কলকাতা: টানাপোড়েনের ফলাফল মিলল। কিন্তু তা যে চাপ বাড়িয়ে দেবে, কে জানত! পঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএলের প্রথম ম্যাচেই হেরে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। চোট-আঘাতে টিম জর্জরিত। তার উপর প্রথম একাদশ বাছাই নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারের পিঠের চোট সমস্যা বাড়িয়ে দিয়েছে টিমের। নতুন নেতা নীতীশ রানা যে পরিণত নন, তার প্রমাণও মিলেছিল। এই পরিস্থিতিতে টিমের ভোল বদলাতে পারেন কিছু অভিজ্ঞ ক্রিকেটার। আশা করা হয়েছিল, সিনিয়র এক প্লেয়ারকে পেলে টিমের ব্যাটিং ও বোলিং গভীরতা বাড়বে। তা বোধহয় হবে না। কেকেআর শিবির থেকে এখনও ‘কনফার্ম’ করা না হলেও তারকা ক্রিকেটারকে এ বারের আইপিএলে হয়তো পাচ্ছে না শাহরুখ খানের টিম। ৬ এপ্রিল ঘরের মাঠে বিরাট কোহলির আরসিবির বিরুদ্ধে খেলা। ইডেনে কোথায় ফুরফুরে আন্দ্রে রাসেল, নীতীশ রানাদের দেখা মিলবে তা নয়, মাঠে নামার আগেই বেশ চাপে কেকেআর। কেন? তুলে ধরল TV9 Bangla।
সমস্যা সাকিব আল হাসানকে নিয়ে। বাংলাদেশের অলরাউন্ডার কেকেআর টিমের সঙ্গে যোগ দিতে চলেছেন, এমন খবর ছড়িয়ে পড়েছিল। কিন্তু প্রথম ম্যাচের আগে তাঁকে পাওয়া যায়নি। কবে যোগ দেবেন সাকিব, এই প্রশ্ন যখন উঠতে শুরু করেছে, তখন জানা যাচ্ছে, বাংলাদেশি অলরাউন্ডারকে এই আইপিএলে হয়তো বেগুনি জার্সিতে দেখাই যাবে না। আন্তর্জাতিক দায়বদ্ধতা ও ব্যক্তিগত কারণে তিনি এ বারের আইপিএল খেলতে রাজি নন। তাঁর এই সিদ্ধান্ত বেশ চাপে ফেলে দিয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্টকে। অবশ্য আর এক বাংলাদেশি ক্রিকেটার লিটন দাস এই সপ্তাহেই টিমৈর সঙ্গে যোগ দিতে চলেছেন, এমন বলা হচ্ছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগেই জানিয়েছিল, আইপিএলের জন্য সাকিব ও লিটনকে ছাড়লেও ৮ এপ্রিল থেকে ১ মে-র পর আর তাঁরা আইপিএল খেলতে পারবেন না। দেশের হয়ে ওয়ান ডে সিরিজ খেলতে হবে। যা খানিকটা হলেও চাপে ফেলে দিয়েছিল কেকেআরকে। কিন্তু এই পরিস্থিতিতে কী করবেন নাইটরা, তা এখনও বোঝা যাচ্ছে না। টিমের তরফে তাই এখনও কোনও বিবৃতি জারি করা হয়নি।