মোহালি: পঞ্জাব কিংস বনাম লখনউ সুপার জায়ান্টস। শুক্রবারের ম্যাচে (IPL 2023) মোহালির পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনে মাঠে মুখোমুখি দুই দল। সাতটি ম্যাচ খেলে চারটিতে জয় ও তিনটি ম্যাচে হেরেছে উভয় টিম। লখনউ ঘরের মাঠে শেষ ম্যাচে হেরে বসেছিল গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে। এখনও চর্চায় লোকেশ রাহুলের স্ট্রাইক রেট। মোহালির সঙ্গে রাহুলের স্মৃতি জড়িয়ে (PBKS vs LSG)। পঞ্জাব কিংসের হয়ে খেলেছেন বহুদিন। এই মাঠেই আইপিএলের দ্রুতত অর্ধশতরান করেছিলেন। আজ, শুক্রবারের ম্যাচে পঞ্জাবে বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক তিনি। চলতি মরসুমের প্রথম সাক্ষাতে অল্পের জন্য হেরে গিয়েছিল পঞ্জাব। বিস্তারিত TV9 Bangla Sports -এর এই প্রতিবেদনে।
নিয়মিত অধিনায়ক শিখর ধাওয়ানকে ছাড়াই ম্যাচ জিতছে পঞ্জাব কিংস। শেষ ম্যাচে অ্যাওয়ে ম্যাচে তারা হারিয়েছে পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে। ধাওয়ানের অনুপস্থিতিতে অনভিজ্ঞ টপ অর্ডার দিয়ে কাজ চালাতে হচ্ছে কিংসদের। প্রভসিমরন সিং ও ম্যাথু শর্টকে বেশিক্ষণ ক্রিজে টিকে থাকার প্রয়োজন রয়েছে। প্রথম দিকের বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারেননি। গত দুটি ম্যাচে খেলেছেন লিয়াম লিভিংস্টোন। জীতেশ শর্মা, শাহরুখ খানরা বড় শট খেলতে অভ্যস্ত। বোলিং বিভাগে অর্শদীপ সিংয়ের উপর অতিরিক্ত নির্ভরশীল পঞ্জাব। প্রয়োজনের সময় উইকেট তুলে নিতে তাঁর জুড়ি নেই। কাঁধের চোটের জন্য বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারেননি ধাওয়ান। ঘরের মাঠে লখনউয়ের বিরুদ্ধে মাঠে নামাতে পারেন তিনি। একাদশে ফিরতে পারেন কাগিসো রাবাডা।
লখনউয়ের ব্যাটিংয়ের বড় চিন্তা ক্যাপ্টেন লোকেশ রাহুল নিজেই। মন্থর ব্যাটিংয়ের জন্য সমালোচিত হচ্ছেন। কাইল মায়ার্স, নিকোলাস পুরান, মার্কাস স্টইনিসদের থেকে প্রত্যাশা রয়েছে। মোহালির ম্যাচে একাদশে পরিবর্তন হতেই পারে লখনউয়ের। মার্ক উডের অনুপস্থিতি দলের বোলিং বিভাগকে দুর্বল করেছে এতে সন্দেহ নেই। ১৫ এপ্রিলের পর থেকে একটিও ম্যাচ খেলতে পারেননি উড। আবহাওয়ার পূর্বাভাস বলছে, শুক্রবার মোহালিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।