PBKS vs DC IPL 2023 Match Prediction : ছিটকে যাওয়া দিল্লি এখন বাকিদের ভরসা!

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

May 17, 2023 | 10:00 AM

Punjab Kings vs Delhi Capitals Preview : এই ম্যাচে পরীক্ষার পথে হাটতে পারে দিল্লি ক্যাপিটালস। প্লে-অফের দৌড় শেষ। এখন বাকি দু-ম্যাচে অন্যদের সুযোগ দেওয়াই লক্ষ্য থাকবে। তেমনই ভয়ডরহীন ক্রিকেটেও নজর থাকবে।

PBKS vs DC IPL 2023 Match Prediction : ছিটকে যাওয়া দিল্লি এখন বাকিদের ভরসা!
Image Credit source: twitter

Follow Us

দীপঙ্কর ঘোষাল : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গ্রুপ পর্ব শেষের দিকে। প্রতিটা ম্যাচই এখন নকআউট। একটা হার মানেই…। এখনও অবধি গুজরাট টাইটান্স ছাড়া কোনও দলই প্লে-অফে একশো শতাংশ নিশ্চিত নয়। কিন্তু সানরাইজার্স হায়দরাবাদ এবং দিল্লি ক্যাপিটালস প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে তা একশো শতাংশই নিশ্চিত। ছিটকে গেলেও বাকি দলের কাছে অনেক বড় ভরসা এখন দিল্লি ক্যাপিটালসই। তারা যাকে হারাবে সেই দলের রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। ফলে অন্য কোনও না কোনও দলের সুবিধা হবে। যদিও দিল্লির ধারাবাহিকতা না থাকাটাই চাপের। আবার অন্য দিক থেকে দেখলে, দিল্লি ক্যাপিটালসের হারানোর কিছু নেই। এরকম পরিস্থিতিতে ভালো পারফরম্যান্স বেরিয়ে আসতেই পারে। কেন না প্লেয়াররা অনেক খোলা মনে খেলতে পারবেন। ধর্মশালায় আজ দিল্লি ক্যাপিটালস নামছে পঞ্জাব কিংসের বিরুদ্ধে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ প্রিভিউ TV9Bangla Sports-এ।

পয়েন্ট টেবলে পঞ্জাব কিংসও খুব ভালো জায়গায় রয়েছে তা নয়। তবে অঙ্কের বিচারে এখনও তাদের সুযোগ রয়েছে প্লে-অফে যাওয়ার। তার জন্য বাকি দু-ম্যাচেই বিশাল বড় ব্যবধানে জিততে হবে। নেট রানরেটের দিক থেকেও অনেকটা পিছিয়ে রয়েছে পঞ্জাব কিংস। সে কারণেই বাকি দু-ম্যাচে বড় জয় প্রয়োজন। আজ পঞ্জাব কিংসের হোম ম্যাচ। তবে মোহালি নয়, ধর্মশালার প্রাকৃতিক সৌন্দর্যে খেলবে তারা। গত ম্যাচেও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেই খেলেছে পঞ্জাব কিংস। পরপর একই দলের বিরুদ্ধে ম্যাচ। গত ম্যাচে প্রভসিমরন সিংয়ের সেঞ্চুরি এবং বোলিংয়ে বাঁ হাতি স্পিনার হরপ্রীত ব্রার ও রাহাুল চাহারের অনবদ্য পারফরম্যামন্সে ৩১ রানে জিতেছে পঞ্জাব কিংস।

হোম ম্যাচ হলেও ধর্মশালার পরিস্থিতিতে পঞ্জাব কিংসকে এগিয়ে রাখা যাচ্ছে না। কার্যত দু-দলের কাছেই নতুন ম্যাচ। এখানে সুইং বোলাররা সাধারণত বাজিমাত করে থাকেন। দিল্লির পেস বোলিং আক্রমণ খুবই ভালো। তবে এই ম্যাচে পরীক্ষার পথে হাটতে পারে দিল্লি ক্যাপিটালস। প্লে-অফের দৌড় শেষ। এখন বাকি দু-ম্যাচে অন্যদের সুযোগ দেওয়াই লক্ষ্য থাকবে। তেমনই ভয়ডরহীন ক্রিকেটেও নজর থাকবে। দিল্লি এই ম্যাচে জিতলে বেশ কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলবে প্লে-অফের দৌড়ে থাকা অন্য দলগুলি।

Next Article