PBKS vs DC Live Streaming, IPL 2023 : জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

May 16, 2023 | 7:30 PM

Punjab Kings vs Delhi Capitals, IPL Live Streaming: ১৬তম আইপিএলে আগামী কাল রয়েছে পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ। পঞ্জাবের হোম ম্যাচ। যদিও ম্যাচটি খেলা হবে সুদৃশ্য ধর্মশালার মাঠে।

PBKS vs DC Live Streaming, IPL 2023 : জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ
গ্রাফিক্স: টিভি৯ বাংলা

Follow Us

কলকাতা: দিল্লি ক্যাপিটালসের প্লে অফের আশা শেষ হয়ে গিয়েছে। লিগ পর্বের বাকি দুটি ম্যাচে জিতলেও মিরাকল ছাড়া দিল্লির প্লে অফে ওঠার সম্ভাবনা নেই (IPL 2023)। বুধবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ডেভিড ওয়ার্নারদের। দিল্লির আশা শেষ হলেও প্লে অফের দৌড়ে টিকে রয়েছে পঞ্জাব কিংস। বর্তমানে শিখর ধাওয়ানরা রয়েছে ১২ পয়েন্টে, হাতে দুটি ম্যাচ। দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বাকি দুটি ম্যাচ জিতে ১৬ পয়েন্টে পৌঁছনোর টার্গেট রাখছেন শিখর ধাওয়ানরা (PBKS vs DC)। তেমনটা হলে সিএসকে, লখনউ সুপার জায়ান্টস, মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে প্লে অফে ওঠার দাবিদার হয়ে উঠবেন ধাওয়ানরা। একইসঙ্গে বাকি দুটি ম্যাচ থেকে নেট রান রেট বাড়িয়ে নেওয়ার তাগিদও থাকবে। প্লে অফের দৌড়ে থাকা সাতটি দলের মধ্যে পঞ্জাবের নেট রান রেট (-০.২৬৮) সবচেয়ে কম। বুধবারের ম্যাচে পঞ্জাবকে হারিয়ে দিলে দিল্লি নিজেদের পাশাপাশি আরও একটি টিমকে প্লে অফের দৌড় থেকে ছিটকে দেবে। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন কখন, কীভাবে দেখবেন আইপিএল-১৬-র পঞ্জাব বনাম দিল্লি ম্যাচ।

পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচটি কবে হবে?

পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচটি (১৭ মে) আগামী কাল, বুধবার হবে।

পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচটি কোথায় হবে?

পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচটি খেলা হবে ধর্মশালা স্টেডিয়ামে (ধর্মশালা পঞ্জাবের দ্বিতীয় হোম গ্রাউন্ড)।

পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। ম্যাচের আগে ৭টা নাগাদ টস হবে।

কোথায় দেখা যাবে পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের লাইভ স্ট্রিমিং?

পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচটির সরাসরি সম্প্রচার দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়া দর্শকরা জিও সিনেমা অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং (Live streaming) । পাশাপাশি আইপিএল ২০২৩ এর প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।