চেন্নাই : পুস্পা রাজ, ঝুকেগা নেহি…। চিপকেও রাজ করলেন। তবে পুস্পা নন। চেন্নাই সুপার কিংসের তরুণ ওপেনার ঋতু-রাজ। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে উদ্বোধনী ম্য়াচেও অনবদ্য ইনিংস খেলেছিলেন ঋতুরাজ গায়কোয়াড়। সেই ম্য়াচে অবশ্য় সঙ্গী পাননি। ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ফর্ম জারি রাখলেন ঋতুরাজ গায়কোয়াড়। লখনউ সুপার জায়ান্টস প্রথম ম্য়াচে দিল্লি ক্য়াপিটালসকে বড় বন্য়বধানে হারিয়েছিল। ব্য়াটিংয়ে কাইল মেয়ার্স, নিকোলাস পুরানরা ভালো খেলেন। কিন্তু ম্যাচের রং পাল্টে দিয়েছিলেন মার্ক উড। পাওয়ার প্লে-র শেষ ওভারে জোড়া উইকেট নিয়েছিলেন মার্ক উড। ম্য়াচে সব মিলিয়ে পাঁচ উইকেট। এ দিন মার্ক উডের বিরুদ্ধেও ভয়ডরহীন ব্য়াটিং ঋতুরাজের। আর তা দেখে গ্যালারিতে সমর্থকরা মেতে উঠলেন ঝুকেগা নেহি সেলিব্রেশনে। টানা দ্বিতীয় ম্যাচে হাফসেঞ্চুরি ঋতুরাজ গায়কোয়াড়ের। ২৫ বলে অর্ধশতরানে পৌঁছান ঋতু। বিস্তারিত TV9Bangla-য়।
ঋতুরাজ-কনওয়ে জুটিতে দারুণ গতিতে এগোচ্ছিল চেন্নাই সুপার কিংস। খুব তাড়াতাড়ি শতরানের গণ্ডিও পেরোয় চেন্নাই সুপার কিংস। ঋতুরাজকে থামানো ক্রমশ কঠিন হয়ে পড়ছিল লখনউ সুপার জায়ান্টসের জন্য। ছন্দপতন লেগ স্পিনারের বিরুদ্ধে। আক্রমণাত্মক মেজাজে ছিলেন ঋতু। রবি বিষ্ণোইয়ের বোলিংয়েও আক্রমণের পথ বেছে নেন। কিন্তু মিস হিট হওয়ায় শর্ট থার্ড ম্যানের দিকে ক্যাচ ওঠে। কঠিন একটা ক্যাচ নেন মার্ক উড। ঋতুরাজের স্বপ্নের ফর্ম জারি থাকলেও গত ম্য়াচের মতো বিশাল স্কোর এল না। ৫৭ রানে ফিরলেন ঋতুরাজ। ততক্ষণে অবশ্য দলের ভিত মজবুত করেছেন।
একটার সঙ্গে একটা ফ্রি! ক্রিকেটে এমনটা হয়েই থাকে। একটা উইকেট পড়লে দ্রুত আরও একটা উইকেটও পড়তে দেখা যায়। চেন্নাই শিবিরেও তাই হল। ঋতুরাজ-কনওয়ে তৃতীয় বার শতরানের জুটি গড়েন। ঋতু আউট হতেই কনওয়ে যেন দিশা হারালেন। ক্রুনাল পান্ডিয়ার ফরোয়ার্ড ডাইভিং ক্যাচে ফিরলেন কনওয়ে। মার্ক উড উইকেট নেন। মাত্র ৮ রানের ব্য়বধানে আউট হয়ে ফেরেন ঋতুরাজ গায়কোয়াড় এবং ডেভন কনওয়ে।