কলকাতা : ঘরের মাঠে অনবদ্য জয় ছিনিয়ে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর। কিন্তু সেই ম্য়াচে সমস্য়াও বেড়েছে। ফিল্ডিংয়ে কাঁধে চোট পেয়েছিলেন রিস টপলি। এই বাঁ হাতি পেসারকে পরের ম্যাচে না পাওয়ার সম্ভাবনাই বেশি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরে একের পর একট চোট সমস্যা বাড়াচ্ছে। রজত পাতিদার পুরো মরসুমের জন্যই ছিটকে গিয়েছেন। এ দিনই ঘোষণা করেছে আরসিবি। রিস টপলিকেও সম্ভবত বৃহস্পতিবারের ম্য়াচে পাওয়া যাবে না। সোমবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিম। অনুশীলনও শুরু করে দিল আরসিবি। বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ। ঐচ্ছিক অনুশীলন হওয়ায় অনেকেই এলেন না। কলকাতার বিরুদ্ধে রিস টপলির পরিবর্তে কাকে খেলানো হতে পারে? বিস্তারিত TV9Bangla-য়।
প্রথম ম্যাচে টস জেতায় অনেক বেশি সুবিধা হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের। তাদের বোলিং আক্রমণ খুব বেশি ভরসা করার মতো নয়। অভিজ্ঞতার অভাব স্পষ্ট। মহম্মদ সিরাজ প্রথম স্পেলে অনবদ্য বোলিং করেছিলেন। কিন্তু নিজের শেষ ওভারে দেন ১৬ রান। স্লগ ওভারে হর্ষল প্য়াটেলের অভিজ্ঞতাও কাজে লাগেনি। রিস টপলি শুরুর দিকেই চোটে মাঠ ছাড়েন। ফলে স্লগ ওভারে তাঁকে পাওয়া যায়নি। বৃহস্পতিবারের ম্যাচে রিস টপলির জায়গায় ডেভিড উইলিকে খেলাতে পারে রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোর।
ইডেনে এ দিন ঐচ্ছিক অনুশীলন ছিল রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের। বিরাট কোহলি, অধিনায়ক ফাফ ডুপ্লেসিরা অবশ্য অনুশীলনে আসেননি। আরসিবি শিবিরে নজর ছিল শাহবাজ আহমেদের দিকে। বাংলার দুই ক্রিকেটারের কাছে বৃহস্পতিবার হোম ম্য়াচ। আকাশ দীপ এবং শাহবাজ আহমেদ। তাদের কাছে ইডেন গার্ডেন্স ঘরের মাঠ। শাহবাজের অভিজ্ঞতা কাজে লাগাতে মরিয়া আরসিবি। প্র্য়াক্টিসেও তাঁর কাছ থেকে অনেক তথ্য নিচ্ছিলেন আরসিবি সদস্যরা। চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথম ম্য়াচে রান তাড়ায় অনবদ্য ইনিংস খেলেছিলেন অধিনায়ক ফাফ ডুপ্লেসি ও বিরাট কোহলি। অপরাজিত থাকেন বিরাট। মিডল অর্ডার পরীক্ষার সুযোগ হয়নি। দীনেশ কার্তিককে তিন নম্বরে নামানো হলেও রান পাননি। ইডেন তাঁর কাছেও চেনা মাঠ। দীর্ঘ সময় কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন। প্রতিপক্ষ দলের অনেকেই তাঁর সতীর্থ। এ দিন অনুশীলনে নাইট শিবিরের বেশ বরুণ চক্রবর্তী, সুনীল নারিনদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন কার্তিক। মাঝে আর একটা দিন। বাইশ গজের লড়াইয়ে অবশ্য প্রতিপক্ষই।