বেঙ্গালুরু: চলতি আইপিএলে একেবারেই ধারাবাহিক নয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। একটি ম্যাচে জয় তো পরের ম্যাচেই হার। বিরাট কোহলির নেতৃত্বে দুটি ম্যাচে জয়ের পর গত ম্যাচে ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে হেরে গিয়েছে আরসিবি (IPL 2023)। বাকি ১৫টা মরসুমের মতো এ বারও কী ব্যাঙ্গালোরের ট্রফির ক্যাবিনেট খালিই থাকবে? আরসিবি ফ্যানরা প্রিয় দলকে উৎসাহ দিতে কসুর করছেন না। ঘরের মাঠে ম্যাচ থাকলে নানা ধরনের পোস্টার, প্ল্য়াকার্ড নিয়ে মাঠে পৌঁছে যান। কখনও কখনও সেইসব পোস্টারে লেখা কথাগুলো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। বিরাটদের ম্যাচ চলাকালীন এক খুদের হাতের পোস্টার ব্যাপক ভাইরাল হয়েছে। কী লেখা ছিল সেই পোস্টারে? তুলে ধরল TV9 Bangla Sports।
ছবিতে দেখা যাচ্ছে ছোট্ট একটি মেয়ে আরসিবির জার্সি পরে রয়েছে। তার হাতে সাদা রঙের পোস্টার। কালো ও লাল কালিতে লেখা, “আরসিবি টিম কাপ না জেতা পর্যন্ত আমি স্কুলে যাব না।” সোশ্যাল মিডিয়ায় এই ভাইরাল ছবি ব্যপক হারে শেয়ার করা হচ্ছে। বিষয়টিতে মজা পেয়েছেন নেটিজেনরা। বছরের পর বছর ধরে আইপিএল ট্রফি জয়ের আশায় বসে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ফ্যানরা এমনতিই কটাক্ষের শিকার হন। তার উপর এই খুদের ‘পণ’ দেখে নেট মাধ্যমে হাসির রোল উঠেছে। অনেকে মজার ছলে বলছেন, পড়াশোনা থেকে বাঁচার ভালো উপায় এটাই। ছোট বয়সেই সেটা বুঝে গিয়েছে এই আরসিবি ফ্যান।
Drop your opinion about this flex by this cute RCB fan. ?#RCBvsKKR pic.twitter.com/xtjLsJHK94
— Sexy Cricket Shots (@sexycricketshot) April 26, 2023
That kid after growing up pic.twitter.com/rxxRPqxAcM
— Sagar (@sagarcasm) April 26, 2023
২০০৮ সাল গত মরসুম পর্যন্ত আরসিবির ক্যাবিনেটে ঢোকেনি আইপিএল ট্রফি। অথচ প্রথম সিজন থেকেই দলটিতে তারকাদের ছড়াছড়ি। প্লে অফ, তিন বার ফাইনালে পর্যন্ত পৌঁছেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসি, গ্লেন ম্যাক্সওয়েলরা। তা সত্ত্বেও পয়েন্ট টেবলের পঞ্চমস্থানে আরসিবি। এখনও পর্যন্ত ৮টি ম্যাচ খেলে ৪টিতে জয় এবং ৪টি ম্যাচ হেরে গিয়েছে আরসিবি।