য হলেও নামলেন। তিন বল খেললেও মাহি মুগ্ধতা। ছয় মেরে ইনিংস শুরু করেন। পরের বলেও ছয়। মাহি মাঠে নামার সময় গ্যালারি দাঁড়িয়ে। একটা ছয় মারতেই সমস্ত মোবাইলের ফ্লাশ লাইট জ্বলে উঠল। মাহির ব্য়াটেও হাজার ওয়াটের আলো। তিন নম্বর ছয়টা যদিও এল না। খুবই সম্ভাবনা ছিল। তবে প্রথম দুটি ছয়েই ৫ হাজার রানের মাইলফলকে। এই মাইলফলকে পৌঁছনোর জন্য ৮ রান প্রয়োজন ছিল মহেন্দ্র সিং ধোনির। জোড়া ছক্কায় এই রান পেরিয়ে গেলন।

পঞ্চম ভারতীয় ব্য়াটার হিসেবে আইপিএলে ৫ হাজারের বেশি রান ধোনির। বাকিদের সঙ্গে তাঁর বিরাট ফারাক। মাহির ব্য়াটিং অর্ডার। সাধারণত চারের পরেই নামেন। এই ম্যাচেও নামলেন সাত নম্বরে। এত নীচে নেমে পাঁচ হাজার রান মুখের কথা নয়। গত ম্যাচে ৭ বলে ১৪ রানের ক্যামিও খেলেছিলেন। এ বার ৩ বলে ১২ রানের ক্যামিও।

Next Article